Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

Children also want to say. Children can say.

It was as part of the baseline of the GFC community-led ARC initiative using SALT and CLCP that we sat down with some 9- to 13-year-olds to find out their thinking. The beautiful moments with them inspired me too. I realized some of my wrong decisions and weaknesses at that moment. Which I will never do for the rest of my life. As I often tell my sons don't play with them. will study  They will fight then their parents will come to fight which I don't like at all. But I was wrong too. Children must be released. Let it grow up on its own. Some problems can be solved with strategy. Some problems can be avoided. But there should be no words or actions that disturb children's minds.

Today three children were saying that we are studying in a good school in the city. Many people don't want to be friends with us. don't want to mix  We say sit with us they don't sit. Want to know why? All three say we are Harizon. Hearing this, my heart sank. Even in 2024 there is so much inequality. Where did the students who are discriminating learned these things? Who planted them in their minds? Surely their family. When they were saying the words with full heart, I could not explain what I was suffering in words or in writing. I ask again, what other problems do you have? They say there is no field in our game. Parents don't want to go to other places to play. I do that too. My child will go away to play. If something happens, it's scary.

I told them that your parents are afraid like me.They started saying again in the small area of ​​the area, if we play sports now, say if someone's door hits the window, they ball. Then there was a quarrel with the elders. Some children said we like to dance and sing. Parents are busy with their work. It is no use telling them that they cannot pay for their studies, how can they learn music and dance. But they have many talents. Some can dance well, some can sing. Anyone can play. These talents are being lost due to a little unconscious environmental education and discrimination. At the end of the discussion we were able to pull off a beautiful ending. I was able to be the strength to hold their morale. I learned too. In fact we always love to teach or tell. But what I understood from the discussion with the children today is that if you can mix with the children, you and I can learn a lot.

 

এটি SALT এবং CLCP ব্যবহার করে GFC সম্প্রদায়ের নেতৃত্বে ARC উদ্যোগের বেসলাইনের অংশ হিসেবে আমরা ৯ থেকে 13 বছরের কিছু শিশুদের নিয়ে বসেছিলাম তাদের মনের কথা তাদের চিন্তাশক্তি জানার জন‍্য। ওদের সাথে সুন্দর মূহুর্তগুলো আমাকেও অনুপ্রানিত করেছে। আমার কিছু ভুল সিদ্ধান্ত ও দূর্বলতা আমি ওই মূহুর্তে বুঝতে পেরেছি। যা আমি আমার বাকী জীবনে কখনো করবো না। যেমন আমি আমার ছেলেদের প্রায়ই বলতাম ওদের সাথে খেলবে না। পড়াশুনা করবে। ওরা মারামারি করবে তখন ওদের বাবামা আসবে ঝগড়া করতে যেটা আমি মুটেই পছন্দ করি না। তবে আমিও ভুল ছিলাম। শিশুদের ছেড়ে দিতে হবে। নিজের মত করে বড় হতে দিতে হবে। কিছু সমস্যা কৌশলে সমাধান করা যায়। কিছু ঝামেলা এড়িয়ে যাওয়া যায়। তবে এমন কিছু কথা বা কাজ করা উচিত নয় যা শিশুদের মনে বাধা সৃষ্টি হয়। আজকে তিনজন শিশু বলছিল আমরা শহরের ভালো স্কুলে লেখাপড়া করছি। আমাদের সাথে অনেকেই বন্ধুত্ব করতে চায়না। মিশতে চায়না। আমরা বলি আমাদের সাথে বসো তারা বসে না। কারণ জানতে চাই কেন? তিনজনই বলে আমরা হরিজন তাই। কথাটি শুনে আমার হৃদয় কেদে উঠে। 2024 সালে এসেও এত বৈষম্য। যে ছাত্র ছাত্রীরা বৈষম্য করছে তারা এগুলো শিখেছে কোথায়। তাদের মনে এগুলো কে স্থাপন করেছে। নিশ্চয়ই তাদের পরিবার। ওরা যখন ভরাক্রান্ত মনে কথাগুলো বলছিল আমার যে কি কষ্ট হচ্ছিল তা লিখে বা বলে বুঝাতে পারবো না। আবার প্রশ্ন করি তোমাদের আর কিকি সমস‍্যা হয়। তারা বলে আমাদের খেলায় মাঠ নেই। অন‍্য জায়গায় বাবা মা খেলতে যেতে দিতে চায় না। যে কাজটা আমিও করি। আমার সন্তান দূরে খেলতে যাবে। যদি কিছু হয় ভয় লাগে। ওদের বললাম তোমাদের বাবা মা আমার মত ভয় পায়।

ওরা আবার বলতে শুরু করলো এলাকায় ছোট জায়গা আমরা এখনে খেলাধূলা করলে বল কারো দরজা জানালায় লাগলে বকাবকি করে। তখন বড়দের সাথে ঝগড়া হয়। কিছু শিশুরা বললো আমাদের নাচতে গান করতে ভালো লাগে। বাবা মা তো তাদের কাজ নিয়ে ব‍্যস্ত। তাদেরকে বললে লাভ নেই তারা পড়াশোনার খরচ দিতে পারেনা গান নাচ শিখাবে কি করে। অথচ এদের মাঝে অনেক প্রতিভা আছে। কেউ ভালো নাচতে পারে কেউ গান গাইতে পারে। কেউ খেলতে পারে। এই প্রতিভা গুলো একটু অসচেতনা পরিবেশ শিক্ষা ও বৈষম্যের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। আলোচনার শেষ প্রান্তে সুন্দর একটি ইতি আমরা টানতে পেরেছি। ওদের মনোবল ধরে রাখা শক্তি হতে পেরেছি। শিখেছি আমিও। আসলে আমরা সবসময়ই শিখাতে বা বলতে পছন্দ করি। তবে আজকে শিশুদের সাথে আলোচনা করে যা বুজলাম  শিশুদের  সাথে মিশতে পারলে আপনি আমি আমরাও অনেক কিছু শিখতে পারবো।

 

Views: 56

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Rituu B. Nanda on March 19, 2024 at 3:13pm

Great insights, thanks Santi and Sadia! You both have written in total 14 blogs in 4 months. Amazing

Comment by Sadia Jafrin on March 19, 2024 at 2:08pm

Absolutely, I agree with you. Parents are responsible for teaching their children the right things. I also learned that I should not play with many of my friends whom my mother did not like. But now I realize that I was deprived of learning so many things from those friends during my childhood.

© 2024   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service