Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

Lack of playground could be a reason behind mobile addiction /Byspur/Grow Your Reader Foundation

সাবিনা আন্টির দুই মেয়ে কোন ছেলে নেই আঙ্কেল কৃষি কাজ করে। মেয়ে দুজনকে নিয়ে তিনি গর্বিত। বড় মেয়ে অনার্সে পড়াশোনা করে। ছোট মেয়ে এই বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মেয়েদেরকে লেখাপড়া শেখানোর তীব্র ইচ্ছার আন্টির তিনি চান মেয়েদেরকে ছেলের মত মানুষ করে তুলতে। যাতে করে তারাই একসময় তাদের বেঁচে থাকার অবলম্বন হতে পারে। আন্টির মেয়েরা সব শান্ত পড়ালেখায় মোটামুটি ভালই পড়াশোনা করাতে তার কোন কষ্ট হচ্ছে না বা মেয়েদেরকে জোরাজুরি করতে হয় না এজন্যই তিনি তাদেরকে নিয়ে গর্বিত।
ছেলে মেয়েদের লেখাপড়ার পেছনে চাচি অনেক পরিশ্রম করেন তাদেরকে খাবার তৈরি করে দেন। নিজ হাতে গৃহস্থালির সব কাজকর্ম করেন ওদেরকে কাজে কর্মে দেন না যাতে করে ওরা পড়ার সুযোগ পায়।পড়ালেখা শিখার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিতে কাকি সর্বাত্মক চেষ্টা করেন। চাচা তেমন লেখাপড়া জানেন না তবে তিনিও চান তার মেয়েদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে। চাচির মধ্যে আমরা যে সকল গুণ লক্ষ্য করেছি সেগুলো হল পরিশ্রমী আদর্শবান সচেতন শিক্ষানুরাগী দায়িত্বশীল, বিনয়ী বুদ্ধিমান, তপস্বী সৃজনশীল পরিকল্পনাকারী ইত্যাদি। চাচীকে আমরা প্রশংসা করি এতে চাচীঅনুপ্রাণিত হয়েছেন যেটা আমরা চাচীর কথা বলার ধরন, স্নেহশীলতা আন্তরিকতা ইত্যাদির বহিঃপ্রকাশ এর মাধ্যমে অনুধাবন করতে পেরেছি। চাচীর সাথে কথা বলে আমরাও অনুপ্রাণিত হয়েছি। চাচির চিন্তিত হওয়ার বিষয়টা ছিল গ্রামে এখন ছেলেমেয়েদের খেলাধুলা করার তেমন কোন সুযোগ নেই যার কারণে অনেকেই ওই সময়টুকু মোবাইলের পিছনে ব্যয় করছে এবং মোবাইলে আসক্তি তৈরি করেছেন। যেটার প্রভাব তাদের খুব অচিরেই হবে এটা নিয়েই চাচি চিন্তা করেন কিন্তু এর বিষয়ে তিনি তেমন কোন পদক্ষেপ গ্রহণ করতে পারেন না। কেননা গ্রামের মানুষও এখন শহুরে ভাবে পরিণত হচ্ছে কোথাও কোন খালি জায়গা রাখছে না সব জায়গায় তারা যথাযথভাবে ব্যবহার করার চেষ্টা করছে এর ফলে মাঠের সংখ্যা কমে গেছে ছেলেমেয়েদের মাঠে যে বিকেলবেলায় খেলার সময়টা এই সময়টাকে এখন চিরতরে হারিয়ে ফেলছে। এটা নিয়েই চাচি চিন্তা করেন বা চিন্তিত থাকেন। চাচির কাছ থেকে আমরা অন্যকে নিয়ে ভাবার বিষয়টা সম্পর্কে শিখতে পেরেছি এবং সুন্দর মানসিকতার মনোভাব সম্পর্কে শিখতে পেরেছি।কখনো এভাবে আমাদের অন্যকে নিয়ে ভাবার সুযোগ হয়নি বা খেলার মাঠের অভাব যে মোবাইল আসক্তির পেছনে একটা কারণ হতে পারে এটাও বুঝতে পারিনি। চাচির কথায় বিষয়টা খুব সুন্দর ভাবে মাথায় এসেছে।
উক্ত সল্ট কনভার্সেশনটি করতে গিয়ে তেমন কোন বাধার সম্মুখীন হয়নি। যথাযথভাবে সল্টটি শেষ করতে পেরেছি।

Sabina aunty has two daughters no son uncle works in agriculture. He is proud of both his daughters. The elder daughter studies in Hons. Younger daughter passed SSC exam this year. Aunty has a strong desire to educate them, she wants to make girls human like boys. So that they can be the source of their survival. She is proud of her daughters because she does not have any difficulty in making them study fairly well in all the quiet studies, nor does she has to force them.
Aunty worked hard for the education of her girls and prepared food for them. She does all the household chores with her own hands and does not make them work so that they get a chance to study. She tries her best to create a favorable environment for learning. Uncle does not know much about education but he also wants to make his daughters human. All the qualities we noticed in Sabina aunty are hardworking, idealistic, conscious, learner, responsible, humble, intelligent, ascetic creative planner etc. We admire her in that aunty was inspired by what we can perceive through the expression of her speech, smiling face, affection for us and sincerity. We are also inspired by talking to her. Her worry was that there are no playground for children to play sports in the village, due to which many of them are spending that time behind mobile phones and have developed an addiction to mobile phones. She thinks about the effect it will have on them very soon but she can't take any action about it. Because the village people are now becoming urban, they are not keeping any empty space anywhere, they are trying to use it properly, and as a result, the number of fields has decreased. This is what aunty thinks or worries about. From her we learned about consideration of others and the attitude of beautiful mind. We never had the opportunity to think of others in this way nor did we realize that lack of playground could be a reason behind mobile addiction. Her words came to mind very nicely.
No obstacles were encountered while doing the said salt conversion. Finished the salt properly.

Views: 42

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Rituu B. Nanda on May 26, 2024 at 4:21pm

Wonderful Manira. Lets have a reflection soon:-)

Comment by Sadia Jafrin on May 22, 2024 at 6:59am

Great insight!

© 2025   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service