Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
(Manira Khanam, SALT Facilitator, Grow Your Reader Foundation)
১৪/৭/২৪
ব্যাসপুর উত্তরপাড়াতে আজকের গ্রুপ সল্ট থেকে উঠে এসেছে ঘুরে দাড়ানোর একটি মুহূর্ত। একক সল্ট থেকে একই ধরনের সমস্যাগুলোকে আলাদাভাবে চিহ্নিত করে ৬ জনের সাথে যারা একই সমস্যা নিয়ে কথা বলেছিলেন তাদের নিয়ে গ্রুপ সল্ট করেছি। বিষয়টি ছিল মোবাইল ফোনে আসক্তির ব্যাপারটা। কথা বলার মাধ্যমে তাদের মধ্য থেকেই উঠে এসেছে মোবাইল ফোন থেকে কিভাবে বাচ্চাদের দুরে রাখা যায়।
(১)দলের মধ্য থেকে একজন শিক্ষার্থী ইচ্ছা পোষণ করে সে শুক্রবার এবং শনিবার দুই দিন তার বাড়ির প্রতিবেশীদের ছেলে-মেয়েদেরকে বিকাল বেলা এক ঘন্টার জন্য পড়াতে বসতে চান এতে করে পড়ালেখার প্রতিও আগ্রহ সৃষ্টি হবে প্লাস মোবাইল থেকেও দূরে থাকবে।
(২)বাকি দিনগুলোতে মায়েরা পালাক্রমে তাদের সন্তানদেরকে উঠানে নিয়ে খেলাধুলায় ব্যস্ত রাখতে চেয়েছেন। এমন অনেক অজানা খেলা আছে যেগুলো মায়েদের খুব পরিচিত কিন্তু সন্তানেরা জানেই না সেই খেলাগুলো তাদের মধ্যে ছড়িয়ে দিতে চান তারা । যেমনঃ মায়েরা ছোটবেলায় মাঠে খেলেছেন গোল্লাছুট, বৌছি, ইচিংবিচিং ইত্যাদি।
কমিউনিটির শক্তি দ্বারা যেকোনো চ্যালেন্জ্ঞ মোকাবিলা করার তীব্র আকাঙ্ক্ষা আমি লোকদের মধ্যে লক্ষ্য করেছি। তাদের মধ্যকার চাপা পড়ার শক্তিকে একটু জাগিয়ে দিলে তারা নিজেরাই এই সিদ্ধান্ত নিতে পারে। যেটা আমাদের সল্ট এর মাধ্যমে উঠে এসেছে। একক সল্টে যতটা না ফল প্রসু হয়েছে আমার মনে হয় গ্রুপ সল্টে তার থেকে অনেক বেশি উন্নতি হয়েছে।
মোবাইল ফোনের আসক্তি থেকে ঘুরে দাঁড়ানোর পেছনে এত সুন্দর যৌক্তিকতা দেখে আমার খুবই ভালো লেগেছে। এবং হারিয়ে যাওয়া খেলাগুলো আমাদের সন্তানেরা যদি সত্যি খেলে তাহলে ফোনের আসক্তিও কমে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
এখন আমাদের কাজ হবে এই আলোচনাগুলো যাতে থেমে না যায় সেই চেষ্টা করা। তাদের সাথে বারবার দেখা করা এবং অনুপ্রাণিত করা।
14/7/24
A moment to turn around has emerged from today's Group Salt in Byaspur Uttarpara. I did a group salt with 6 people who spoke about the same problem, identifying similar problems separately from the single salt. The subject was mobile phone addiction. Through talking, they discovered how to keep children away from mobile phones.
(1) A high school student from the group wishes to sit and teach the children of her neighbors for one hour in the afternoon on Friday and Saturday. By doing this, they will also be interested in learning and will stay away from the mobile phone.
(2) During the rest of the days, mothers take turns taking their children to the yard to keep them busy in sports. There are many unknown games that mothers are very familiar with but children don't know about and want to spread among them. For example: Mothers played gollachoot, bouchi, ichingbiching etc. in the field when they were children.
I noticed a strong desire among people to tackle any challenge through the strength of the community. A little awakening of the pressure between them allows them to make this decision themselves. Which came up through our salt. I think group salts have improved more than single salts have.
I am very pleased to see such a beautiful rationale behind turning away from mobile phone addiction. And I strongly believe that if our children really play lost games, phone addiction will also decrease.
Now our task will be to try not to stop these discussions. Meeting them again and again and motivating them to take action.
Comment
Mobile addiction is something that parents themselves instill in children from childhood. When a child cries, parents hand the mobile to the child. It will take some time to change this habit. But SALT can change that.
Thank you for sharing...
All the best for your future endeavors...!
Wonderful Manira!
I look forward to you facilitating community to take action.
© 2024 Created by Rituu B. Nanda. Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence