Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
IMG_20250406_175952.jpg
" আদিবাসীদের বন্য জগৎ থেকে সভ্য জগতে প্রতাবর্তন। "
২০ বছর আগের কথা, একটা সম্প্রদায় বসবাস করতো সুন্দরবনের ভিতর। গাছের ডাল এবং গোল পাতা দিয়ে কয়েকটি সুন্দরী গাছের উপর তৈরী করতো তাদের ঘর। বন্য হিংস্র প্রানীর হাত থেকে নিজেদের কে রক্ষা করার জন্য বানিয়ে রাখতো কাঠের তৈরী বিভিন্ন রকমের অস্ত্র। আংশিক পোশাক পরিধান করতো। জঙ্গলের বিভিন্ন রকমের ফল এবং কয়েক প্রকারের গাছের কচি ডগা ছিলো তাদের খাদ্য। একটা সময় সভ্য জগতের লোকজন তাদের কাছে গিয়ে মধু এবং মাছ কাঁকড়া নিয়ে আসতো, বিনিময়ে পোশাক আর খাদ্য দিয়ে আসতো। তারপর থেকে তারা মাঝে মাঝে বাজারে আসতো এবং মধু মাছ কাঁকড়া বিক্রি করে পোশাক এবং খাদ্য কিনে নিয়ে যেতো। পরবর্তীতে একটা খ্রিস্টান ধর্মীয় সংস্থা তাদেরকে সভ্য জগতে ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ নেয়, ততকালীন সেখান কার ইউনিয়ন চেয়ারম্যান স্বর্গীয় কালী দাস জোয়ার্দার এর মাধ্যমে। চেয়ারম্যান তাদের উদ্যোগ কে সাধুবাদ জানাই। এবং তিনি নিজের ব্যাক্তিগত জমি থেকে তাদেরকে আড়াই বিঘা জমি দান করেন বসবাসের জন্য। সেই থেকে বন্য জীবন থেকে বেরিয়ে চলে আসে সভ্য সমাজে। তারা সেই কয়টা পরিবার এখন আদিবাসী নামে পরিচিত।
কেউ কেউ জেলে পাড়া বলেও চেনে। বুড়িগোয়ালিনির সেই জেলে পাড়া আমাদের কমিউনিটির একটা অংশ। হাত দিয়ে এবং গাছের তৈরী অস্ত্র দিয়ে মাছ ধরা ছাড়া আর কোনো কাজের অভিজ্ঞতা তাদের ছিলো না। ফলে তাদেরকে নতুন ডিজিটাল যুগে মানিয়ে নেওয়া টা ছিলো খুবই চ্যালেন্জিং। হাজার রকমের প্রতিকূল পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে নিয়ে এখন তারা সভ্য জগতের বাসিন্দা। এখন তাদের ছেলেমেয়েরা ও স্কুলে যায়, মোবাইল ব্যাবহার করে।
মাত্র কয়েক জনের সঙ্গে SALT করে আমি যেটুকু জানতে পারলাম, তাই আপনাদের নিকট শেয়ার করলাম। SALT পর্ব শেষ হওয়ার পর বিস্তারিত তুলে ধরবো আপনাদের নিকট।
"The transition of indigenous people from the wild world to the civilized world."
20 years ago, a community lived in the Sundarbans. They used to build their houses on beautiful trees with branches and leaves. They used to make various weapons made of wood to protect themselves from wild animals.
They wore partial clothing. Their food consisted of various fruits of the forest and the young shoots of several types of trees. At one time, people from the civilized world would go to them and bring them honey and fish and crabs, in exchange for clothing and food.From then on, they would occasionally come to the market and sell honey, fish, crabs, and buy clothes and food. Later, a Christian religious organization took the initiative to bring them back to the civilized world, through the then Kar Union Chairman, the late Kali Das Joardar.The chairman applauded their initiative. And he donated two and a half bighas of land from his personal land to them for living. Since then, they have come out of the wild life and entered civilized society. Those few families are now known as tribals.As a result, adapting them to the new digital age was very challenging. Having adapted themselves to a thousand kinds of hostile environments, they are now residents of the civilized world. Now their children also go to school and use mobile phone.
.I've shared with you what I learned from doing SALT with just a few people. I'll share the details with you after the SALT episode is over.
Comment
excellent blog
খুব সুন্দর বাস্তবতার প্রতিচ্ছবি। দৃশ্যগুলো খুবই চমৎকার।সল্ট কনভারসেশন কাজ দিবে এমনটাই আশা করছি ভাই।
বাস্তব ঘটনাটি লেখনীতে এমন ভাবে প্রকাশ করা হয়েছে তা চোখের সামনে দৃশ্যমান হলো। SALT কনভারশেশন এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শুভকামনা রইলো।
বিপন্নতা থেকে বেঁচে থাকার সংগ্রাম এবং তার পর সভ্য সমাজে মানিয়ে নেওয়ার পথচলা—সবই অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।SALT দিয়ে জানার প্রয়াস প্রশংসনীয়।
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence