Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

হিজলীপাড়ায় একতার চড়ুইভাতি, লিখেছে মনিরা ও প্রকাশ । A unity picnic at Hijlipara, written by Manira & Prokash

৬/৭/২৫
প্রকাশ ভাই এবং আমার দুজনের সমন্বয়ে লেখা ব্লগ:-
সল্টে শুরুর দিকে হিজলি পাড়ার মা দাদা দাদি এবং বাচ্চারা মিলে তিনটি অ্যাকশন শুরু করে। আফসানা ভাবীর বাচ্চাদের পড়ানো,অভিভাবকরা বাচ্চাদের নিয়ে খেলাধুলা করানো,দাদা দাদির গল্পের আসর। হঠাৎ তারা বুঝতে পারে তাদের মধ্যে একতার ফাটল ধরেছে। তারই সূত্র ধরে, তারা নিজেরা অনুধাবন করতে পারে ছেলেমেয়েদের সাথে তাদের সময় দেয়া কম হয়ে যাচ্ছে। গল্প বলার সময় দাদা-দাদীদের সংখ্যা কমে যাচ্ছে। এছাড়াও প্রতিবেশী সবার অংশগ্রহণ একটু একটু কমে গেছে। তাই সেটা নিয়ে তারা ভাবতে শুরু নিজেরাই। সুফিয়া কাকি বিষয়টি আমাদেরকে অবগত করে। এবং পুনরায় সবাইকে একত্রিত করে গ্রুপ সল্ট করা যায় কিনা সেই বিষয়ে কথা বলে। কাকীর সাথে কাটানো দিনটি ছিল বৃহস্পতিবার তাই পরবর্তী রবিবারে সকলকে নিয়ে বিকালে বসতে কাকী সম্মতি পোষণ করে। এমনকি কাকির উদ্যোগে প্রত্যেককে নিয়ে একত্রিত হয়ে আবার তাদের সাথে গ্রুপ সল্টের আয়োজন করি। এবং বিভিন্ন বিষয় নিয়ে একতার গুরুত্ব সম্পর্কে তাদের নিজেদের মধ্যে আলোচনা হয় । আফসানা ভাবীর অনুপস্থিতে দায়িত্বশীলতার ক্ষেত্রে প্রভাব ফেলে। মায়েদের দায়িত্ব ভাগাভাগি করে নেওয়াটা ঠিকভাবে পূরণ না হওয়ায় কাকি এটা নিয়ে উদ্বিগ্ন হয়। যেমন শুক্রবারে আছিয়া ভাবির পড়ানোর দিন কিন্তু সে পড়ায়নি সেটা দেখে অন্য মা ও তার দায়িত্বশীলতায় অবহেলা করেছে। এভাবে তারা নিজ নিজ জায়গা থেকে একটু পিছিয়ে পড়ছিল।এমনকি এক মায়ের সাথে অন্য মায়ের মনোমালিন্যেরও সৃষ্টি হয়েছিল । মায়েদের সাথে মায়েদের জটিলতার প্রভাব যেন বাচ্চাদের উপর না পড়ে এমন বিভিন্ন ধরনের আলোচনা হয় তাদের সাথে। তারই সূত্র ধরে তারা তাদের একতার জায়গাটিকে আরো শক্তিশালী এবং মজবুত করতে ছোট্ট একটি উদ্যোগ নেয়। উদ্যোগটি ছিল তারা সকলে মিলে চড়ুইভাতের আয়োজন করবে। যেই ভাবা সেই কাজ। বাচ্চাদের স্কুল বন্ধের দিনটাকে তারা সিলেক্ট করে। অর্থাৎ গত রবিবার আশুরার বন্দের দিনে তারা তাদের এই চড়ুইভাতী অনুষ্ঠানটি উপভোগ করে দাদা-দাদী বাচ্চারাএবং অভিভাবকরা মিলে।সকলের সম্মিলিত প্রচেষ্টায় তাদের অনুষ্ঠানটি খুব সুন্দর এবং সাবলীলভাবে সুসম্পন্ন হয়।নিজেরা নিজেদের মত করে বিভিন্ন উপকরণ সরবরাহ করে এবং কাজকর্ম সকলে মিলে মিশে করে। সৌভাগ্যক্রমে তাদের অনুষ্ঠানের অংশ হিসেবে আমাদেরকেও নিমন্ত্রণ করে। প্রকাশ ভাই এবং আমি ঘটনাস্থলে যেয়ে দেখি তারা তাদের কাজকর্ম নিয়ে সবাই ব্যতিব্যস্ত হয়ে উঠেছে।কেউ মরিচ কাটছে, কেউ আদা বাটছে,কেউ জিরা বাটছে,কেউবা আবার পাশে গল্প করে সঙ্গ দিচ্ছে। তাদের এমন একতা দেখে আমাদের ভাবনা যেন অঙ্কুরেবিনষ্ট হলো । যাইহোক বৃষ্টি হওয়ার কারণে বাচ্চারা বাহিরে সময় না কাটিয়ে ঘরের ভেতরে সুফিয়া চাচী ও পিয়ারন চাচীর উৎসাহে নাচ গানে মেতে উঠেছিল । তারা সবাই মিলে আমরা করব জয় গানটিতে বেশ বিনোদন নিচ্ছিল।সকলের অংশগ্রহণে স্থানটির পরিবেশ হয়ে উঠেছিল আনন্দঘন। এর মধ্যে আলিশা এবং মুনিয়া দলীয় নাচের মাধ্যমে তাদেরকে বিনোদন দিচ্ছিল। কমিউনিটি থেকে ভিন্ন ধরনের আয়োজন আমাদেরকেও আনন্দিত করেছিল। একসময় রান্নাঘর থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল অর্থাৎ তাদের খিচুড়ির গন্ধে মন ভরে যাচ্ছিল। রান্না শেষে সকলে সেগুলো নিয়ে আনন্দে মেতে উঠেছিল।হিজলি পাড়ার ১৩ টি পরিবারের সম্মিলিত অংশগ্রহণ আমাদেরকে মুগ্ধ করেছে। মায়েরা খিচুড়ি নামিয়ে বাচ্চাদেরকে নিয়ে একসাথে খাবারগুলো খাচ্ছিল। প্রতিটি পরিবার মিলে সর্বমোট ৪০ জনের মত সদস্য এই চড়ুইভাতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। মায়েদের মতামত ছিল মাঝে মধ্যে বাচ্চাদের সাথে এমন আনন্দ যেন ওদেরকে নতুনভাবে বেড়ে উঠতে পথ দেখায় এবং নিজেদের মধ্যেও একটা সুসম্পর্ক গড়ে ওঠে। প্রথমবার যেহেতু তারা তাদের এমন আয়োজন করেছে তাই খাবারে কিছুটা ঘাটতি লক্ষ্য করেছে। তবে পরবর্তীতে এই ধরনের অনুষ্ঠানে তাদের আর কখনো খাবারের ঘাটতি হবে না। এমন শিক্ষা এখান থেকে তারা নিয়েছে। মায়েদের মধ্যে ছিল কি হাসি আনন্দ এবং কর্ম তৎপরতা। সত্যি দিনটি ছিল খুবই আনন্দের এবং স্মরণীয়।তাদের একতা দেখে আমরাও ঈর্ষান্বিত হই তাদের মধ্যে এত শক্তি তারা ঘরের পরিবেশে এ ধরনের আয়োজন করতে পেরেছে।
SALT-হচ্ছে এমন একটি প্রসেস যেটা কি একটি দিয়াশলাইয়ের বাক্সের সাথে তুলনা করা যায়। পরপর সাজানো দিয়ে আসলে একটিতে যদি আগুন ধরানো যায় তাহলে অটোমেটিক বাকিগুলো জ্বলতে থাকে। একটি জ্বলন্ত আগুনের শিখা অন্যদেরকে সাপোর্ট করে জ্বলতে সাহায্য করে। তদ্রুপ কমিউনিটিতে একজনের ভালো কাজ করতে দেখে অন্যরা অনুপ্রাণিত হয়ে সেই দিকেই অগ্রসর হয়। এই অগ্রসরতা টিকিয়ে রাখাই আমাদের চ্যালেঞ্জ।

(Blog by Prokash Bhai and Me, dated 06/07/25):

At the beginning of SALT in Hijli Para, the mothers, grandparents, and children initiated three community-led actions: Afsana bhabi teaching the children, the parents playing games with the kids, and storytelling sessions with the grandparents. However, they soon realized a crack had appeared in their unity. They started to feel that they were spending less and less time with the children. The number of grandparents attending the storytelling sessions was decreasing. Participation from neighbors was also slowly dwindling.

Reflecting on this, they began to discuss the matter among themselves. Sufia kaki informed us about the situation and raised the idea of regrouping for a group SALT session. Since she had shared this with us on a Thursday, she suggested holding the session the following Sunday afternoon. With kaki’s initiative, we all came together again and organized a group SALT session. During this, they discussed the importance of unity in their community.

Afsana bhabi’s absence had affected the sense of responsibility among the group. Kaki was concerned that the division of responsibilities among the mothers wasn’t functioning well. For example, it was supposed to be Achiya bhabi’s turn to teach on Friday, but she didn’t do it. Seeing this, the other mothers also neglected their duties. Gradually, everyone was falling behind in their commitments. Additionally, a conflict had arisen between two mothers, creating tension.

They discussed ways to ensure these complications among the mothers wouldn’t affect the children. From these discussions, a small yet powerful initiative was born — to strengthen their unity, they decided to organize a choruibhati (picnic).

And just like that, they made it happen. They chose a day when the children's school was closed — last Sunday, the day of Ashura’s holiday. Grandparents, children, and parents all enjoyed the choruibhati together. With everyone’s combined effort, the event was beautifully and smoothly organized. They each brought their own ingredients and worked together in unity.

Luckily, they invited us to the event. Prokash bhai and I went to the location and saw everyone busily engaged — someone was chopping chilies, another was grinding ginger, others were preparing spices or chatting and sharing stories. Witnessing such unity filled our hearts with joy.

Since it rained that day, the children couldn’t play outside. Instead, inside the house, with encouragement from Sufia chachi and Piaran chachi, they sang and danced joyfully. One song they enjoyed together was “Amra Korbo Joy” (We Shall Overcome), which lifted everyone’s spirits. Alisha and Munia performed group dances that entertained all. The whole atmosphere became festive and vibrant.

From the kitchen, the fragrant smell of their cooking, especially the khichuri, spread everywhere. Once it was ready, everyone shared the food together joyfully. The collective participation of 13 families from Hijli Para deeply impressed us. The mothers served the khichuri and enjoyed the meal with their children in unity. In total, around 40 people participated in the event.

The mothers felt that such joyful moments with their children help the children grow in a positive way and also build strong relationships among themselves. Since it was their first time organizing such an event, they noticed a small shortage of food. But they reflected on this and said it would not happen again in future gatherings — they learned from the experience.

The happiness, laughter, and enthusiasm of the mothers were incredible. Truly, it was a joyful and memorable day. Their unity inspired us — it was amazing to see how much strength they had to organize something so powerful right within their own homes.

SALT is like a matchbox — when one match is lit, the rest can catch fire too. One flame can ignite another. Similarly, when one person in a community does something good, others get inspired to follow. The challenge lies in keeping this forward movement alive.

Views: 56

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Shahrukh Atpade on July 16, 2025 at 11:33am

When a family struggles due to lack of communication, collective action brings them back together, and a great example of this can be seen in today's blog.

Comment by Nusrat Jahan Priya on July 15, 2025 at 10:05am

কেমন লাগলো আপনাদের এই চড়ুইভাতির অংশ হয়ে? 

Comment by Sadia Jafrin on July 12, 2025 at 1:53pm

খুব সুন্দর! দুজন মিলে একসাথে লেখার অভিজ্ঞতা কেমন?

© 2025   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service