Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

Healthy Masculinity, Harmonious Home: My Time Series Reflection


আমি কখনো ভাবিনি আমি এবং আমার স্বামী আমাদের সংসারে সমানভাবে, সমান ঘন্টা কাজ করি। গতো এক মাস হলো আমাদের সংসার জীবন শুরু হয়েছে। আগে যখন বাবা-মায়ের সঙ্গে থাকতাম, প্রায়ই আব্বুকে বলতে শুনতাম“এতো কাজ শেষ হয় না কেন? সারাদিন কি করো?” তবু দেখতাম, মাঝে মাঝে তিনি আম্মুর কাজে সাহায্য করেন, হয়তো কাপড় শুকিয়ে দিচ্ছেন, কিংবা বাজারের ব্যাগটা হাতে নিচ্ছেন। তখন এসব দৃশ্য আমার কাছে সাধারণ লাগতো। কিন্তু বিয়ের পর বুঝলাম, দুইজন কর্মজীবী মানুষের সংসার একদম অন্যরকম এক অভিজ্ঞতা। আমরা দুজনেই চাকরি করি, আর কোনো হেল্পিং হ্যান্ডও নেই। তবে অজান্তেই আমরা নিজেদের কাজ ভাগ করে নিয়েছি,কেউ কাউকে বলে দেইনি, তবুও কাজগুলো ঠিক ভাগ হয়ে গেছে। আমি ভেবেছিলাম হয়তো আমিই বেশি কাজ করি, কিন্তু না। যখন আমাদের ফ্যাসিলিটেটর পারভেজ ভাই “Masculinity Time Series” সেশনটি নিলেন, তখন অবাক হয়ে দেখলাম— আমি আর আমার স্বামী দুজনেই প্রতিদিন গড়ে ১৪ ঘণ্টা সময় ব্যয় করি ঘরের কাজ, অফিস, এবং পরিবারের দায়িত্বে। সবচেয়ে আশ্চর্য হয়েছি এই “সমান” হিসেবেই। আমি সকালে আগে উঠে রান্না করি, আর সে উঠে আমার জন্য ফলের জুস বানিয়ে দেয়, ডিটক্স ওয়াটার রেডি করে রাখে। আমি যদি কখনো দেরিতে উঠি, সে নিজেই ফ্রোজেন পরোটা ভেজে ফেলে, চা বসিয়ে দেয়। আমি যখন রান্নায় ব্যস্ত, সে রুম গুছিয়ে নেয়, বিছানা ঠিক করে ফেলে। আমি পেয়াজ কাটতে অপছন্দ করি, তাই সে সেটা করে দেয়। এইভাবে অজান্তেই আমরা একটা ব্যালান্স তৈরি করে ফেলেছি। আমি সমাজবিজ্ঞান অনুষদের Women and Gender Studies বিভাগের শিক্ষার্থী। তাই বিষয়টা আমি একটু ভিন্নভাবে ভাবার চেষ্টা করেছি। আমাদের সমাজে এখনো অনেক সময় পুরুষদের "provider" আর নারীদের "caretaker" হিসেবে ভাবা হয়। কিন্তু ARC initiative-এর মাধ্যমে masculinity নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। এই প্রক্রিয়ায় আমি শিখেছি— Healthy masculinity মানে হচ্ছে দায়িত্ব ভাগ করে নেওয়া, সহানুভূতিশীল হওয়া, এবং নারী-পুরুষ উভয়ের পরিশ্রমকে সমানভাবে সম্মান করা। এটি আমাকে শুধু হেলদি ম্যাস্কুলিনিটি বুঝতে সাহায্য করেনি, বরং আমাদের সমাজের এক বাস্তব চিত্রও সামনে এনেছে, যেখানে পরিবর্তন সম্ভব, যদি আমরা সচেতন হই এবং ছোট ছোট জায়গা থেকে পরিবর্তন শুরু করি। অনেক সময় আমরা নারী-পুরুষের সমতার মানে বুঝতে গিয়ে শুধু দায়িত্ব বা ভূমিকার হিসেব করি, কিন্তু আসলে ঘরের কাজ কোনো “নারীর কাজ” নয়, এটা আমাদের বেসিক লাইফ স্কিল। যেমন: খাওয়া, ঘুমানো, পরিষ্কার থাকা। আমার নিজের উপলব্ধি হলো যখন একজন নারী একা ১০ রকমের কাজ একসাথে ১০ ঘণ্টা ধরে করে, তখন তার মানসিক ও শারীরিক চাপ দ্বিগুণ হয়ে যায়। কিন্তু যদি তার পরিবারের পুরুষ সদস্যরা- হোক সে স্বামী, ভাই, বা বাবা, কিছুটা অংশ নেন, তখন সেই চাপ অর্ধেকে নেমে আসে। ফলে নারী নিজের জন্য, নিজের উন্নতির জন্য সময় বের করতে পারে। এটাই আসলে প্রকৃত পার্টনারশিপ, যেখানে কাজের সমতা মানেই কেবল দায়িত্ব ভাগ নয়, বরং একে অপরের জীবনের চাপকে হালকা করে দেওয়া। একজন working married woman হিসেবে আমি গর্বিত, কারণ আমি এমন এক সঙ্গী পেয়েছি যিনি আমার কাজের সময়কে নিজের সময় মনে করেন, এবং বুঝেন, ভালোবাসা মানে কেবল আবেগ নয়, বরং সমান অংশগ্রহণ ও পরস্পরের প্রতি শ্রদ্ধা।


I never thought that my husband and I would spend an equal number of hours working in our household. It has been one month since we started our married life. When I lived with my parents, I often heard my father say, “Why does the work never end? What do you do all day?” Yet I saw him sometimes help my mother drying clothes or carrying the grocery bag. Back then, it seemed normal to me. After marriage, I realized that when two working people live together, life becomes a completely new experience. Both of us have full-time jobs and no helping hand at home, yet somehow, we have divided our tasks naturally without ever discussing it. I used to think that I worked more, but I was wrong. During our “Masculinity Time Series” session with our facilitator Parvez Bhai, I was surprised to find that my husband and I both spend around 14 hours each day managing household work, office tasks, and family responsibilities. What amazed me most was how equal our time was. I cook breakfast early in the morning, and he prepares the fruit juice or detox water. If I wake up late, he fries the frozen paratha and makes tea. When I am busy in the kitchen, he cleans the room, makes the bed, and even cuts onions for me because I don’t like doing that. Without realizing it, we have built a beautiful balance together. As a student of Women and Gender Studies, I tend to analyze such things differently. In our society, men are often seen as “providers” and women as “caretakers.”

But through my involvement in the ARC initiative and its work on masculinity, my perspective has changed. It helped me understand that healthy masculinity is about sharing responsibility, showing empathy, and respecting both men’s and women’s labor equally. It has not only taught me about healthy masculinity but also helped me see a realistic picture of our society where change is possible if we start from small, conscious actions. We often mistake gender equality as just a matter of sharing roles or duties, but household work is not “a woman’s job.” It is a basic life skill, just like eating, sleeping, or keeping clean. My realization is that when a woman handles 10 different types of tasks alone for 10 hours a day, her physical and mental stress doubles. But when male family members be it husband, brother, or father,share even a part of that workload, her stress level cuts in half. It allows her to have time for herself, for her growth and peace. True partnership means not just dividing responsibilities, but also lightening each other’s load. As a working married woman, I feel proud to have a partner who considers my time as valuable as his own and understands that love is not just about emotion,it’s about shared participation and mutual respect.

Views: 21

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Parvez Hassan 21 hours ago

Excellent reflection apu ❤️

Comment by Md.Rakibul Islam yesterday

Nice apu

Comment by Nishat Tasnim Liza yesterday

Thanks Rowshon apu

Comment by Rowshon Benthi Hossain yesterday

চমৎকার উপলব্ধি আপু।

© 2025   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service