Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
Posted on July 10, 2025 at 5:30pm 3 Comments 3 Likes
৬/৭/২৫
প্রকাশ ভাই এবং আমার দুজনের সমন্বয়ে লেখা ব্লগ:-
সল্টে শুরুর দিকে হিজলি পাড়ার মা দাদা দাদি এবং বাচ্চারা মিলে তিনটি অ্যাকশন শুরু করে। আফসানা ভাবীর বাচ্চাদের পড়ানো,অভিভাবকরা বাচ্চাদের নিয়ে খেলাধুলা করানো,দাদা দাদির গল্পের আসর। হঠাৎ তারা বুঝতে পারে তাদের মধ্যে একতার ফাটল ধরেছে। তারই সূত্র ধরে, তারা নিজেরা অনুধাবন করতে পারে ছেলেমেয়েদের সাথে তাদের সময় দেয়া কম হয়ে যাচ্ছে। গল্প বলার সময় দাদা-দাদীদের সংখ্যা কমে যাচ্ছে। এছাড়াও প্রতিবেশী সবার অংশগ্রহণ একটু একটু কমে গেছে। তাই…
Posted on June 18, 2025 at 8:40am 4 Comments 4 Likes
ঈদের ছুটি কাটাতে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে ৬/৬/২৫ শশুর বাড়িতে পাড়ি জমাই।আমি বাড়িতে গেলে প্রতিবেশীরা আমাকে দেখতে আসে এবং তাদের অনেক জমানো কথা আমার সাথে শেয়ার করে। তবে এবার আমি সম্মুখীন হই ব্যতিক্রম এক অভিজ্ঞতার। প্রতিবেশীর নবম শ্রেণীতে পড়া এক শিক্ষার্থী আমার কাছে আসে। এবং আমার সাথে কিছু একটা শেয়ার করতে চায়।আমি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনি এবং সুযোগটাকে হাতছাড়া না করে তার সাথে আমি একটি ইন্ডিভিজুয়াল সল্ট করি। বিষয়টি ছিল বাল্যবিবাহ সম্পর্কিত। মেয়েটির চেহারা সুন্দর হওয়ায়…
ContinuePosted on June 6, 2025 at 1:09pm 6 Comments 6 Likes
২রা জুন উত্তরপাড়াতে শাহানারার টিম এর সাথে আমাদের একটি ড্রিম বিল্ডিং সেশন অনুষ্ঠিত হয়। কমিউনিটির মহিলা অভিভাবকদের সম্মতি ক্রমে পূর্ব পরিকল্পিত দিন নির্ধারণ অনুসারে আমাদের কার্যক্রমটি সংঘটিত হয়। বৃষ্টির কারণে আমরা খুবই দুশ্চিন্তায় ছিলাম তাদের দেওয়া সময়ের যথাযথ মূল্যায়ন আমরা করতে পারব কিনা? তবে অত্যন্ত আনন্দের বিষয় যে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমরা নির্ধারিত দিনে কমিউনিটিতে কার্যক্রমটি করতে সক্ষম হই। ড্রিম বিল্ডিং সেশনটি করার পূর্বে আমরা অর্গানাইজেশন লেভেলে নিজেদের মতো করে পরিকল্পনা করি…
ContinuePosted on May 19, 2025 at 1:14pm 4 Comments 4 Likes
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by