Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

"পরিবর্তনের পথে আমার যাত্রা"

"পরিবর্তনের পথে আমার যাত্রা"


জীবন কখনো কখনো আমাদের এমন এক বিন্দুতে নিয়ে আসে,যেখানে আমরা নিজের মধ্যেই আটকে থাকি। আমি ঠিক এমন একটা সময় পার করছিলাম,যখন নিজেকে একদম গুটিয়ে নিয়েছিলাম।কারো সঙ্গে কথা বলা তো দূরের কথা,নিজেকেই যেন হারিয়ে ফেলেছিলাম।তারপর ধারা-তে আসা,এবং SALT-এর অভিজ্ঞতা—এই যাত্রাই আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল।

আগের আমি:

ধারা-তে আসার আগে আমি যেন একাকীত্বের এক গহ্বরে ডুবে ছিলাম।মানুষের সঙ্গে মিশতে চাইতাম না,গল্প করতে চাইতাম না।নিজের ভেতরের আবেগগুলোও বুঝতে পারতাম না,বিশেষ করে কাছের মানুষের প্রতি আমার অনুভূতি যেন কোথাও থমকে ছিল।জীবনের চলমানতা থাকলেও,সেটার স্বাদ নিতে পারছিলাম না।


SALT করার প্রথম অভিজ্ঞতা আমার জন্য একটু অস্বস্তিকর ছিল,কারণ এতদিন যে জীবন থেকে দূরত্ব তৈরি করেছিলাম,সেটাকে আবার ছুঁতে হবে।কিন্তু ধীরে ধীরে, মানুষের কথা শোনা,তাদের গল্প জানা,তাদের জীবনকে অনুভব করা—এসব আমার মধ্যে পরিবর্তনের ঢেউ তুলতে শুরু করলো।

সবচেয়ে বড় পরিবর্তন আসে আমার আম্মুর সঙ্গে দ্বিতীয়বার SALT করার পর। এতদিন ধরে যেটা অনুভব করিনি,যেটা হয়তো দেখেও দেখিনি—সেটাই হঠাৎ করে পরিষ্কার হয়ে গেল।আমার আবেগ,আমার উপলব্ধি, আমার দৃষ্টিভঙ্গি বদলে যেতে শুরু করলো।আমি উপলব্ধি করলাম,কত কিছু ছিল যা আমি কখনো জানার চেষ্টা করিনি,কত ভালোবাসা ছিল যা আমি কখনো ঠিকভাবে উপলব্ধি করিনি।আমার আম্মুর সেই শক্তি,সাহস, অনুপ্রেরণা এবং তার অতীতে ফিরে যাওয়া সেই উচ্ছ্বাস প্রকাশ আমি প্রতিটি মুহূর্তে অনুভব করছি যা এখন নিজের ভেতর ধারণ করতে পারছি।এ-ই যে,আমি মুহুর্তগুলো উপভোগ করছি এবং জ্ঞান অর্জন করছি এই দুটি বিষয় জীবনে গভীরতা ও শান্তি এনে দিচ্ছে।

পরের আমি:

আগে পাঠ্যবইয়ে বিখ্যাত মনীষীদের আত্মজীবনী পড়ে মনে হতো,শুধু তাদের জীবন থেকেই শেখার আছে।কিন্তু ব্যক্তিগত অভিজ্ঞতা,সংগঠনে কাজ এবং SALT ফ্যাসিলিটেটর বাংলাদেশ গ্রুপে অন্যান্য ফ্যাসিলিটেটরদের সঙ্গে SALT প্রয়োগের মাধ্যমে বুঝতে পারলাম—প্রত্যেক মানুষের জীবন একেকটি অনন্য গল্প।প্রত্যেকের অভিজ্ঞতায় লুকিয়ে আছে শেখার মতো কিছু না কিছু। কেউ হয়তো নিজের সম্প্রদায়ের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছেন, কেউ প্রতিকূলতা পেরিয়ে সামনে এগিয়ে চলেছেন, আবার কেউ আশার আলো জ্বালিয়ে রেখেছেন অন্যদের জন্য।এই গল্পগুলো কেবল অনুপ্রেরণার নয়,বরং বাস্তব জীবনের শিক্ষা,যা আমাদের ব্যক্তি ও সমাজ উন্নয়নের পথ দেখায়।এখন আমি আগের মতো নেই।SALT আমাকে শিখিয়েছে—প্রত্যেকটি মানুষের গল্প আছে,এবং সেই গল্পগুলো শোনার মধ্যে এক অনন্য সৌন্দর্য আছে।আমি এখন মানুষের কথা শুনতে ভালোবাসি,তাদের জীবনকে জানার মধ্যে একধরনের আনন্দ পাই।আমি মুহূর্তগুলো উপভোগ করতে শিখেছি,আগের মতো নিজেকে গুটিয়ে না রেখে বরং জীবনের ছোট ছোট অনুভূতিগুলোকে আঁকড়ে ধরতে শিখেছি।


এই পরিবর্তন কেবল একটি অভিজ্ঞতা নয়,বরং এটি আমার জীবনের এক নতুন অধ্যায়। SALT আমাকে শুধু অন্যদের কাছেই নিয়ে আসেনি,বরং আমাকে আমার নিজের কাছেও ফিরিয়ে এনেছে।এই যাত্রা এখানেই শেষ নয়,বরং সামনে অপেক্ষা করছে আরও অনেক গল্প,আরও অনেক উপলব্ধি।জীবনকে নতুন করে জানার এই সুযোগ আমি আর হারাতে চাই না।

"My Journey on the Path of Change"

Life sometimes brings us to a point where we find ourselves stuck within our own thoughts and emotions. I was going through such a phase—isolated, withdrawn, and completely disconnected from myself. Talking to others was out of the question; it felt as if I had lost myself entirely. Then came my journey with DHARA and my experience with SALT—this was the turning point that changed my life.

The Person I Used to Be:

Before joining DHARA, I was drowning in loneliness. I avoided social interactions, resisted conversations, and struggled to understand my own emotions, especially towards my loved ones. Life was moving forward, yet I was unable to savor it.

My first experience with SALT was uncomfortable because it required me to reconnect with a life I had distanced myself from. But slowly, as I listened to people, learned about their stories, and felt their experiences, a wave of transformation began to take over me.

The most significant change came after conducting my second SALT session with my mother. It was as if a curtain had been lifted—I could suddenly see and feel things I had previously ignored or never attempted to understand. I realized how much love and strength had always been there, unnoticed by me. Witnessing my mother’s courage, resilience, and joy in reminiscing about her past filled me with a newfound appreciation. Now, I truly embrace each moment and seek knowledge, which has brought both depth and peace into my life.

The Person I Have Become:

I used to believe that only the lives of famous people, as written in textbooks, held lessons worth learning. But through personal experiences, my work with the organization, and interactions within the SALT Facilitators Bangladesh group, I have come to understand that every individual carries a unique story. Within each of these stories lies something valuable to learn.

Some people selflessly serve their communities, others persevere through hardships, while some continue to keep hope alive for those around them. These stories are not just sources of inspiration; they provide real-life lessons that guide both personal and societal growth.

I am no longer the person I used to be. SALT has taught me that every individual has a story worth listening to, and within those stories lies a unique beauty. Now, I find joy in listening to people, understanding their lives, and embracing the emotions that come with these experiences. I have learned to cherish the small moments rather than shutting myself away.

This transformation is not just an experience—it marks the beginning of a new chapter in my life. SALT has not only brought me closer to others but has also reconnected me with myself. This journey does not end here; ahead lies more stories, more realizations, and more opportunities to rediscover life. I do not want to lose this chance again.

Views: 27

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Santi rambari 3 hours ago

I just want to express in one word, excellent and profound writing.

Comment by Sadia Jafrin on Thursday

You make the connections so well. You should write more so that we can learn from you even more.

Comment by Bayazid Bostami on Wednesday

Great blog! 

Comment by Aparna Singh on Wednesday

সত্যি বলতে অন্যের জীবনের গল্প আমাদেরকে অনুপ্রেরণা দেয়। অন্যের গল্প জানার পর আলাদা এক আনন্দ দেয়।

Comment by Rituu B. Nanda on Wednesday

Very powerful lesson. Thank you Sharmin

Comment by Md.Rakibul Islam on Wednesday

ব্রেভ, 

মাত্র কয়েকদিনে আপনার কাজের অগ্রগতি। 

এবং এতো সুন্দর ব্লগ লেখা দেখে তো আমি অনুপ্রাণিত হলাম। 

আশা করি আপনি আরও ব্লগ লিখবেন। এবং আমাদেরকে অভিজ্ঞতা শেয়ার করবেন। 

© 2025   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service