Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

The Story of a Red Love, Adventured Blood Donate

My name is Bayazid Bostami, and I am a Salt Facilitator in the Pechakola Community and a proud member of the ARC Initiative.
Having a SALT conversation with pechakola community people has developed a good relationship with them the people living in the community feel like my own. Salt conversation is a means of expressing their life stories, their concerns about the community when they have a salt conversation with them. Through which I can learn a lot from them every day.
Like appreciating the concerns of the community people, they can be encouraged and encouraged to solve their concerns. Salt Conversion is like magic.

In short, I would like to share a small incident in my life. Which I like to think about. Maybe the story can help change people's mindsets. The story can be called a part of SALT conversation.

Not exactly proud, but rather what we should do but usually do what we want to avoid.
While studying at the university one afternoon, I was walking through the campus, suddenly I noticed that a stranger was sitting on the side of the road crying. Seeing the tears, many people are passing by, everyone pretends not to see. Afterwards I moved towards him and asked what happened?
He said that his father is admitted in the hospital and must give a few packets of blood. But he could not manage the blood even after a lot of searching all day. Hearing this, I suddenly asked what is the blood group? Said B+ positive. As the blood group coincided with me, without a moment's delay, I took him to the hospital and agreed to donate blood and I took the responsibility to manage a few packets of blood anyway.
It was the first time I had a blood donation, I was afraid of what would happen but I felt like I had to save the patient.
Later, When my blood donation was over, I called three friends and told them that they were not agreeing to donate the blood and then when they heard that I had given blood, they also agreed. Later three packets of blood were managed I took that man's mobile number and left. Later I found out that he is fine. May Allah grant me and all of us to stand by the people in danger. I feel good when I remember this incident I was always afraid to donate blood but no more fear worked in myself while saving a person.

• The reason for telling my story is that it is necessary to have the courage to overcome the fear in everyone. Another thing is that when one participates in a good work, others can learn from it and good become interested in participating in the work.

• I found the right field to share my story it is possible that using the SALT is making a different feeling for him. I was always afraid to give blood but it was possible to remove that fear in my mind thinking that I have to save a person. Another thing to like was that my friends were motivated to see my blood donated and they participated in the blood donation, it was undoubtedly admirable work.


আমার নাম বায়েজিদ বোস্তামী, এবং আমি পেঁচাকোলা কমিউনিটিতে সল্ট ফ্যাসিলিটেটর এবং ARC ইনিশিয়েটিভের একজন গর্বিত সদস্য।
আমি পেচাকোলা কমিউনিটি মানুষদের সাথে SALT কনভারসেশন করছি। কমিউনিটি মানুষদের সাথে সল্ট কনভারসনের করতে গিয়ে তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এখন কমিউনিটিতে বসবাসকারী মানুষদের আমার আপন জন মনে হয়। তাদের সাথে সল্ট কনভারসন করলে তারা তাদের জীবনের গল্প, কমিউনিটি নিয়ে তাদের উদ্বেগ, সমস্যা প্রকাশ করার যেন একটি মাধ্যম হচ্ছে সল্ট কনভারসন। যার মাধ্যমে তাদের কাছ থেকে প্রতিদিন যেন অনেক কিছু শিখতে পারছি। কমিউনিটি মানুষদের উদ্বেগ গুলো Appreciate করার মত, তাদের উদ্বেগের সমাধানের বিষয় গুলোর প্রতি সর্মথন, উৎসাহ সৃষ্টি করা যায়। সল্ট কনভারসন বিষয়টি ম্যাজিকের মত।

সংক্ষিপ্ত ভাবে আমি আমার জীবনের ছোট একটি ঘটনা শেয়ার করতে চাই। যে বিষয়টি নিয়ে আমার ভাবতে ভালো লাগে। হতে পারে মানুষের মানসিকতা পরিবর্তন করতে গল্পটি সাহায্য করতে পারে। গল্পটি সল্ট কনভারসনের একটি অংশ বলা যেতে পারে।

ঠিক গর্বিত না, বরং যেটা করা উচিত কিন্তু সচারাচর আমরা এড়িয়ে যেতে চায় সেইরকম কাজ করেছিলাম।

বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে একদিন
বিকালে ক্যাম্পাস দিয়ে হেঁটে যাচ্ছিলাম হঠাৎ লক্ষ করলাম অচেনা এক মধ্য বয়সী লোক রাস্তার পাশে বসে কান্না করছিল। কান্না দেখে পাশদিয়ে অনেক লোক চলে যাচ্ছে সবাই না দেখার ভান করে। পরে আমি তার দিকে এগিয়ে গেলাম এবং প্রশ্ন করলাম কি হয়েছে? তিনি বললেন যে, হাসপাতালে তার বাবা ভর্তি আছেন জরুরী ভাবে কয়েক প্যাকেট রক্ত দিতে হবে। কিন্তু তিনি সারাদিন অনেক খোঁজাখুঁজি পরও ব্লাড ম্যানেজ করতে পারেননি। এটি শুনে হঠাৎ প্রশ্ন করে বসলাম রক্তের গ্রুপ কি? বলল বি+ পজেটিভ। রক্তের গ্রুপ আমার সাথে মিলে যাওয়ায় এক মুহূর্ত দেরি না করে তাকে নিয়ে রিক্সা করে হাসপাতালের গিয়ে রক্ত দেওয়ার জন্য রাজি হলাম এবং আমি দায়িত্ব নিলাম যে করে হোক কয়েক প্যাকেট রক্ত ম্যানেজ করে দিব। এটি ছিল আমার রক্ত ডোনেট করা প্রথম বার নিজের মধ্যে অনেক ভয় কাজ করছিল কি হবে কিন্তু সব ভুলে গিয়ে মনে হচ্ছিল রোগীটা বাচাঁতে হবে।
আমার ব্লাড ডোনেট শেষ হলে তিনটা বন্ধুকে কল দেয় তাদের বলি ব্লাড ডোনেট করার জন্য শুরুতে তারা রাজি হচ্ছিল না পরে যখন শোনো যে আমি রক্ত দিয়েছি তখন ওরাও রাজি হয়ে যায়। পরবর্তীতে তিন প্যাকেট রক্ত ম্যানেজ হয়ে যায়। আমি সেই লোকটার মোবাইল নাম্বারটা নিয়ে চলে আসি। পরে লোকটার খোঁজ নিয়ে জানতে পারি তিনি ভালো আছেন। আল্লাহ্‌ আমাকে অবশ্যই এবং আমাদের সবাইকে বিপদ্গ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। এই ঘটনাটি মনে হলে নিজেকে গর্বিত মনে হয়। যে রক্ত ডোনেট করতে সবসময় ভয় পেতাম কিন্তু একজন মানুষকে বাচাঁতে গিয়ে নিজের মধ্যে আর কোনো ভয় কাজ করেনি।


• আমার গল্প বলার কারণ টা হচ্ছে নিজের মধ্যে ভয় মানুষের সাময়িক বিষয় এটি অভারকাম করতে মনে সাহস রাখাটা প্রয়োজন।
আরোকটি বিষয় হচ্ছে একজন একটি ভালো কাজে অংশগ্রহন করলে অন্যরাও সেটি দেখে শিখতে পারে এবং কাজটিতে অংশগ্রহন করতে আগ্রহী হয়ে উঠে।

• আমার গল্পটি শেয়ার করার যেন উপযুক্ত ক্ষেত্রটি খুঁজে পেয়েছি। এটি সম্ভব হয়েছে সল্টের ব্যবহার করে তার জন্য এক অন্যরকম অনুভূতি কাজ করছে। ব্লাড দিতে আমার সব সময় ভয় কাজ করত কিন্তু একজন মানুষকে বাঁচাতে হবে ভেবে মনের মধ্যে সেই ভয় দূর করা সম্ভব হয়েছে।
আরেকটি বিষয় ভালো লাগার মত ছিল আমার ব্লাড ডোনোট করা দেখে বন্ধুরা মোটিভেট হয়ে তারা ব্লাড ডোনেট অংশগ্রহন করেছিল এটি নিঃসন্দেহ প্রশংসনীয় কাজ ছিল।

Views: 34

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Bayazid Bostami on May 4, 2024 at 8:20am

Ji! Alhamdullia. 

Comment by Sadia Jafrin on May 4, 2024 at 7:39am

Inspiring! Hope you are doing okay now.

© 2024   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service