Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

Manira khanam's Blog (24)

হিজলীপাড়ায় একতার চড়ুইভাতি, লিখেছে মনিরা ও প্রকাশ । A unity picnic at Hijlipara, written by Manira & Prokash

৬/৭/২৫

প্রকাশ ভাই এবং আমার দুজনের সমন্বয়ে লেখা ব্লগ:-

সল্টে শুরুর দিকে হিজলি পাড়ার মা দাদা দাদি এবং বাচ্চারা মিলে তিনটি অ্যাকশন শুরু করে। আফসানা ভাবীর বাচ্চাদের পড়ানো,অভিভাবকরা বাচ্চাদের নিয়ে খেলাধুলা করানো,দাদা দাদির গল্পের আসর। হঠাৎ তারা বুঝতে পারে তাদের মধ্যে একতার ফাটল ধরেছে। তারই সূত্র ধরে, তারা নিজেরা অনুধাবন করতে পারে ছেলেমেয়েদের সাথে তাদের সময় দেয়া কম হয়ে যাচ্ছে। গল্প বলার সময় দাদা-দাদীদের সংখ্যা কমে যাচ্ছে। এছাড়াও প্রতিবেশী সবার অংশগ্রহণ একটু একটু কমে গেছে। তাই…

Continue

Added by Manira khanam on July 10, 2025 at 5:30pm — 3 Comments

A story of a brave voice :An Extraordinary Experience During Eid Holidays.

ঈদের ছুটি কাটাতে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে ৬/৬/২৫ শশুর বাড়িতে পাড়ি জমাই।আমি বাড়িতে গেলে প্রতিবেশীরা আমাকে দেখতে আসে এবং তাদের অনেক জমানো কথা আমার সাথে শেয়ার করে। তবে এবার আমি সম্মুখীন হই ব্যতিক্রম এক অভিজ্ঞতার। প্রতিবেশীর নবম শ্রেণীতে পড়া এক শিক্ষার্থী আমার কাছে আসে। এবং আমার সাথে কিছু একটা শেয়ার করতে চায়।আমি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনি এবং সুযোগটাকে হাতছাড়া না করে তার সাথে আমি একটি ইন্ডিভিজুয়াল সল্ট করি। বিষয়টি ছিল বাল্যবিবাহ সম্পর্কিত। মেয়েটির চেহারা সুন্দর হওয়ায়…

Continue

Added by Manira khanam on June 18, 2025 at 8:40am — 4 Comments

Dream Building with the Mothers of Uttar Para.

২রা জুন উত্তরপাড়াতে শাহানারার টিম এর সাথে আমাদের একটি ড্রিম বিল্ডিং সেশন অনুষ্ঠিত হয়। কমিউনিটির মহিলা অভিভাবকদের সম্মতি ক্রমে পূর্ব পরিকল্পিত দিন নির্ধারণ অনুসারে আমাদের কার্যক্রমটি সংঘটিত হয়। বৃষ্টির কারণে আমরা খুবই দুশ্চিন্তায় ছিলাম তাদের দেওয়া সময়ের যথাযথ মূল্যায়ন আমরা করতে পারব কিনা? তবে অত্যন্ত আনন্দের বিষয় যে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা নির্ধারিত দিনে কমিউনিটিতে কার্যক্রমটি করতে সক্ষম হই। ড্রিম বিল্ডিং সেশনটি করার পূর্বে আমরা অর্গানাইজেশন লেভেলে নিজেদের মতো করে পরিকল্পনা করি…

Continue

Added by Manira khanam on June 6, 2025 at 1:09pm — 6 Comments

A library of Their Own :Dreams in Action.

  1. ৮ই মে ২০২৫ তারিখের জ্ঞানের মেলা পরবর্তী কাজে জয়নগর হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের সাথে একটা গ্রুপ সল্ট সেশনের আয়োজন করি। তারা যে স্বপ্ন দেখেছিলো (ড্রিম বিল্ডিং), সেই স্বপ্নের নির্ধারিত একটা বিষয়ের উপর আলোচনাটা হয়। স্বপ্নের একটি অংশ ছিল তাদের শ্রেণিকক্ষে লাইব্রেরী স্থাপন করা। কেননা তাদের বিদ্যালয়ে বড় একটা লাইব্রেরী থাকা…
Continue

Added by Manira khanam on May 19, 2025 at 1:14pm — 4 Comments

From Preparation to Inspiration :Our Knowledge Fair Journey.

 

১৯ এপ্রিল ২০২৫ এ অনুষ্ঠিত নলেজ ফেয়ার অর্থাৎ জ্ঞানের মেলাটা ছিল তিন থেকে চার ঘন্টা ব্যাপী সময়ের একটা অনুষ্ঠান। কিন্তু এটার প্রস্তুতি চলছিল আমাদের মধ্যে দীর্ঘ এক থেকে দেড় মাস। Grow Your Reader Foundation (GYRF) এর প্রতিটি সদস্যের দিন রাত অক্লান্ত পরিশ্রম এবং কমিউনিটির মানুষের আন্তরিকতায় প্রস্ফুটিত হওয়া আমাদের এই জ্ঞানের মেলা। আমাদের সকলের ঘাম ঝরেছে সত্য তবে তার থেকে অত্যন্ত আনন্দের বিষয় হলো যতটা কাজ বা পরিশ্রম করেছি এর থেকে অনেক বেশি শিখতে পেরেছি। অনেক বাস্তব অভিজ্ঞতার…

Continue

Added by Manira khanam on April 30, 2025 at 7:00pm — 5 Comments

My ARC South Asia convening 2025 Experience.

জ্ঞানের মেলা শেষে, বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত আর্ক সাউথ এশিয়া কনভেইনিং এ গ্রো ইয়োর রিডারের ফ্যাসিলিটেটর হিসেবে অংশগ্রহণ করে আমি অনেকের সাথে ব্যক্তিগতভাবে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছি। জ্ঞানের মেলার ব্যস্ততার কারনে সামান্য হাই হ্যালো ব্যতীত আমি কারোর সাথে সময় কাটাতে পারিনি। তবে ২০ ও ২১ তারিখে সকলের সাথে আমার আলাপ হয়েছিল। GFC টিমের আন্তরিকতা ও ভালোবাসা আমাকে…

Continue

Added by Manira khanam on April 26, 2025 at 8:00pm — 5 Comments

মা মেয়ের সল্ট | Mother-Daughter SALT

কয়েক দিন আগে আমি আমার মেয়ের সাথে একটা সল্ট কনভারসেশন করি। প্রথমে আমি আমাতুল্লাহর কাছে তার নিজেকে নিয়ে গর্ব হয় এমন একটা গল্প শুনতে চাই। তবে তার থেকে এত সুন্দর গল্প শোনার আশা করি নাই। কোন এক দিন চারুকারু ক্লাসে তার এক সহপাঠীর পেন্সিল হারিয়ে যায় খুব খুঁজাখুঁজি করতে থাকে মেয়েটি। আমতুল্লাহর চোখে সেটি ধরা পড়ে। তার কাছে গিয়ে নিজের থেকে একটি পেন্সিল ধার দিয়ে আসে এবং তাকে বোঝায় যে তুমি পরে খুঁজে পাবে কিন্তু ক্লাসটা মিস হয়ে গেলে তখন আর তুমি করতে পারবে না তাই এখন উচিত তুমি আমার পেন্সিলটা নিয়ে…

Continue

Added by Manira khanam on April 23, 2025 at 5:58pm — 4 Comments

From Dream to Reality :Students Lead Change at Joynagar High School.

গত ১৫ই ফেব্রুয়ারি জয়নগর হাই স্কুলে ড্রিম বিল্ডিং সেশনে শিক্ষার্থীরা গ্রুপ সল্ট এর মাধ্যমে মূল কার্যক্রমে অংশগ্রহণ করেছিল। এবং দুটি দলে বিভক্ত হয়ে তারা তাদের বিদ্যালয় কে নিয়ে স্বপ্ন দেখেছিল। তাদের দল দুটির নাম দিয়েছিল পদ্মা দল এবং যমুনা দল। শিক্ষকদের ড্রিমসহ মোট তিনটা ড্রিম থেকে একটি ড্রিম তারা তৈরি করে। এতে বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীদের সহযোগিতা করেছিল। শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বপ্নগুলো ছিল অনেকাংশেই সাদৃশ্যপূর্ণ তবে কিছু কিছু ব্যতিক্রম স্বপ্ন শিক্ষার্থীদের মধ্য থেকে উঠে আসছিল। যার…

Continue

Added by Manira khanam on March 1, 2025 at 7:41am — 3 Comments

From Doubt to Action :The Impact of Salt Conversation on Parental Involvement in Education.

৬/২/২৪ (GYRF)

ব্যাসপুর দক্ষিণপাড়াতে যাই মা অভিভাবকদের সাথে তাদের বাচ্চাদের পড়াশোনা বিষয়ে খবরা খবর আনতে। তার আগে প্রথমে আমি একটু বলে নেই তাদের সাথে সল্টের শুরুতে তাদের যে পরিস্থিতি ছিল। গল্প করার সময় তারা বলেছিল সন্তানদের মঙ্গল কামনা তারা সর্বদা করেন। তবে কোমলমতি শিশুরা পড়াশোনা করে কিনা, কোথায় যায়, কাদের সাথে মিশে খেলাধুলা করে এ নিয়ে তাদের কোন মাথা ব্যথা ছিল না। একক সল্টের মাধ্যমে তাদের কিছুটা অনুপ্রাণিত করা গেলেও গ্রুপ সল্ট এর মাধ্যমে তাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করতে সক্ষম হই।…

Continue

Added by Manira khanam on February 7, 2025 at 7:05am — 6 Comments

Valuable Lessions from My 5 days experience.

(১৫-২০) তারিখ ৫ দিন ব্যাপী ভ্রমণটা ছিল আমার জীবনের এক নতুন অধ্যায়। পরিবার ছেড়ে কখনো আমি এমনভাবে কাটিয়েছি বলে মনে পড়ে নাই। তবে আমার মধ্যে একটি লক্ষ্য কাজ করছিল যেটা ছিল পাবনা কমিউনিটির নলেজ ফেয়ার প্রত্যক্ষভাবে দেখা এবং সেখান থেকে জ্ঞান অর্জন করে আমার কমিউনিটিতে কাজে লাগানো। কেননা নলেজ ফেয়ার এটা আমার কাছে ছিল একদমই অজানা একটা অধ্যায়। তাই খুব বেশি কৌতুহলী…

Continue

Added by Manira khanam on January 22, 2025 at 5:30pm — 4 Comments

হিজলী পাড়ার তিন প্রজন্মের স্বপ্ন। The dreams of Three Generations of Hijli Para.

২৯/১২/২৪.

Dream building! Dream building!

ব্যাসপুর হিজলি পাড়াতে আজ আমাদের কমিউনিটি লেভেলে ১টি ড্রিম বিল্ডিং সেশন সম্পন্ন হয়। শুরুতেই আমরা আফসানা আপার পরিবার এবং হিজলীপাড়াতে যারা একশন গ্রহণ করেছে তাদের প্রশংসা করার মাধ্যমে আমাদের আলোচনার সূচনা করি। যাদের নিয়ে ছিল আয়োজনটি তারা হল :দাদা,দাদী,বাবা,মা ও ছোট ছোট কচি কাচারা। এছাড়াও বিশেষভাবে উপস্থিত হয়েছিল কাটাখালি থেকে তানজিলা, সাকিবা ও উত্তরপাড়া থেকে মৌসুমী। প্রথমে সাদিয়া আপুর পরিচিতি পর্ব শেষে গ্রুপ সল্ট করার জন্য সবাই ভাগ হয়ে দল…

Continue

Added by Manira khanam on December 30, 2024 at 2:17pm — 2 Comments

Building SALT Facilitators in Every neighbourhood :A vision for Change.

দক্ষিণ পাড়াতে সল্ট করতে গিয়ে জয়নগর হাই স্কুলের গ্রুপ সল্টে অংশগ্রহণকারী এক শিক্ষার্থীর সাথে দেখা হয়। যার নাম তানজিলা খানম। তানজিলাদের বাড়িতে পরিচয় হয় সাকিবা নামে এক শিক্ষার্থীর সাথে যে আলফাডাঙ্গা কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তার মধ্যে ছিল সল্ট নিয়ে অনেক কৌতুহল সে খুব আগ্রহী ছিল সল্ট সম্পর্কে জানতে। তানজিলা তাকে সল্ট সম্পর্কে বলতে শুরু করে। বিষয়টি তার অনেক ভালো লাগে। পরবর্তীতে যখন আমি ও প্রকাশ ভাই তানজিলাদের বাড়িতে একটি গ্রুপ সল্টের আয়োজন করি। সাকিবা ও সেই গ্রুপ সল্টে অংশগ্রহণ…

Continue

Added by Manira khanam on December 26, 2024 at 9:39am — 3 Comments

Storytelling Session with Grandparents and children: Connecting generations in Hijli Para.

১০/১২/২৪

ছেলেমেয়েরা মোবাইল ফোনে আসক্ত বলে দাদাদাদিরা ঠিক করেছিল তাদের নিয়ে নিয়মিত গল্পের আসরে বসাবে। তারা সেটা করে যাচ্ছে নিয়মিত। মাসে অন্তত ২/৩ দিন করে তারা চেষ্টা করে এটা করতে। কিন্তু ১০ই ডিসেম্বরের হিজলী পাড়াতে দাদা-দাদীদের গল্পের আসর বসেছিল একটু অন্যরকমভাবে একটু আনুষ্ঠানিকভাবে। আমরাও ছিলাম আমন্ত্রিত। গল্প উপভোগ করেছিল ছেলে মেয়েরা সাথে অনেক অভিভাবক এবং আমি ও প্রকাশ ভাই। শীতের পড়ন্ত বিকেলে তারা এই আসরের আয়োজন করে। অনেক বেশি আনন্দিত ছিল দাদা-দাদী এবং ছোট্ট ছেলে মেয়েরা। পাশাপাশি…

Continue

Added by Manira khanam on December 11, 2024 at 5:00pm — 2 Comments

সিদ্ধান্তগুলো আসে ব্যক্তি বিশেষের অভ্যন্তরীণ তৃপ্তি থেকে।। These decision comes from an individuals inner satisfaction.

বেশ কিছুদিন আগে আমরা ব্যাসপুর কাটাখালি পাড়াতে ১৫ জনকে নিয়ে একটি গ্রুপ সল্ট করি। নিজেদের গল্প শেয়ার করার পর যখন আমরা এলাকার সমস্যাগুলো নিয়ে কথা বলছিলাম তখন কয়েকটি বিষয় উঠে আসে। সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল মোবাইল ফোনে আসক্তি, অসৎ সঙ্গ এবং বাচ্চাদের মধ্যে প্রতিহিংসা পূর্ণ মনোভাব। গ্রুপ সল্টে উপস্থিত সদস্যদের মধ্যে অনেকেই ছিল একক সল্টে অংশগ্রহণকারী আবার অনেকেই ছিল যাদের সাথে কোন সল্ট করাই হয়নি। তাই প্রথমে আমরা পরিচিতি পর্ব শেষ করি এবং দলে ভাগ হয়ে একদল অন্য দলের সাথে গল্প শেয়ার করি,এবং…

Continue

Added by Manira khanam on December 1, 2024 at 5:00pm — 1 Comment

স্বপ্নের স্কুল -২০৩৫।Dream School 2035। What i have learned.

৯/১১/২৪

শনিবার

সময়: ৯:০০-৪:০০

GYRF team কর্তৃক জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় Dream building session. উক্ত সেশনটি আমার জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কেননা পরবর্তী ধাপে আমাদের কমিউনিটিতে গিয়ে ড্রিম বিল্ডিং করতে হবে। তাই পুরো সেশনটি আমি খুব মনোযোগ সহকারে step by step পর্যবেক্ষণ করেছিলাম। সেশন এর শুরুতে সল্ট কনভার্সেশনের মাধ্যমে শুরু হয়েছিল আমাদের আলোচনা। এই মুহূর্তটা ছিল খুবই চমকপ্রদ খুব মনোযোগ সহকারে একে অন্যের গল্প শুনছিল এবং একজন আরেকজনকে প্রশংসা করছিল।…

Continue

Added by Manira khanam on November 12, 2024 at 5:10pm — 4 Comments

Finding Strength in Brinty Apu's Journey.

  1. ২৩-১০-২০২৪; রাত ৮:৩০

    আমার সল্ট অনুশীলনের ২য় ব্যক্তি বৃন্তি সাহা আপু। আলোকিত করি সংগঠনের এক উজ্জ্বল নক্ষত্র। যার সাথে সল্ট করে আমি অনেক বেশি অনুপ্রাণিত। প্রথমে আমি ধন্যবাদ জানাই GFC এর Rituu কে। কমিউনিটিতেই শুধু নয় নিজেদের মধ্যে সল্ট সেশনের সুব্যবস্থা করে দেয়ার জন্য। প্রতিটা সল্ট ফেসিলেটেটরের কাছ থেকে আমি সুন্দর সুন্দর গল্পের আসরে নিজেকে বিলিয়ে দিতে…

Continue

Added by Manira khanam on October 26, 2024 at 8:55pm — 4 Comments

শাসন বা শক্তি দ্বারা যেটি করা সম্ভব নয়, সল্টের দ্বারা সেটি খুব সহজেই করা যেতে পারে (What cannot be achieved throw discipline or force can be easily accomplished throw salt)

বেসলাইন সার্ভে করার সময়ে ইন্টারভিউ করার জন্য জয়নগর মাধ্যমিক বিদ্যালয় থেকে ড্রপ আউট একজন শিক্ষার্থীকে খুঁজে নেই। বিদ্যালয় থেকে তার তথ্য নিয়ে তার বাড়িতে আমরা যাই। এবং তার সাথে ইন্টারভিউ বা সাক্ষাৎ করি।

পরে…

Continue

Added by Manira khanam on October 20, 2024 at 5:09pm — 4 Comments

SALT Sparks Community -Led Solution:A journey in Hijli Para.

Date: 19/8/24.

Time: 4:30 PM

Group SALT action, Grow Your Reader Foundation

Byspur Hijli para, Byaspur

ব্যাসপুর হিজলি পাড়াতে ৬১ টি বাড়ির প্রতিটা বাড়িতে গিয়ে আমরা ইন্ডিভিজুয়াল সল্ট করেছি। একক সল্টগুলো শেষে আমরা হিজলি পাড়াতে এখন পর্যন্ত তিনটা গ্রুপ সল্ট করেছি। কিছুদিন আগেই একটি দল তাদের অ্যাকশন শুরু করে। মাঝে…

Continue

Added by Manira khanam on August 20, 2024 at 4:30pm — 1 Comment

নিজেদের সমাধান সবসময়ই বেশি ভালো।Our own solutions are always the best.

- Manira Khanam, Facilitator, Grow Your Reader Foundation

কিছুদিন আগে ব্যাসপুর উত্তর পাড়াতে একটি গ্রুপ সল্ট করেছি। দলের মধ্যে অধিকাংশের সমস্যাটি ছিল ছেলে মেয়েদের মোবাইল ফোনে আসক্তির বিষয়টি। তখন অভিভাবক বিশেষ করে মায়েদের মধ্য থেকেই সমস্যা সমাধানের বিভিন্ন ধরনের উপায় বেরিয়ে আসে। অনেকে বাচ্চাদেরকে নিয়ে পড়ানোর ব্যবস্থা করার অভিব্যক্তি প্রকাশ করেন, কেউ বলেন তাদেরকে মায়েরা তাদের শৈশবের খেলা শিখাবেন এবং সাথে নিয়ে খেলাধুলা করবেন। যেহেতু খেলার মাঠ বাড়ি থেকে অনেক দূরে, তাই তারা বাড়ির…

Continue

Added by Manira khanam on August 1, 2024 at 8:30am — No Comments

মায়েদের সহজ সমাধান। Mothers Simple Solution

(Manira Khanam, SALT Facilitator, Grow Your Reader Foundation)

১৪/৭/২৪

ব্যাসপুর উত্তরপাড়াতে আজকের গ্রুপ সল্ট থেকে উঠে এসেছে ঘুরে দাড়ানোর একটি মুহূর্ত। একক সল্ট থেকে একই ধরনের সমস্যাগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে ৬ জনের সাথে যারা একই সমস্যা নিয়ে কথা বলেছিলেন তাদের নিয়ে গ্রুপ সল্ট করেছি। বিষয়টি ছিল মোবাইল ফোনে আসক্তির ব্যাপারটা। কথা বলার মাধ্যমে তাদের মধ্য থেকেই উঠে এসেছে মোবাইল ফোন থেকে কিভাবে বাচ্চাদের দুরে রাখা যায়।

(১)দলের মধ্য থেকে একজন শিক্ষার্থী ইচ্ছা পোষণ করে সে…

Continue

Added by Manira khanam on July 18, 2024 at 12:00am — 2 Comments

Monthly Archives

2025

2024

© 2025   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service