Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

গল্প: সাহসী কিশোর পলক হরিজন আজকের গল্পের নায়ক একজন সাহসী, আত্মনির্ভরশীল ও স্বপ্নবান কিশোর—পলক হরিজন। সে হরিজন পল্লীর এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এক অসাধারণ প্রতিভাধর ছেলে। বর্তমানে সে অষ্টম শ্রেণ…

গল্প: সাহসী কিশোর পলক হরিজন

আজকের গল্পের নায়ক একজন সাহসী, আত্মনির্ভরশীল ও স্বপ্নবান কিশোর—পলক হরিজন। সে হরিজন পল্লীর এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এক অসাধারণ প্রতিভাধর ছেলে। বর্তমানে সে অষ্টম শ্রেণিতে পড়ে। ছোটবেলায় পলক জীবনের প্রথম বড় কষ্টের মুখোমুখি হয়। মাত্র পাঁচ বছর বয়সে সে তার মায়ের স্নেহ হারায়। এত অল্প বয়সে এমন কষ্ট যে কোনো শিশুর জন্য ভয়ংকর হতে পারে, কিন্তু পলক সেই দুঃখকে শক্তিতে পরিণত করে।

পরিবারে রয়েছে বড় একটি বোন ও কয়েকজন ভাই। বড় বোনের বিয়ে হয়ে গেছে, আর বড় ভাই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়ছেন। বাবা সারাদিন কাজে ব্যস্ত থাকেন, তাই পলকের শৈশবের দায়িত্ব নেন তার দাদী। ছোটবেলা থেকেই দাদী তাকে আগলে রাখেন, যত্ন নেন, আর সামর্থ্য অনুযায়ী পড়াশোনার খরচ বহন করেন।

পলক খুবই সৎ, পরিশ্রমী ও মেধাবী ছাত্র। পড়াশোনা তার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার। পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হলেও পলক কখনো হাল ছাড়েনি। নিজের পড়াশোনার খরচ নিজেই বহন করে। সে প্রতিদিন রাতে পৌরসভার কাজে রাস্তা ঝাড়ু দেয় এবং ভোরবেলায় আবার একই কাজ শেষ করে। তারপর দ্রুত গোসল করে, খাবার খেয়ে স্কুলে যায়। এত পরিশ্রম ও কষ্টের পরও সে ক্লাসে সর্বদা প্রথম স্থান অর্জন করে, যা সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।

আমার প্রথম সল্ট কনভারসেশনে পলকের সঙ্গে দেখা হয়েছিল। তার সাহস, আত্মবিশ্বাস ও মনোবল আমাকে গভীরভাবে মুগ্ধ করে। আলাপচারিতার সময় সে বলেছিল যে, বড় হয়ে সে একজন অফিসার হতে চায়। সে স্বপ্ন দেখে একদিন অফিসে বসে কাজ করবে। পরিচ্ছন্ন কর্মীর পেশাকে সে কখনো অসম্মান করে না, তবে নিজের সীমাবদ্ধতাকে ভেঙে সমাজকে দেখাতে চায় যে হরিজন কমিউনিটির সন্তানরাও বড় স্বপ্ন দেখতে পারে, উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে এবং বড় কিছু করতে পারে।

পলক প্রায়ই না খেয়েই স্কুলে যায়, তবুও পড়াশোনায় মনোযোগ হারায় না। তার দাদীকে স্নেহভরে আগলে রাখে, বড় বোন মাঝেমধ্যে এসে খোঁজখবর নেয়, আর বড় ভাই-ই তাকে পৌরসভার কাজে যুক্ত করে দেন যাতে পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারে। কমিউনিটির সবাই তাকে ভালোবাসে। সে ইউথ টিমের একজন সক্রিয় সদস্য এবং সবসময় নতুন কিছু করার মানসিকতা নিয়ে এগিয়ে যায়।

পলকের জীবনে যত বাধা-বিপত্তিই আসুক না কেন, তার স্বপ্ন অটুট থাকে। সে বিশ্বাস করে একদিন সমাজে নিজের পরিচয় গড়ে তুলতে পারবে। তার একটাই বার্তা—

“হরিজন কমিউনিটির ছেলেরাও স্বপ্ন দেখে, সংগ্রাম করে এবং একদিন সফল হয়।”

পলকের গল্প শুধু একটি ছেলের জীবনসংগ্রামের গল্প নয়, এটি এক অনুপ্রেরণার প্রতীক। তার সাহস, অধ্যবসায় ও দৃঢ়তা আমাদের শেখায়—জীবনের প্রতিকূলতাকে অতিক্রম করেই গড়ে ওঠে সত্যিকারের সাফল্য

Story: The Brave Young Boy, Polok Horizon

Today’s story is about a courageous, self-reliant, and dream-driven young boy — Polok Horizon. He was born into a modest family in Horizon village, yet he possesses extraordinary talent. Currently, he is a student of grade eight. Polok faced the first major hardship of his life at a very young age. At just five years old, he lost his mother’s love and care. Such a tragedy could have crushed any child, but Polok turned that grief into strength.

His family consists of an elder sister and several brothers. His elder sister is married, and his elder brother struggles with physical disabilities. His father remains busy with work all day, so Polok’s grandmother took charge of raising him. From his childhood, she has cared for him, nurtured him, and supported his education to the best of her ability.

Polok is an honest, hardworking, and brilliant student. Education is his highest priority in life. Despite his family’s poor financial condition, he never gave up. He bears his own educational expenses by working at night — sweeping the municipal roads. Early in the morning, before school, he completes the same work again. After that, he takes a bath, eats his meal, and goes to school. Even after enduring such hardship and exhaustion, he always secures first place in his class — a truly admirable and inspiring feat.

I first met Polok during a SALT conversation. His courage, confidence, and strong spirit deeply impressed me. During our conversation, he told me that he wants to become an officer when he grows up. He dreams of working at a desk in an office one day. He never looks down on the profession of a sanitation worker, but he wants to break through his limitations and show society that children from the Horizon community can also dream big, pursue higher education, and achieve great things.

Polok often goes to school without eating, yet he never loses focus on his studies. He takes loving care of his grandmother, while his elder sister occasionally visits and checks on him. It was his elder brother who first connected him with municipal work so that he could manage his educational expenses. Everyone in the community loves him. He is also an active member of the youth team and is always eager to try new things.

No matter how many obstacles life throws his way, Polok’s dream remains unshaken. He strongly believes that one day he will make a name for himself in society. His message is clear —

"Children from the Horizon community also dream, struggle, and one day, they succeed."

Polok’s story is not just the tale of one boy’s struggle — it is a symbol of inspiration. His courage, perseverance, and determination teach us that true success is built by overcominগল্প: সাহসী কিশোর পলক হরিজন

আজকের গল্পের নায়ক একজন সাহসী, আত্মনির্ভরশীল ও স্বপ্নবান কিশোর—পলক হরিজন। সে হরিজন পল্লীর এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এক অসাধারণ প্রতিভাধর ছেলে। বর্তমানে সে অষ্টম শ্রেণিতে পড়ে। ছোটবেলায় পলক জীবনের প্রথম বড় কষ্টের মুখোমুখি হয়। মাত্র পাঁচ বছর বয়সে সে তার মায়ের স্নেহ হারায়। এত অল্প বয়সে এমন কষ্ট যে কোনো শিশুর জন্য ভয়ংকর হতে পারে, কিন্তু পলক সেই দুঃখকে শক্তিতে পরিণত করে।

পরিবারে রয়েছে বড় একটি বোন ও কয়েকজন ভাই। বড় বোনের বিয়ে হয়ে গেছে, আর বড় ভাই শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়ছেন। বাবা সারাদিন কাজে ব্যস্ত থাকেন, তাই পলকের শৈশবের দায়িত্ব নেন তার দাদী। ছোটবেলা থেকেই দাদী তাকে আগলে রাখেন, যত্ন নেন, আর সামর্থ্য অনুযায়ী পড়াশোনার খরচ বহন করেন।

পলক খুবই সৎ, পরিশ্রমী ও মেধাবী ছাত্র। পড়াশোনা তার জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার। পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হলেও পলক কখনো হাল ছাড়েনি। নিজের পড়াশোনার খরচ নিজেই বহন করে। সে প্রতিদিন রাতে পৌরসভার কাজে রাস্তা ঝাড়ু দেয় এবং ভোরবেলায় আবার একই কাজ শেষ করে। তারপর দ্রুত গোসল করে, খাবার খেয়ে স্কুলে যায়। এত পরিশ্রম ও কষ্টের পরও সে ক্লাসে সর্বদা প্রথম স্থান অর্জন করে, যা সত্যিই প্রশংসনীয় ও অনুপ্রেরণাদায়ক।

আমার প্রথম সল্ট কনভারসেশনে পলকের সঙ্গে দেখা হয়েছিল। তার সাহস, আত্মবিশ্বাস ও মনোবল আমাকে গভীরভাবে মুগ্ধ করে। আলাপচারিতার সময় সে বলেছিল যে, বড় হয়ে সে একজন অফিসার হতে চায়। সে স্বপ্ন দেখে একদিন অফিসে বসে কাজ করবে। পরিচ্ছন্ন কর্মীর পেশাকে সে কখনো অসম্মান করে না, তবে নিজের সীমাবদ্ধতাকে ভেঙে সমাজকে দেখাতে চায় যে হরিজন কমিউনিটির সন্তানরাও বড় স্বপ্ন দেখতে পারে, উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে এবং বড় কিছু করতে পারে।

পলক প্রায়ই না খেয়েই স্কুলে যায়, তবুও পড়াশোনায় মনোযোগ হারায় না। তার দাদীকে স্নেহভরে আগলে রাখে, বড় বোন মাঝেমধ্যে এসে খোঁজখবর নেয়, আর বড় ভাই-ই তাকে পৌরসভার কাজে যুক্ত করে দেন যাতে পড়াশোনার খরচ চালিয়ে যেতে পারে। কমিউনিটির সবাই তাকে ভালোবাসে। সে ইউথ টিমের একজন সক্রিয় সদস্য এবং সবসময় নতুন কিছু করার মানসিকতা নিয়ে এগিয়ে যায়।

পলকের জীবনে যত বাধা-বিপত্তিই আসুক না কেন, তার স্বপ্ন অটুট থাকে। সে বিশ্বাস করে একদিন সমাজে নিজের পরিচয় গড়ে তুলতে পারবে। তার একটাই বার্তা—

“হরিজন কমিউনিটির ছেলেরাও স্বপ্ন দেখে, সংগ্রাম করে এবং একদিন সফল হয়।”

পলকের গল্প শুধু একটি ছেলের জীবনসংগ্রামের গল্প নয়, এটি এক অনুপ্রেরণার প্রতীক। তার সাহস, অধ্যবসায় ও দৃঢ়তা আমাদের শেখায়—জীবনের প্রতিকূলতাকে অতিক্রম করেই গড়ে ওঠে সত্যিকারের সাফল্য

Story: The Brave Young Boy, Polok Horizon

Today’s story is about a courageous, self-reliant, and dream-driven young boy — Polok Horizon. He was born into a modest family in Horizon village, yet he possesses extraordinary talent. Currently, he is a student of grade eight. Polok faced the first major hardship of his life at a very young age. At just five years old, he lost his mother’s love and care. Such a tragedy could have crushed any child, but Polok turned that grief into strength.

His family consists of an elder sister and several brothers. His elder sister is married, and his elder brother struggles with physical disabilities. His father remains busy with work all day, so Polok’s grandmother took charge of raising him. From his childhood, she has cared for him, nurtured him, and supported his education to the best of her ability.

Polok is an honest, hardworking, and brilliant student. Education is his highest priority in life. Despite his family’s poor financial condition, he never gave up. He bears his own educational expenses by working at night — sweeping the municipal roads. Early in the morning, before school, he completes the same work again. After that, he takes a bath, eats his meal, and goes to school. Even after enduring such hardship and exhaustion, he always secures first place in his class — a truly admirable and inspiring feat.

I first met Polok during a SALT conversation. His courage, confidence, and strong spirit deeply impressed me. During our conversation, he told me that he wants to become an officer when he grows up. He dreams of working at a desk in an office one day. He never looks down on the profession of a sanitation worker, but he wants to break through his limitations and show society that children from the Horizon community can also dream big, pursue higher education, and achieve great things.

Polok often goes to school without eating, yet he never loses focus on his studies. He takes loving care of his grandmother, while his elder sister occasionally visits and checks on him. It was his elder brother who first connected him with municipal work so that he could manage his educational expenses. Everyone in the community loves him. He is also an active member of the youth team and is always eager to try new things.

No matter how many obstacles life throws his way, Polok’s dream remains unshaken. He strongly believes that one day he will make a name for himself in society. His message is clear —

"Children from the Horizon community also dream, struggle, and one day, they succeed."

Polok’s story is not just the tale of one boy’s struggle — it is a symbol of inspiration. His courage, perseverance, and determination teach us that true success is built by overcoming life’s adversitiesg life’s adversities

Views: 16

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Shahrukh Atpade 18 minutes ago

This story is very inspiring. Pollock's courage, hard work, and perseverance show that dreams can be achieved, no matter how big the obstacles.

Comment by Parvez Hassan 1 hour ago

Excellent Facilitation 

© 2025   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service