Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
স্বপ্ন পূরণের জন্য ইচ্ছা শক্তি প্রয়োজন,আর প্রয়োজন সাহস ও আত্মাবিশ্বাস।মানুষ যে স্বপ্ন ঘুমিয়ে দেখা সেটা হচ্ছে অবাস্তব যা বাস্তবের সাথে কোন সম্পর্ক নেই। বাস্তবতায় যে স্বপ্ন মানুষকে কাঁদায়, মানুষকে পরিশ্রম করতে শেখায়,মনের মধ্যে এক আলাদাই জেদ তৈরি করে দেয় তাই হচ্ছে স্বপ্ন। সল্টের মাধ্যমে এমনই এক ব্যক্তির সাথে পরিচয় হলো।যারা অল্পতে হাল ছেড়ে দেয় এবং ভাবে যে সংসারের আগে নিজের স্বপ্নকে ত্যাগ করে দেওয়া ভালো,চিন্তা ধারার কারণে নিজেকে হারিয়ে ফেলে সংসারের মাঝে। বিয়ের পরে সংসার গুচ্ছিয়ে রাখা যেমন এক দায়িত্ব নিজের স্বপ্ন পূরণ করা তার থেকে বড় দায়িত্ব। আমরা এটা ভেবে নেই যারা বৃদ্ধ আছে তারা কিছু করতে পারবে না বা তাদের জীবনে এমন কোনো গল্প নেই যেটা থেকে আমরা শিখতে পারবো,কিন্তু বাস্তবতায় বৃদ্ধদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। বর্তমান বৃদ্ধদের সাথে সল্ট করা হচ্ছে, সল্ট হচ্ছে তৃষ্ণার মতো আর মানুষের গল্প হচ্ছে পানির মতো যতই শুনবে ততই শুনার ইচ্ছা বাড়াবে।সল্টের মাধ্যমে শোভার সাথে সাক্ষাৎ হয়। শোভা নিজের আত্মা বিশ্বাস ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম করেছে,শোভার সবচেয়ে বড় স্বপ্নই ছিল আর্থিক ভাবে সক্ষম হওয়ার। পরিবারের সাথে তাল মিলিয়ে কখনো সমাজের সাথে যুক্ত হয়ে নিজের স্বপ্ন পূরণ করে। শোভার স্বামী মারা যাওয়ার পর সংসারের সকল দায়িত্ব শোভা নেয় আর খুব সুন্দর ভাবে পরিচালনা করে, শোভার দুই মেয়ে এবং দুই ছেলে রয়েছে। শোভার স্বপ্ন ছিল নিজের ছেলে মেয়েকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতে দিবে না বরং অফিসার বানাবে।আর সব ছেলে মেয়েকে শিক্ষিত করেছে, শোভার এক ছেলে মিশনে ডকুমেন্ট অফিসার হিসেবে কাজ করে। আর এটা সম্ভব হয়েছে শোভার কঠোর পরিশ্রমের ফলে।বর্তমানে শোভার বয়স ৬৫ বছর,এইবয়সে এসে মানুষ হাল ছেড়ে দেয় কিন্তু শোভা এই ৬৫বছর বয়সে প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে সিটি কর্পোরেশন কাজে যায় আবার বাসায় এসে রান্নাবান্না করে,সংসারের যাবতীয় কাজ শেষ করে আবারো রাত নয়টায় কাজে যায় বাসায় আছে রাত বারোটায় এইভাবে দৌড়ের উপরে শোভার জীবন কাটচ্ছে।শোভা শুধু ঘরের কাজ বা সিটি কর্পোরেশনের কাজ করে না, তার পাশাপাশি রাস্তা পরিষ্কার করার ঝাড়ু ও নিজে বানিয়ে বিক্রিকরে সেখান থেকে মাসে দুই হাজার টাকা ইনকাম করে। আর এইভাবে শোভার আত্মা বিশ্বাস আরো বেড়ে যায়,স্বপ্ন শুধু দেখলেই হয় না বা চোখে যত্ন করে সাজালেই হয় না তার জন্য কঠোর পরিশ্রম করতে হয় তবেই স্বপ্ন পূরণ হয়।শোভার স্বপ্নই ছিল আর্থিকভাবে সক্ষম হওয়া,স্বামী উপর নির্ভল হয়ে বাঁচা নয় কারণ শোভা চিন্তা ধারা এমন যে নিজেকে যে গড়তে পারবে সর্বদাই সে সফল হবে এবং আত্মা নির্ভল হবে।জীবনে কখনোই কেউ এসে সুযোগ করে দোয় না সর্বদাই সুযোগ নিজেকেই হাত বাড়িয়ে নিতে হয়।স্বপ্ন যদি অটুট থাকে তাহলে স্বপ্নের সাথে হবে রে হবে দেখা। শোভা এটা ভাবে না যে তার বয়স হয়েগেছে তার দ্বারা সংসার চালানো যাবে না সে মনে করে সেই করতে পারবে তার দ্বারাই সম্ভব।
Fulfillment of dreams requires willpower, courage and self-belief. The dreams that people dream are unrealistic and have nothing to do with reality. In reality, the dream that makes people cry, teaches people to work hard, creates a different stubbornness in the mind is a dream. I met one such person through Salt. Those who give up a little and think that it is better to give up their dreams before the world, lose themselves in the world due to the way of thinking. Just like maintaining a family after marriage is a responsibility, fulfilling one's dreams is a bigger responsibility than that. We don't think that old people can't do anything or that there are no stories in their lives that we can learn from, but in reality we can learn a lot from old people. Being salted with the present elders, salt is like thirst and people's stories are like water, the more you listen, the more you want to hear. Through salt, beauty is met. Shobha worked hard to maintain her self-belief, Shobha's biggest dream was to become financially capable. In harmony with the family, sometimes by joining the society, fulfills one's dreams. After the death of Shobha's husband, Shobha takes over all the responsibilities of the household and manages it very well. Shobha has two daughters and two sons. Shoba's dream was not to let his sons and daughters work as cleaners but to make them officers. And after all the boys and girls were educated, Shoba's son worked as a document officer in the mission. And this has become possible due to Shobha's hard work. Now Shobha is 65 years old, at this age people give up but Shobha wakes up at five in the morning every morning and goes to work in the City Corporation and comes home to cook, finishes all the family work and goes to work again at nine in the evening. Broom made and sold by himself earns two thousand rupees a month from there. And in this way, Shobha's faith in the soul increases, dreams are not only seen or carefully arranged by the eyes, but you have to work hard for them, only then your dreams come true. Shobha's dream was to be financially capable, not to live dependent on her husband, because Shobha's thinking is such that whoever can build himself will always be successful and the soul will be free. In life, no one ever comes and prays for an opportunity, you always have to take the opportunity yourself. If the dream is unbreakable, then I will see you soon. Shobha doesn't think that she can't run the family because she is old, she thinks that she can do it.
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence