Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
I learned this time and again in the GFC self-assessment training. People generally know themselves in two ways. Some people think that they don't know anything, they can't do anything. That means he feels weak. Second, some people think they know or can do a lot. They are overconfident. Actually these two types of people don't know about them that way.
Through self-assessment, the level of each person can be understood, in which stage he is. It is very important to know one's own level. How can we know or understand others if we do not know our own level or position? As a developer we need to know that. What I learned today. I have never thought so deeply about myself. We humans are very indifferent. I don't think about myself. But through self assessment people will start thinking about themselves again. You can do something new by taking out the indomitable power inside you. I had a very educational time with everyone. Thanks GFC team. Rituu and Nawaz. There is much to learn from them.
জিএফসি স্ব-মূল্যায়ন প্রশিক্ষণে আমি বারবার শিখেছি। মানুষ সাধারণত নিজেকে দুইভাবে চেনে। কিছু লোক মনে করে যে তারা কিছুই জানে না, তারা কিছু করতে পারে না। তার মানে সে নিজেকে দুর্বল মনে করে। দ্বিতীয়ত, কিছু লোক মনে করে যে তারা অনেক কিছু জানে বা করতে পারে। তারা অতিরিক্ত আত্মবিশ্বাসের মধ্য দিয়ে যায়। আসলে এই দুই ধরনের মানুষ তাদের সম্পর্কে সেভাবে জানে না। সেল্ফ অ্যাসেসমেন্টের মাধ্যমে প্রতিটি ব্যক্তির স্তর বোঝা যায়, তিনি কোন পর্যায়ে আছেন। মানুষের নিজের লেভেল জানা খুবই জরুরী। আমরা নিজের স্তর বা অবস্থান না জানলে অন্যকে কীভাবে জানব বা বুঝব? একজন উন্নয়নকর্মী হিসেবে আমাদের তা জানতে হবে। আজ যা শিখলাম। নিজেকে নিয়ে এতটা গভীরভাবে কখনো ভাবিনি। আমরা মানুষ বড়ই উদাসীন। নিজেকে নিয়ে ভাবিনা। তবে সেল্ফ অ্যাসেসমেন্টের মাধ্যমে মানুষ নিজেকে নিয়ে আবার ভাবতে শুরু করবে। নিজের ভেতরে থাকা অদম্য শক্তি বের করে নতুন কিছু করতে পারবে। আমি সবার সাথে খুব শিক্ষামূলক সময় কাটিয়েছি।
Comment
Thank you Mariam & Sadia.
So well written. Thank you for sharing!
© 2024 Created by Rituu B. Nanda. Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence