Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
ডিসি অফিসে যশোরে অভ্যান্তরিন সকল এন জিও সংস্থা গুলো একত্রে মিটিং করার সময়, ধারার নির্বাহী পরিচালক লিপিকা দাসগুপ্ত সেখানে GFC SALT Program এর সম্পর্কে সবাইকে অবগত করেন। তখন থেকে প্রতিটি Organization SALT & CLCP সর্ম্পকে আগ্রহী হন এবং এই প্রোগ্রামকে সকলে প্রসংশা করেন। উনারা নিয়মিত ধারা অফিসে আসেন এবং SALT সর্ম্পকে বিস্তারিত জানতে চান। সেসব Organization এর মধ্যে 1. ADAB 2. RUPANTOR 3. মাসুদুর খান ফউিন্ডেশন 4. মানবিক যুব কল্যান ফাউন্ডেশন 5. ল্যাম্ফ 6. আমরা করবো জয়
এই সকল ফাউন্ডেশন গুলোকে নিয়ে ধারা অফিসে সেমিনার এর আয়োজন করা হয়। এবং এই ৬ NGO ধারাসহ একটা Group হয়ে গ্রুপ ভিত্তিক স্বপ্ন দেখে সবাই সম্মিলিতভাবে বিভিন্ন কমিউনিটির উন্নয়ন প্রকল্পে কাজ করতে চান। তারা Dream Building করে। সেই সকল স্বপ্নের মধ্যে তাদের অন্যতম স্বপ্ন ছিলো Masculinity। তারা সমাজে পরিবার গুলোতে মহিলাদের কাজে পুরুষের সহযোগীতা করার প্রয়োজনীয়তা এবং গুরুত্বকে প্রাধান্য দেন এবং সাধুবাদ জানান। কাজের ক্ষেত্রে নারীপুরুষ ভেদাভেদ নেই। এগুলো নিয়ে তারা কাজ করার পরিকল্পনা করে।
GFC's SALT program has now expanded beyond the community and is now running district-wide.
During a meeting of all the NGOs in Jessore at the DC office, Dhara Executive Director Lipika Dasgupta informed everyone about the GFC SALT Program. Since then, every organization became interested in SALT & CLCP and everyone praised this program.They regularly come to Dhara office and want to know more about SALT. Among those organizations are
1. ADAB
2. RUPANTOR
3. Masudur Khan Foundation
4. Manabik Jubo Kalyan Foundation
5. LAMP
6. Amra Karbo Joy
A seminar was organized at the Dhara office with all these foundations. And with these 6 NGOs, Dhara became a group and everyone wanted to work collectively on various community development projects. They did Dream Building. One of their dreams was Masculinity.They prioritize and appreciate the need and importance of men's support for women's work in families in society. There is no gender discrimination in work. They plan to work on these.
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence