Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
বৃষ্টির সময় রবিন্দ্র দাসের সঙ্গে আরও একবার সল্ট করলাম। রবিন্দ্র দাস ভূমিষ্ট হওয়ার আগে মায়ের পেটে এবং ভূমিষ্ট হওয়ার পর মায়ের কোলে উঠে মাছ ধরতে যেতো নদীতে। ১২ বছর বয়স পর্যন্ত তিনি মাছ ধরতেন বাবা মায়ের সাথে। তারপর তার ভেতর লুকায়িত শক্তি দিয়ে হাতের নৈপূন্য কারুকার্যে বাঁশের তৈরী নজরকাঁড়া সৌন্দর্যে বিভিন্ন রকম প্রয়োজনীয় জিনিস পত্র বানাতো। যেমন ধানের গোলা, কুলা, চাচ, খারা, ঝুড়ি, ঢাকনি, চাঙারি, চালন, ধামা, ডোল ইত্যাদি বাঁশের তৈরী নিপুণ শৈল্পিক দ্রব্য সামগ্রিক। সেগুলো গ্রামে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে বেড়াতো। সেগুলো ছাড়া কোনো পরিবার চলতো না।
কিন্তু যুগের হাওয়ায় কালের পরিবর্তনে নান্দনিক মডেলে প্লাস্টিকের দ্রব্য বাজারে আসার কারণে সেগুলো এখন আর চলে না। তাই রবিন্দ্র দাস এখন গ্রামে গ্রামে ঘুরে ঘুরে এবং হাটে হাটে জুতা সেলাই করে বেড়ায়।
৬৯ বছর বয়সেও তিনি নিজে অর্থ উপার্জন করে চলেন, কারো উপর নির্ভরশীল না। এর জন্য তিনি গর্ব বোধ করেন।
"Old traditions are being lost with the passage of time."
I had another chat with Rabindra Das during the rain. Before he was born, Rabindra Das would climb into his mother's womb and after he was born, he would go fishing in the river.He used to fish with his parents until he was 12 years old. Then, using the hidden energy within him, he would make various necessary items made of bamboo with eye-catching beauty through skillful handcrafts.Such as rice husks, kula, chach, khara, baskets, lids, changari, chalan, dhama, dol etc. are all skillful artistic products made of bamboo. They were sold from village to village. No family could function without them.But with the changing times and the arrival of plastic products in aesthetic models, they are no longer used.So Rabindra Das now travels from village to village and from market to market, sewing shoes.
Even at the age of 69, he continues to earn his own money, not depending on anyone. He feels proud of this.
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence