Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
প্রথমবার কমিউনিটিতে গিয়ে সল্ট করার সুযোগ পাওয়ার পর এক ধরনের মিশ্র অনুভূতি ঘিরে ধরেছিল আমাকে।শহরের চেনা পরিবেশ ছেড়ে এক নতুন জগতে পা রাখতে চলেছি—উত্তেজনা,কৌতূহল,আর এক চিলতে অজানা ভয় যেন হাত ধরাধরি করে এগিয়ে চলেছে আমার সাথে।
শহর পেরিয়ে গ্রামের মেঠো পথে যখন গাড়ি চলছিল, জানালার বাইরে তাকিয়ে মনে হলো,আমি যেন শৈশবে ফিরে যাচ্ছি।সেই কাঁচা রাস্তা, ক্ষেতের সীমানায় দাঁড়িয়ে থাকা তালগাছ,হাওয়ায় দোল খাওয়া সর্ষে ফুল—সবই যেন কোনো এক পুরনো স্মৃতি থেকে উঠে আসা দৃশ্যপট। সময়ের এক অদ্ভুত টানে মনে হলো,আমি আমার শেকড়ের দিকে ফিরে যাচ্ছি।
তারপর যখন কমিউনিটিতে পৌঁছালাম,ওদের জীবনযাত্রা,সংগ্রাম,হাসি, কষ্ট আর টিকে থাকার লড়াই আমাকে অন্য এক বাস্তবতায় দাঁড় করিয়ে দিল।ওদের সাথে সল্ট করার সময় কখন কেটেছে বুঝতেই পারিনি। শুধু অনুভব করলাম,আমি যেন ওদের জীবনের এক অংশ হয়ে গেছি।একেকটা গল্প আমার আত্মাকে নাড়িয়ে দিলো,আত্মবিশ্বাসে নতুন রঙ যোগ করলো।
কমিউনিটিতে গিয়ে কাজ করার সুযোগ পেয়ে যে অনুভূতি হয়েছে,তা সত্যিই অসাধারণ। আগে অর্গানাইজেশনের সবার মুখে কমিউনিটি সম্পর্কে অনেক কিছু শুনতাম,কিন্তু এখন নিজে গিয়ে সরাসরি তাদের সঙ্গে সল্ট করার সুযোগ পেয়ে যেন এক রূপকথার গল্প জীবন্ত হয়ে উঠেছে। কমিউনিটির মানুষদের গল্প, তাদের শক্তি ও সংগ্রাম দেখে আমি মুগ্ধ।বারবার ওখানে ফিরে যেতে ইচ্ছে করে,কারণ তাদের সঙ্গে সল্ট করা আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা,যা আমাকে মানসিক শান্তি এবং শক্তি জোগাচ্ছে।এই কাজটি আমাকে নতুন দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে শেখাচ্ছে, এবং আমার অভ্যন্তরীণ শক্তিকে আরো পোক্ত করছে।
আমাদের শহুরে জীবনের অভ্যস্ত দৃষ্টিভঙ্গি দিয়ে ওদের সাহস,লড়াই,বেঁচে থাকার তাগিদ ব্যাখ্যা করা সম্ভব নয়।সারাদিন ওদের কথা শুনে,ওদের গল্পের মাঝে হারিয়ে গিয়ে শব্দ শূন্য হয়ে যেতাম।মনে হতো,কোনো শব্দই যথেষ্ট নয় এই আত্মসংগ্রামকে বোঝানোর জন্য।
সন্ধ্যায় যখন সবুজ প্রান্তর পেছনে ফেলে ফেরার পথে হাঁটতাম,তখন মনে হতো, প্রকৃতি আমায় প্রশ্ন করছে—“তুমি ওদের থেকে কী নিয়ে গেলে?”এই প্রশ্ন আমার মস্তিষ্ক এলোমেলো করে দিত। শান্ত হতে নদীর ধারে বসতাম,এক কাপ গরম চায়ে মনটাকে স্থির করার চেষ্টা করতাম।কিন্তু মনে চলতে থাকা চিন্তাগুলো থামতো না—ওদের জীবনবোধ,ওদের সংগ্রাম,ওদের নিঃশব্দে এগিয়ে চলার সাহস আমাকে বারবার ভাবিয়ে তুলত।
শহরে ফিরে আসার সময়, গাড়ির জানালা দিয়ে রঙিন ঝকঝকে আলো দেখে মনে হলো—আমরা যাদের ‘আলো’ বলি,তাদের জীবন হয়তো ওদের মতো লড়াইয়ের আঁধার দেখেনি।অথচ সেই কঠিন অন্ধকারে থেকেও ওরাই আমাদের আলোর পথ দেখায়।ওদের কাছ থেকে পাওয়া শক্তি আর জীবনবোধ আমার ভেতরে আলো জ্বালালো।
আমি জানি,আমি শুধু কিছু গল্প শুনিনি—আমি এক জীবনদর্শনের সাক্ষী হয়েছি।
"Not a Story, But a Witness to a Philosophy of Life"
When I first got the opportunity to conduct SALT in the community, I was overwhelmed with mixed feelings. Leaving behind the familiar city environment and stepping into a new world—excitement, curiosity, and a hint of unknown fear seemed to walk hand in hand with me.
As the car drove along the village dirt roads, looking out of the window, it felt like I was returning to my childhood. The unpaved roads, the palm trees standing at the boundaries of fields, and the mustard flowers swaying in the breeze—it all seemed like a scene from an old memory. With an odd pull of time, it felt like I was returning to my roots.
When I finally arrived at the community, their way of life, their struggles, their smiles, their pain, and their fight for survival placed me in another reality. During SALT, I lost track of time. I just felt like I became a part of their lives. Every story touched my soul and added new shades to my confidence.
The experience of working in the community was truly remarkable. I had heard so much about communities from everyone at the organization, but having the chance to directly engage with them and conduct SALT felt like a fairy tale coming to life. I was fascinated by the stories of the community members, their strength, and their struggles. I found myself wanting to go back there again and again, because SALT with them was a unique experience that brought me peace and strength. It’s teaching me to think from new perspectives and solidifying my inner strength.
Our urban perspective cannot explain their courage, struggles, and the drive to survive. Listening to their stories throughout the day, I would get lost in their words, feeling that no words were enough to convey their struggle.
In the evening, as I walked back, leaving the green fields behind, it felt like nature was asking me, “What have you taken from them?” This question would confuse my mind. I would sit by the river to calm myself, trying to steady my thoughts with a cup of warm tea. But the thoughts kept flowing— their philosophy of life, their struggles, their silent courage to keep moving forward kept me pondering.
On my way back to the city, looking at the colorful, sparkling lights from the car window, I thought—perhaps the ‘light’ that we talk about has never known the darkness of the struggles they endure. Yet, despite that harsh darkness, it is they who show us the path of light. The strength and philosophy of life I gained from them lit a flame within me.
I know, I haven’t just heard a few stories—I have witnessed a philosophy of life.
Comment
Wonderful!!!!
So poetic!
অসাধারণ আপু
খুব সুন্দর হয়েছে।
এতো সুন্দর করে যে ব্লগ লেখা যায়!
সত্যি অসাধারণ।
অতুলনীয় সুন্দর হয়েছে।
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence