Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

SALT Sparks Community -Led Solution:A journey in Hijli Para.

Date: 19/8/24.
Time: 4:30 PM
Group SALT action, Grow Your Reader Foundation
Byspur Hijli para, Byaspur
ব্যাসপুর হিজলি পাড়াতে ৬১ টি বাড়ির প্রতিটা বাড়িতে গিয়ে আমরা ইন্ডিভিজুয়াল সল্ট করেছি। একক সল্টগুলো শেষে আমরা হিজলি পাড়াতে এখন পর্যন্ত তিনটা গ্রুপ সল্ট করেছি। কিছুদিন আগেই একটি দল তাদের অ্যাকশন শুরু করে। মাঝে একটি দলের সাথে গ্রুপ সল্ট করার পর দেখলাম তারা খুব একটা অনুপ্রাণিত হলো না। হিজলি পাড়ার শেষ গ্রুপ স্লটে (৩নং দল) অংশগ্রহনকারীরা অনেক অনুপ্রাণিত ছিলেন এবং তারা একই ধরনের সমস্যার করা তুলে ধরেন এবং তা নিয়ে নিজেরা আলচনা করেন। সমস্যাটি হলো, শিশুদের মোবাইল ফোনের প্রতি আসক্তি। তারা অনেকগুলো সমাধানের উপায় বের করেন এবং তা পরিকল্পনাও করেন। সেগুলো হল,
১। মায়েরা শিশুদের পড়াবে (৩ জন মা এই পড়ানোর দায়িত্ব নিয়েছেন)
২। প্রতিবেশী শিশুরা সবাই মিলে বাড়ির উঠানে একসাথে খেলবে যেহেতু খেলার মাঠ বাড়ি থেকে অনেক দূরে।
৩। দাদা, দাদী, নানা, নানীরা শিশুদের গল্প শোনাবে।
আজ আমরা গ্রুপ সল্ট পরবর্তী সাক্ষাৎকারে করতে যাই। সেখানে গিয়ে দেখি গ্রুপ সল্টে অংশগ্রহণ করা কম উৎসাহিত দলটি এবং ৩নং দলের সাথে একত্রিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে অন্য দলগুলো থেকে আরও ভালোভাবে অ্যাক্টিভিটি শুরু করেছে। গ্রুপ সল্টে আমরা যেখানে ৬/৭ জনের সাথে কথা বলেছি আজ সেখানে গিয়ে দেখি তারা একত্রে ১৪-১৫ জন হয়ে গেছে। বাচ্চাদের সংখ্যা ও অন্য দল থেকে অনেক বেশি। কি আনন্দঘন পরিবেশ! আর সাথে রয়েছে অভিভাবকদের উপচে পড়া ভিড়। এমনটা আশা করা দূরের কথা কল্পনাও করিনি কিন্তু আজ তারই চিত্র বাস্তবে দেখেছি। আর তখন কি যে আনন্দ পেয়েছি ভাষায় প্রকাশ করার মত না। অনেক অনেক বেশি আনন্দ পেয়েছি এবং সল্ট যে সার্থক হয়েছে সেটা বুঝতে পেরেছি। প্রথমত তারা লেখাপড়া দিয়ে তাদের কর্মকান্ড শুরু করেছে। এছাড়াও তারা খেলাধুলা, ছড়া, কবিতা, ছবি আঁকা, গল্প বলা ইত্যাদি বিষয় নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন। এদের মধ্যে অনেক বেশি আগ্রহ এবং সাড়া দান লক্ষ্য করেছি। এসকল কাজ তারা নিজে থেকেই পরিকল্পনা করেছেন এবং তা বাস্তবায়নের ও কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। নেতৃত্ব দানে এগিয়ে এসেছেন কয়েকজন সচেতন অভিভাবক। তারা চান এইভাবে তাদের ছেলেমেয়েদেরকে মানসিক বিকাশ সহ মোবাইল ফোন থেকে দূরে রাখা। আর প্রথম দিনেই তারা খুব উপভোগ করেছেন এই এক্টিভিটিতে।

We conducted individual SALT visits to each of the 61 houses in Byaspur Hijli Para. After completing the individual SALT visits, we have now conducted three group SALT sessions in Hijli Para. Recently, one group has started their actions. After conducting a group SALT session with another group, we noticed that they were not very motivated. However, the participants in the final group SALT session (Group 3) were very inspired, and they raised similar issues and discussed them among themselves. The main issue they highlighted was the children's addiction to mobile phones. They came up with several solutions and made plans to implement them. These solutions included:

1. Mothers would teach the children (three mothers took responsibility for this task).
2. The neighboring children would play together in the courtyard since the playground is far from their homes.
3. Grandparents would tell stories to the children.
Today, we went for a follow-up visit after the group SALT session. Upon arrival, we found that the previously less motivated group had joined forces with Group 3 and started their activities with more enthusiasm after mutual discussions. Where we had spoken to 6-7 people during the group SALT session, today we found that their numbers had increased to 14-15, with more children present compared to the other groups. The environment was filled with joy, and there was a large gathering of parents as well. We never imagined or expected such a scenario, but today we witnessed it in reality. The joy we felt at that moment was indescribable. We were overwhelmed with happiness and realized that the SALT process had been successful.
They began their activities primarily with studies. They also shared that they plan to work on other activities like sports, rhymes, poetry, drawing, and storytelling. We observed a lot of enthusiasm and participation among them. They planned all these activities on their own and have already started implementing them. Several conscious parents have stepped forward to take the lead. They want to keep their children away from mobile phones while also fostering their mental development. And they thoroughly enjoyed the activities on the very first day.



 

Views: 46

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Shahrukh Atpade on August 23, 2024 at 9:40am

SALT also inspires others and motivates them to take action. This is a great example of that. We are learning a lot from you. Thank you for writing this blog !

© 2025   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service