Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
জন্ম দিয়েছি আমি,নতুন পথ ও দেখাব আমি,তোমার ভবিষ্যৎ গড়ব নিজের হাতে,পাল্টিয়ে দিব কমিউনিটির প্রথা। এই প্রসঙ্গে এক মা গড়লো নিজের ছেলে সুন্দর জীবন। আমি এমন এক মা এর কথা সাথে বলেছি যার পদক্ষেপ আমাকে ও ভাবিয়ে দিয়েছে। কেউ এত সুন্দর কাজ কীভাবে করতে পারে? নীলর বয়স ষোল বছর,এই বয়সেই সে খুবই ব্যস্ত,না তো সে পড়াশোনা করে, না তো টিভি দেখে, না তো কাজ করে তবুও সে রাতের ঘুমায় না।কিন্তু কেন ঘুমায় না। আমি যখন নীলের মা এর সাথে সল্ট করি তখন তিনি বলেন আমি আমার নীলকে নিয়ে অনেক চিন্তায় আছি।আমি জিজ্ঞেস করি কেন তিনি বলেন নীল সবসময় ব্যস্ত থাকে। ভালো ভাবে খাবার দাবার খায় না কারো সাথে কথা বলে না। তিনি বলেন নীল নিজের কিছু টাকা জমা করে একটি মোবাইল কেনে আর সেই মোবাইলে সবসময় গেম খেলতে থাকে। নীলের মা খুবই কষ্ট পাছিলেন কথা বলার সময়।তারপর আমি নীলের সাথে সল্ট করি এবং আমি তার সাথে বন্ধুর মতো কথা বলার চেষ্টা করি আর তার কথা মনোযোগ সহ কারে শুনি। আমার ভিতর ভিতর শুধু একটাই প্রশ্ন কাজ করছিল যে নীল এত নিজেকে কেন ব্যস্ত রাখে। আমি নীলের সাথে যখন প্রথম কথোপকথন করি তখন নীল কয়েকটি কথা ছাড়া আর কিছুই বলে না।তবুও আমি নীলের কাছে বারবার গিয়েছি এবং জানার চেষ্টা করেছি যে নীল কেন এত মোবাইল চালায়।আমি যতই পেরেছি নীলকে উৎসাহ, উদ্দীপনা দেওয়ার চেষ্টা করেছি।দীর্ঘদিন সল্ট করার পর জানতে পারি যে নীলের বাবা মারা যাওয়ার পর নীলের মার উপর সংসারের যাবতীয় দায়িত্ব এসে পড়ে। যার কারণে তিনি ব্যস্ত হয়ে পড়েন।মা এর ব্যস্ত হয়ে যাওয়ার কারণে নীল কাউকে পাশে না পেয়ে মোবাইলে গেম খেলে যেহেতু অনলাইনে গেম সেই সুবিধাতে খ নীলের চারটি বন্ধু হয়। নীল মোবাইলে গেম সময় কাটানোর জন্য খেলে না বন্ধুদের সাথে কথা বলার জন্য নিজের কষ্ট শেয়ার করার জন্য গেম খেলে। নীল তার মা এর সাহায্য করতে চায় সংসার চালানোর জন্য। কিন্তু বেশি পড়াশোনা না থাকায় কারণে, কোনকিছু করতে পারে না আর বয়স কম হওয়া পরিছন্নতার কাজ ও করতে পারে না।নীলকে এই সব বিষয় খুব ভাবাত আর ভিতরে কষ্টে সৃষ্টি করতো । তার কিছু দিন পর নীল এবং নীলের মাকে এক সাথে নিয়ে একত্রে সল্ট করি। তারপর তারা একে পরের কথা শুনে এবং নীলের মা সিদ্ধান্ত নেয় যে তিনি নীলকে এমন কাজ শেখাবেন যেটার মাধ্যমে তিনি নীলকে সময় ও দিতে পারবেন এবং নীলকে এক সম্মান জনক পেশায় যুক্ত করবেন।তারপর তিনি বাশঁ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা নীলকে শেখান। কাজেই হোক নীল তার মা এর সাথে সময় কাটাতে পেরে অনেক খুশি। দুই মাস কাজ শেখার পর এখন নীল বাঁশের বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারে। যেমন:হাতপাখা, হিন্দুর বিয়ের ঝুড়ি,ফুল, শিশুদের খেলার জন্য ঝুনঝুনি, , কুলা, পাখি এইসব শুধু বানায় না বিক্রিও করে। আর এইসব জিনিস বিক্রি করে মাসে দশহাজার টাকা ইনকাম করে। শুধু তাই নয় যদি কোন উৎসব অনুষ্ঠান থাকে তাহলে নীল তার মা মিলে একদিনে চার থেকে পাঁচ হাজার টাকা ইনকাম করে। আর এইভাবে নীলের মোবাইলে আসক্ত কমে। সবচেয়ে বড় যে পরিবর্তন হয়েছে তা হচ্ছে আত্মনির্ভর হওয়া এবং পেশা পরিবর্তন করা সম্মান এবং গর্বে সহ কারে নতুন জীবনের শুরু করা। নীল তার মা কারণে নিজের জীবন সুন্দর হয়েছে। এবং কমিউনিটির জন্য এক বাস্তব উদাহরণ আর অনুপ্রেরণা হয়ে দাড়িয়েছে। জীবন অনেক কঠিনময়, সত্য নতুনত্ব নিজের ভিতর ধারণ করা,এক বিন্দু চেষ্টাই গড়ে দিতে পারে এক আলোকিত ভবিষ্যৎ।
I gave birth, I will show you a new path, I will build your future with my own hands, I will change the customs of the community. In this context, a mother built a beautiful life for her son. I also told about a mother whose steps made me think. How can someone do such a beautiful thing? Neel is sixteen years old, at this age he is very busy, he neither studies, nor watches TV, nor works, yet he does not sleep at night. But why does he not sleep. When I talk to Neel's mother, she says that I am very worried about my Neel. I ask why. She says that Neel is always busy. He eats well and drinks.
No, he doesn't talk to anyone. He said that Neel saved some of his money and bought a mobile phone and always played games on that mobile phone. Neel's mother was having a hard time talking. Then I talked to Neel and I tried to talk to him like a friend and listen to him with attention. Only one question was working inside me that why Neel keeps himself so busy. When I first talked to Neel, Neel didn't say anything except a few words. Still, I went to Neel again and again and tried to find out why Neel uses his mobile phone so much. I tried to encourage and motivate Neel as much as I could. After talking to him for a long time, I came to know that after Neel's father died, all the responsibilities of the family fell on Neel's mother. Due to which she became busy. Due to her mother's busyness, Neel
Comment
সত্যিই অনুপ্রেরণামূলক।
This is a truly powerful piece of work, Bonna. You placed your trust in his capacity, you listened deeply, and you also helped draw his mother closer to him.
I learned that when youth lack a sense of purpose and family support, they often drift, seeking connection through mobile phones or the need to belong.
Nice blog writing.
Excellent Blog writing
Inspiring
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence