Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

The inherent strength of women. নারীর অন্তর্নিহিত শক্তি

আজ আন্তজার্তিক বিশ্ব নারী দিবস২০২৪. সমাজের শিক্ষিত এবং সচেতন নারীরা এ দিবসটি পালন করছে বিভিন্ন ভাবে। আজকে আমিও আর্শিবাদ সংস্থায় পক্ষ থেকে এই দিবসটি পালন করেছি। আমার সাথে যেসব নারীরা ছিল তারা তারা প্রত‍্যকে‍ এক একজন জয়ীতা নারী আমার দৃষ্টিতে। তারা কেউ ফুল বিক্রি করে কেউ সবজি বিক্রি করে কেউ রাস্তা পরিষ্কারের কাজ করে। সমাজে তাদের মূল‍্যায়ন নেই। তবে আমার কথাটা হচ্ছে অন‍্যখানে। আমরা সাধারণত বলি নারীদের এগিয়ে যেতে হবে, তার জন‍্য সুযোগ দিতে হবে। পুরুষের সাপোর্ট দরকার হবে। মূল‍্যায়ন করতে হবে। আমি বলছি না একদমই না। নারীদের এগিয়ে যাওয়ার জন‍্য সবচেয়ে বড় বাধা নারীরা নিজে। কারণ তাদের দূর্বল মনোভাব ও পরনির্ভরশীলতা। নারীর ভিতরের শক্তি নারীকে বের করে আনতে হবে। ভেতরের শক্তি অন‍্য কেউ বের করতে পারেনা। উদাহরন সরুপ যখন একজন মেয়ে  সন্তান জন্ম দেয় তখন তার শরীরের যে শক্তি প্রয়োজন তা ডাক্তার বা নার্স দিতে পারে না। ডাক্তার বা নার্স হচ্ছে সহযোগী। ঠিক তেমনই একজন নারীর উন্নয়নের শক্তি হচ্ছে তার দৃঢ় মনোবল। স্বামী,বাবা, পরিবার, সমাজ হচ্ছে ডাক্তার নার্সদের মত।

 

এই বিষয়টি বেশীর ভাগ নারীরা জানেনা বা বুঝেনা। তারা এত কিছু করার পরও মনে করে আমি পারবো কিনা। আমার পরিবার সমর্থন করবে কিনা। যে চিন্তাটা পুরুষরা একদমই করেনা। পুরুষরা তাদের সিদ্ধান্ত তারা নিজেরা নেয়। পুরুষরা নির্ভরশীল নয়। তাই বলে সব কাজে পুরুষরা নারীদের বাধা দেয় এমনও নয়। আজকে যারা সফল নারী তাদের পিছনে সবচেয়ে বড় অবদান তার পরিবারের পুরুষদের। পুরুষরা অনুমতি দিয়েছে সাহস দিয়েছে সহযোগিতা করেছে বলে নারীরা এগিয়ে গেছে। কিন্তু উদ্যোগটা নারীদের প্রথমে নিতে হয়েছিল। আমি এই কথাগুলো কেন বলছি। তার কারণ আমি অনুভব করতে পেরেছি গতকাল। যখন আমি নারীদের বলছি আমরা একটি দিন নিজের মত করে পালন করবো। কিছু সময় কাটাবো নিজের জন‍্য। তখন বেশীর ভাগ নারীরা বললো সংসারে অনেক কাজ। কেউ বললো স্বামী যেতে দিবে না। কেউ বললো কি হবে গিয়ে। অথচ সবার ভিতরে নারী শক্তি অন্তনির্হত আছে। তারা কয়েক ধাপ এগিয়েই আছে। কেউ ব‍্যবসা করছে কেউ পরিছন্নতার কাজ করছে। সমাজে তাদের অবদান আছে। পরিবার তাদের বাধা দিচ্ছে না তো। তবে নিজের জন‍্য বাচতে, মন খুলে হাসতে, স্বাধীনভাবে চলতে বাধা কোথায়। আলোচনা করে খুজে পেলাম ওরা নিজের প্রতি উদাসীন, দূর্বল মনের, আর পরনির্ভরশীল। তখন ওদের পরিবারের স্বামীদের সাথে কথা বললাম তাদের মধ‍্য বেশীর ভাগ সমর্থন দিল। আর বললো আমার তো কোন সমস্যা নেই। তখন নারীরা শক্তি খুজে পেল। দেখলাম কিভাবে নারীরা নিজের শক্তি অন‍্যের কাছে জমা রাখে। যাক শেষ পযর্ন্ত আজ আমারা এই দিনটি খুব সুন্দরভাবে কাটিয়েছি। একে অপরের সাথে মন খুলে কথা বলেছে। সমাজে যারা এই সব নারীদের ঘৃণার সাথে দেখে আজ তাদের সাথে মিলে রেলিতে অংশগ্রহণ করেছি। শেষে সকলের কথা হলো এভাবে যেন মাঝে মাঝে নিজের জন‍্য চিন্তা করি, সময় দেই

 

Today is International Women's Day 2024.  Educated and conscious women of the society are celebrating this day in different ways.  Today I also celebrated this day on behalf of Arshivad organization.  All the women who were with me are women of victory in my eyes.  Some of them sell flowers, some sell vegetables, some do road cleaning.  They are not valued in society.  But my point is elsewhere.  We usually say women should step up, give them a chance.  Men will need support.  To be evaluated.  I'm not saying absolutely not.  The biggest obstacle to women's advancement is women themselves.  Because of their weak attitude and codependency.  Women should bring out their inner strength.  No one else can bring out the inner strength.  For example, when a girl gives birth, the doctor or nurse cannot provide the energy her body needs.  Women give birth using their own strength.  A doctor or nurse is an assistant.  Similarly, the strength of a woman's development is her strong will, strong desire to move forward.  Husband, father, family, society are like doctors and nurses.

Most women don't know or understand this.  Even after doing so much they think I can do it.  Will my family be supportive?  Men do not think at all.  Men make their own decisions.  Men are not dependent.  So it is not that men prevent women in all activities.  The biggest contributor behind successful women today is the men in their families.  Women have moved forward because men have allowed, encouraged and cooperated.  But women had to take the initiative first.  Why am I saying these words?  Because I could feel it yesterday.  When I say to women we will have a day of our own.  Spend some time for yourself.  Then most of the women said that there is a lot of work in the family.  Someone said that the husband will not let go.  Someone said what will happen.  However, there is a feminine energy inside everyone.  They are a few steps ahead.  Some are doing business and some are cleaning.  They have contribution to society.  Family is not stopping them.  But where is the obstacle to live for yourself, laugh with open mind, move freely.  After discussion I found them indifferent to themselves, weak minded and dependent.  Then I talked to the husbands of their families and most of them gave support.  And said I have no problem.  Then women found strength.  I saw how women put their power in others.  Let's end today, we spent this day very nicely.  Talked openly with each other.  Today I participated in the rally along with those who hate these women in the society.  In the end, everyone said that we should think for ourselves sometimes, give time

 

 

Views: 37

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

© 2024   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service