Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
গত ১৫ই ফেব্রুয়ারি জয়নগর হাই স্কুলে ড্রিম বিল্ডিং সেশনে শিক্ষার্থীরা গ্রুপ সল্ট এর মাধ্যমে মূল কার্যক্রমে অংশগ্রহণ করেছিল। এবং দুটি দলে বিভক্ত হয়ে তারা তাদের বিদ্যালয় কে নিয়ে স্বপ্ন দেখেছিল। তাদের দল দুটির নাম দিয়েছিল পদ্মা দল এবং যমুনা দল। শিক্ষকদের ড্রিমসহ মোট তিনটা ড্রিম থেকে একটি ড্রিম তারা তৈরি করে। এতে বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীদের সহযোগিতা করেছিল। শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বপ্নগুলো ছিল অনেকাংশেই সাদৃশ্যপূর্ণ তবে কিছু কিছু ব্যতিক্রম স্বপ্ন শিক্ষার্থীদের মধ্য থেকে উঠে আসছিল। যার…
ContinueAdded by Manira khanam on March 1, 2025 at 7:41am — 3 Comments
৬/২/২৪ (GYRF)
ব্যাসপুর দক্ষিণপাড়াতে যাই মা অভিভাবকদের সাথে তাদের বাচ্চাদের পড়াশোনা বিষয়ে খবরা খবর আনতে। তার আগে প্রথমে আমি একটু বলে নেই তাদের সাথে সল্টের শুরুতে তাদের যে পরিস্থিতি ছিল। গল্প করার সময় তারা বলেছিল সন্তানদের মঙ্গল কামনা তারা সর্বদা করেন। তবে কোমলমতি শিশুরা পড়াশোনা করে কিনা, কোথায় যায়, কাদের সাথে মিশে খেলাধুলা করে এ নিয়ে তাদের কোন মাথা ব্যথা ছিল না। একক সল্টের মাধ্যমে তাদের কিছুটা অনুপ্রাণিত করা গেলেও গ্রুপ সল্ট এর মাধ্যমে তাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করতে সক্ষম হই।…
Added by Manira khanam on February 7, 2025 at 7:05am — 6 Comments
(১৫-২০) তারিখ ৫ দিন ব্যাপী ভ্রমণটা ছিল আমার জীবনের এক নতুন অধ্যায়। পরিবার ছেড়ে কখনো আমি এমনভাবে কাটিয়েছি বলে মনে পড়ে নাই। তবে আমার মধ্যে একটি লক্ষ্য কাজ করছিল যেটা ছিল পাবনা কমিউনিটির নলেজ ফেয়ার প্রত্যক্ষভাবে দেখা এবং সেখান থেকে জ্ঞান অর্জন করে আমার কমিউনিটিতে কাজে লাগানো। কেননা নলেজ ফেয়ার এটা আমার কাছে ছিল একদমই অজানা একটা অধ্যায়। তাই খুব বেশি কৌতুহলী…
Added by Manira khanam on January 22, 2025 at 5:30pm — 4 Comments
২৯/১২/২৪.
Dream building! Dream building!
ব্যাসপুর হিজলি পাড়াতে আজ আমাদের কমিউনিটি লেভেলে ১টি ড্রিম বিল্ডিং সেশন সম্পন্ন হয়। শুরুতেই আমরা আফসানা আপার পরিবার এবং হিজলীপাড়াতে যারা একশন গ্রহণ করেছে তাদের প্রশংসা করার মাধ্যমে আমাদের আলোচনার সূচনা করি। যাদের নিয়ে ছিল আয়োজনটি তারা হল :দাদা,দাদী,বাবা,মা ও ছোট ছোট কচি কাচারা। এছাড়াও বিশেষভাবে উপস্থিত হয়েছিল কাটাখালি থেকে তানজিলা, সাকিবা ও উত্তরপাড়া থেকে মৌসুমী। প্রথমে সাদিয়া আপুর পরিচিতি পর্ব শেষে গ্রুপ সল্ট করার জন্য সবাই ভাগ হয়ে দল…
Added by Manira khanam on December 30, 2024 at 2:17pm — 2 Comments
দক্ষিণ পাড়াতে সল্ট করতে গিয়ে জয়নগর হাই স্কুলের গ্রুপ সল্টে অংশগ্রহণকারী এক শিক্ষার্থীর সাথে দেখা হয়। যার নাম তানজিলা খানম। তানজিলাদের বাড়িতে পরিচয় হয় সাকিবা নামে এক শিক্ষার্থীর সাথে যে আলফাডাঙ্গা কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তার মধ্যে ছিল সল্ট নিয়ে অনেক কৌতুহল সে খুব আগ্রহী ছিল সল্ট সম্পর্কে জানতে। তানজিলা তাকে সল্ট সম্পর্কে বলতে শুরু করে। বিষয়টি তার অনেক ভালো লাগে। পরবর্তীতে যখন আমি ও প্রকাশ ভাই তানজিলাদের বাড়িতে একটি গ্রুপ সল্টের আয়োজন করি। সাকিবা ও সেই গ্রুপ সল্টে অংশগ্রহণ…
ContinueAdded by Manira khanam on December 26, 2024 at 9:39am — 3 Comments
১০/১২/২৪
ছেলেমেয়েরা মোবাইল ফোনে আসক্ত বলে দাদাদাদিরা ঠিক করেছিল তাদের নিয়ে নিয়মিত গল্পের আসরে বসাবে। তারা সেটা করে যাচ্ছে নিয়মিত। মাসে অন্তত ২/৩ দিন করে তারা চেষ্টা করে এটা করতে। কিন্তু ১০ই ডিসেম্বরের হিজলী পাড়াতে দাদা-দাদীদের গল্পের আসর বসেছিল একটু অন্যরকমভাবে একটু আনুষ্ঠানিকভাবে। আমরাও ছিলাম আমন্ত্রিত। গল্প উপভোগ করেছিল ছেলে মেয়েরা সাথে অনেক অভিভাবক এবং আমি ও প্রকাশ ভাই। শীতের পড়ন্ত বিকেলে তারা এই আসরের আয়োজন করে। অনেক বেশি আনন্দিত ছিল দাদা-দাদী এবং ছোট্ট ছেলে মেয়েরা। পাশাপাশি…
Added by Manira khanam on December 11, 2024 at 5:00pm — 2 Comments
বেশ কিছুদিন আগে আমরা ব্যাসপুর কাটাখালি পাড়াতে ১৫ জনকে নিয়ে একটি গ্রুপ সল্ট করি। নিজেদের গল্প শেয়ার করার পর যখন আমরা এলাকার সমস্যাগুলো নিয়ে কথা বলছিলাম তখন কয়েকটি বিষয় উঠে আসে। সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল মোবাইল ফোনে আসক্তি, অসৎ সঙ্গ এবং বাচ্চাদের মধ্যে প্রতিহিংসা পূর্ণ মনোভাব। গ্রুপ সল্টে উপস্থিত সদস্যদের মধ্যে অনেকেই ছিল একক সল্টে অংশগ্রহণকারী আবার অনেকেই ছিল যাদের সাথে কোন সল্ট করাই হয়নি। তাই প্রথমে আমরা পরিচিতি পর্ব শেষ করি এবং দলে ভাগ হয়ে একদল অন্য দলের সাথে গল্প শেয়ার করি,এবং…
ContinueAdded by Manira khanam on December 1, 2024 at 5:00pm — 1 Comment
৯/১১/২৪
শনিবার
সময়: ৯:০০-৪:০০
GYRF team কর্তৃক জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় Dream building session. উক্ত সেশনটি আমার জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কেননা পরবর্তী ধাপে আমাদের কমিউনিটিতে গিয়ে ড্রিম বিল্ডিং করতে হবে। তাই পুরো সেশনটি আমি খুব মনোযোগ সহকারে step by step পর্যবেক্ষণ করেছিলাম। সেশন এর শুরুতে সল্ট কনভার্সেশনের মাধ্যমে শুরু হয়েছিল আমাদের আলোচনা। এই মুহূর্তটা ছিল খুবই চমকপ্রদ খুব মনোযোগ সহকারে একে অন্যের গল্প শুনছিল এবং একজন আরেকজনকে প্রশংসা করছিল।…
Added by Manira khanam on November 12, 2024 at 5:10pm — 4 Comments
২৩-১০-২০২৪; রাত ৮:৩০
আমার সল্ট অনুশীলনের ২য় ব্যক্তি বৃন্তি সাহা আপু। আলোকিত করি সংগঠনের এক উজ্জ্বল নক্ষত্র। যার সাথে সল্ট করে আমি অনেক বেশি অনুপ্রাণিত। প্রথমে আমি ধন্যবাদ জানাই GFC এর Rituu কে। কমিউনিটিতেই শুধু নয় নিজেদের মধ্যে সল্ট সেশনের সুব্যবস্থা করে দেয়ার জন্য। প্রতিটা সল্ট ফেসিলেটেটরের কাছ থেকে আমি সুন্দর সুন্দর গল্পের আসরে নিজেকে বিলিয়ে দিতে…
Added by Manira khanam on October 26, 2024 at 8:55pm — 4 Comments
বেসলাইন সার্ভে করার সময়ে ইন্টারভিউ করার জন্য জয়নগর মাধ্যমিক বিদ্যালয় থেকে ড্রপ আউট একজন শিক্ষার্থীকে খুঁজে নেই। বিদ্যালয় থেকে তার তথ্য নিয়ে তার বাড়িতে আমরা যাই। এবং তার সাথে ইন্টারভিউ বা সাক্ষাৎ করি।
পরে…
Added by Manira khanam on October 20, 2024 at 5:09pm — 4 Comments
Date: 19/8/24.
Time: 4:30 PM
Group SALT action, Grow Your Reader Foundation
Byspur Hijli para, Byaspur
ব্যাসপুর হিজলি পাড়াতে ৬১ টি বাড়ির প্রতিটা বাড়িতে গিয়ে আমরা ইন্ডিভিজুয়াল সল্ট করেছি। একক সল্টগুলো শেষে আমরা হিজলি পাড়াতে এখন পর্যন্ত তিনটা গ্রুপ সল্ট করেছি। কিছুদিন আগেই একটি দল তাদের অ্যাকশন শুরু করে। মাঝে…
Added by Manira khanam on August 20, 2024 at 4:30pm — 1 Comment
- Manira Khanam, Facilitator, Grow Your Reader Foundation
কিছুদিন আগে ব্যাসপুর উত্তর পাড়াতে একটি গ্রুপ সল্ট করেছি। দলের মধ্যে অধিকাংশের সমস্যাটি ছিল ছেলে মেয়েদের মোবাইল ফোনে আসক্তির বিষয়টি। তখন অভিভাবক বিশেষ করে মায়েদের মধ্য থেকেই সমস্যা সমাধানের বিভিন্ন ধরনের উপায় বেরিয়ে আসে। অনেকে বাচ্চাদেরকে নিয়ে পড়ানোর ব্যবস্থা করার অভিব্যক্তি প্রকাশ করেন, কেউ বলেন তাদেরকে মায়েরা তাদের শৈশবের খেলা শিখাবেন এবং সাথে নিয়ে খেলাধুলা করবেন। যেহেতু খেলার মাঠ বাড়ি থেকে অনেক দূরে, তাই তারা বাড়ির…
Added by Manira khanam on August 1, 2024 at 8:30am — No Comments
(Manira Khanam, SALT Facilitator, Grow Your Reader Foundation)
১৪/৭/২৪
ব্যাসপুর উত্তরপাড়াতে আজকের গ্রুপ সল্ট থেকে উঠে এসেছে ঘুরে দাড়ানোর একটি মুহূর্ত। একক সল্ট থেকে একই ধরনের সমস্যাগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে ৬ জনের সাথে যারা একই সমস্যা নিয়ে কথা বলেছিলেন তাদের নিয়ে গ্রুপ সল্ট করেছি। বিষয়টি ছিল মোবাইল ফোনে আসক্তির ব্যাপারটা। কথা বলার মাধ্যমে তাদের মধ্য থেকেই উঠে এসেছে মোবাইল ফোন থেকে কিভাবে বাচ্চাদের দুরে রাখা যায়।
(১)দলের মধ্য থেকে একজন শিক্ষার্থী ইচ্ছা পোষণ করে সে…
Added by Manira khanam on July 18, 2024 at 12:00am — 2 Comments
সাবিনা আন্টির দুই মেয়ে কোন ছেলে নেই আঙ্কেল কৃষি কাজ করে। মেয়ে দুজনকে নিয়ে তিনি গর্বিত। বড় মেয়ে অনার্সে পড়াশোনা করে। ছোট মেয়ে এই বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মেয়েদেরকে লেখাপড়া শেখানোর তীব্র ইচ্ছার আন্টির তিনি চান মেয়েদেরকে ছেলের মত মানুষ করে তুলতে। যাতে করে তারাই একসময় তাদের বেঁচে থাকার অবলম্বন হতে পারে। আন্টির মেয়েরা সব শান্ত পড়ালেখায় মোটামুটি ভালই পড়াশোনা করাতে তার কোন কষ্ট হচ্ছে না বা মেয়েদেরকে জোরাজুরি করতে হয় না এজন্যই তিনি তাদেরকে নিয়ে গর্বিত।
ছেলে…
Added by Manira khanam on May 21, 2024 at 6:48pm — 2 Comments
The story of Hena Aunty was in the context of the Great Liberation War of 1971. Aunty was around 10 to 12 years old during the war. The war of liberation had started in the country and there was a panic among the people first in the cities and then in the villages. Pakistani forces launched a surprise attack on the sleeping Bengalis in the late night of March 25, 1971. Bengali accepts a brutal death. Within a few days their brutality spread from village to village. Burned down numerous…
ContinueAdded by Manira khanam on May 12, 2024 at 5:30pm — No Comments
আজ এটা আমার ২য় ব্লগ। এখানে লেখার পর কেনো যেনো আমি আরো লেখার জন্য অনুপ্রাণিত হয়েছি। মনে হচ্ছে আমার গল্পগুলো এখন অনেক মানুষ পড়ে জানতে পারবে। আমাদের গ্রামে কত মানুষ এবং তাদের স্ট্রেন্থ কত ধরনের। সল্ট করার আগে আমার এটা নিয়ে কোন ধারনাই ছিলো না।
হামিদ খান চাচা ব্যাসপুর মধ্যপাড়ায় বসবাস করেন। চাচার গল্পটা ছিল এরকম ১৯৭১ সাল যুদ্ধের পরবর্তী সময় দেশের অবস্থা ছিল খুবই ভয়াবহ সারাদেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল তখন চাচার বাবা তাদের ভাই-বোনগুলোকে নিয়ে খুব মানবেতর জীবনযাপন করছিলেন। হামিদ…
Added by Manira khanam on May 4, 2024 at 11:06am — 2 Comments
আমার নাম মনিরা খানম। এটা আমার প্রথম ব্লগ।
মিজানুর ভাইয়ের গল্পটা ছিল ভাই মাদ্রাসা লাইনে পড়ালেখা করেন। তার বাবা সামান্য কৃষক ছিলেন তা সত্ত্বেও লেখাপড়া করাতে তার বাবার তেমন কোন অসুবিধা হয়নি। তবে ভাইয়ের দুই বন্ধু…
Added by Manira khanam on May 2, 2024 at 2:11pm — 1 Comment
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by