Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
Posted on December 11, 2024 at 5:00pm 1 Comment 2 Likes
১০/১২/২৪
ছেলেমেয়েরা মোবাইল ফোনে আসক্ত বলে দাদাদাদিরা ঠিক করেছিল তাদের নিয়ে নিয়মিত গল্পের আসরে বসাবে। তারা সেটা করে যাচ্ছে নিয়মিত। মাসে অন্তত ২/৩ দিন করে তারা চেষ্টা করে এটা করতে। কিন্তু ১০ই ডিসেম্বরের হিজলী পাড়াতে দাদা-দাদীদের গল্পের আসর বসেছিল একটু অন্যরকমভাবে একটু আনুষ্ঠানিকভাবে। আমরাও ছিলাম আমন্ত্রিত। গল্প উপভোগ করেছিল ছেলে মেয়েরা সাথে অনেক অভিভাবক এবং আমি ও প্রকাশ ভাই। শীতের পড়ন্ত বিকেলে তারা এই আসরের আয়োজন করে। অনেক বেশি আনন্দিত ছিল দাদা-দাদী এবং ছোট্ট ছেলে মেয়েরা। পাশাপাশি…
Posted on December 1, 2024 at 5:22pm 1 Comment 1 Like
বেশ কিছুদিন আগে আমরা ব্যাসপুর কাটাখালি পাড়াতে ১৫ জনকে নিয়ে একটি গ্রুপ সল্ট করি। নিজেদের গল্প শেয়ার করার পর যখন আমরা এলাকার সমস্যাগুলো নিয়ে কথা বলছিলাম তখন কয়েকটি বিষয় উঠে আসে। সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল মোবাইল ফোনে আসক্তি, অসৎ সঙ্গ এবং বাচ্চাদের মধ্যে প্রতিহিংসা পূর্ণ মনোভাব। গ্রুপ সল্টে উপস্থিত সদস্যদের মধ্যে অনেকেই ছিল একক সল্টে অংশগ্রহণকারী আবার অনেকেই ছিল যাদের সাথে কোন সল্ট করাই হয়নি। তাই প্রথমে আমরা পরিচিতি পর্ব শেষ করি এবং দলে ভাগ হয়ে একদল অন্য দলের সাথে গল্প শেয়ার করি,এবং…
ContinuePosted on November 12, 2024 at 5:10pm 4 Comments 4 Likes
৯/১১/২৪
শনিবার
সময়: ৯:০০-৪:০০
GYRF team কর্তৃক জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় Dream building session. উক্ত সেশনটি আমার জন্য ছিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কেননা পরবর্তী ধাপে আমাদের কমিউনিটিতে গিয়ে ড্রিম বিল্ডিং করতে হবে। তাই পুরো সেশনটি আমি খুব মনোযোগ সহকারে step by step পর্যবেক্ষণ করেছিলাম। সেশন এর শুরুতে সল্ট কনভার্সেশনের মাধ্যমে শুরু হয়েছিল আমাদের আলোচনা। এই মুহূর্তটা ছিল খুবই চমকপ্রদ খুব মনোযোগ সহকারে একে অন্যের গল্প শুনছিল এবং একজন আরেকজনকে প্রশংসা করছিল।…
Posted on October 26, 2024 at 8:55pm 4 Comments 5 Likes
২৩-১০-২০২৪; রাত ৮:৩০
আমার সল্ট অনুশীলনের ২য় ব্যক্তি বৃন্তি সাহা আপু। আলোকিত করি সংগঠনের এক উজ্জ্বল নক্ষত্র। যার সাথে সল্ট করে আমি অনেক বেশি অনুপ্রাণিত। প্রথমে আমি ধন্যবাদ জানাই GFC এর Rituu কে। কমিউনিটিতেই শুধু নয় নিজেদের মধ্যে সল্ট সেশনের সুব্যবস্থা করে দেয়ার জন্য। প্রতিটা সল্ট ফেসিলেটেটরের কাছ থেকে আমি সুন্দর সুন্দর গল্পের আসরে নিজেকে বিলিয়ে দিতে…
© 2024 Created by Rituu B. Nanda. Powered by