Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
It’s not a long time—just a month. But this one-month experience has opened up a new dimension in my life. I started working as a SALT facilitator at Ashirbad Sanstha a month ago. It was the first time in my life that I had the opportunity to be involved with an organization. From that moment on, I understood—this is not just a job, but a journey of learning, thinking and reinventing myself. Every day started with a specific goal—how to build good relationships with the people in the community, so that they could openly share their life stories, pride and dreams with me. I always tried to make them think of me as a friend, a listener—not just a facilitator. There were obstacles in the way of experience, there was also learning, this path was not easy. I also had to face some challenges while doing SALT conversations. For example: adhering to time. You have to reach the community at a specific time, so time management becomes a big issue. Because people are not always available. Preparation: Sometimes I have to let them know the day before that I will be coming, so that they are ready. Helping them understand the topic of pride: Many people do not understand how to talk about their pride—they have to be explained, given time. Waiting: Sometimes they are busy at home or at work, so you have to wait and talk at the right time. Working with women: Working with women in the community is very sensitive. There, you have to present the issues with great care and respect. Every obstacle has become a learning step. These problems have created opportunities for me to learn. For example, punctuality: The importance and habit of arriving on time has been built in me. Communication skills: Understanding people, the way they speak, building relationships—all these seem much easier now. Group conversation experience: Through group discussions with women, I have had the opportunity to understand how they think and what they want. Self-development: Every story, every dream, every struggle has changed me. I am learning something from them every day. Personal change: In this one month, I have not only become a facilitator, but also a person who wants to learn. Before, I was a little lonely, a student in my own world. Now I find the strength within people, I have learned to value their place of pride. SALT has taught me—every person is different, and every story is instructive. This one-month journey is a milestone in my life. I am grateful for the blessings and the SALT method, which has taught me to build new relationships not only with the community, but also with myself. I am now more optimistic, confident, and eager to learn. I am happy to share the story of this journey, because for me, this is not just work—it is a heart-warming experience in my life.
সময়টা খুব বেশিদিন নয়—মাত্র এক মাস। কিন্তু এই এক মাসের অভিজ্ঞতা আমার জীবনে এক নতুন দিক উন্মোচন করেছে। আমি আশীর্বাদ সংস্থার একজন SALT ফ্যাসিলেটর হিসেবে কাজ শুরু করি এক মাস আগে। এটা ছিল আমার জীবনের প্রথমবার কোনো সংগঠনের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ। সেই প্রথম থেকেই আমি বুঝতে পারি—এটা শুধু একটা চাকরি নয়, বরং শেখার, ভাবনার এবং নিজেকে নতুনভাবে গড়ে তোলার একটি যাত্রা। প্রতিদিনের শুরু হতো একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে—কিভাবে কমিউনিটির মানুষের সঙ্গে ভালোভাবে সম্পর্ক তৈরি করা যায়, যেন তারা খোলামেলা ভাবে তাদের জীবনের গল্প, গর্ব, এবং স্বপ্নগুলো আমার সঙ্গে ভাগ করে নিতে পারেন। আমি সবসময় চেষ্টা করেছি, যেন তারা আমাকে একজন বন্ধু মনে করে, একজন শ্রোতা—not just a facilitator. অভিজ্ঞতার পথে বাধা ছিল, শেখাও ছিল, এই পথটা সহজ ছিল না। SALT কনভারসেশন করতে গিয়ে কিছু চ্যালেঞ্জের সম্মুখীনও হতে হয়েছে। যেমন: সময় মেনে চলা। কমিউনিটিতে পৌঁছাতে হয় নির্দিষ্ট সময়ে, তাই সময় ব্যবস্থাপনা একটা বড় বিষয় হয়ে দাঁড়ায়। কারন সবসময় লোকেদের পাওয়া যায় না। পূর্ব প্রস্তুতি: অনেক সময় আগের দিনই জানিয়ে রাখতে হয় যে আমি আসব, যাতে তারা প্রস্তুত থাকে। গর্বের বিষয় বুঝতে সাহায্য করা: অনেকে বুঝতে পারেন না কীভাবে নিজের গর্বের বিষয় বলতে হয়—তাদের বোঝাতে হয়, সময় দিতে হয়। অপেক্ষা: অনেক সময় তারা ঘরের বা কাজের ব্যস্ততায় থাকেন, তখন অপেক্ষা করে সময়মতো কথা বলা লাগে। নারীদের নিয়ে কাজ: কমিউনিটির নারীদের সঙ্গে কাজ করা খুবই সংবেদনশীল। সেখানে ভীষণ সতর্কভাবে ও সম্মান দিয়ে বিষয়গুলো উপস্থাপন করতে হয়। প্রতিটি বাধা হয়ে উঠেছে শেখার ধাপ। এই সমস্যাগুলো আমার শেখার সুযোগ তৈরি করেছে। যেমন, সময়নিষ্ঠতা: সময়মতো পৌঁছানোর গুরুত্ব ও অভ্যাস আমার মধ্যে তৈরি হয়েছে। যোগাযোগ দক্ষতা: মানুষকে বোঝা, কথা বলার ধরন, সম্পর্ক তৈরি—এসব এখন অনেক সহজ লাগে। গ্রুপ কনভারসেশনের অভিজ্ঞতা: মহিলাদের নিয়ে গ্রুপ আলোচনার মাধ্যমে বোঝার সুযোগ পেয়েছি তারা কীভাবে ভাবেন, কী চান। নিজের উন্নয়ন: প্রতিটি গল্প, প্রতিটি স্বপ্ন, প্রতিটি সংগ্রাম আমাকে বদলে দিয়েছে। আমি প্রতিদিনই কিছু না কিছু শিখছি তাদের কাছ থেকে। ব্যক্তিগত পরিবর্তন: এই এক মাসে আমি শুধু একজন ফ্যাসিলেটর হইনি, বরং একজন শিখতে চাওয়া মানুষ হয়েছি। আগে আমি ছিলাম একটু একা, নিজের জগতে থাকা একজন শিক্ষার্থী। এখন আমি মানুষের ভেতরের শক্তিকে খুঁজে পাই, তাদের গর্বের জায়গাকে গুরুত্ব দিতে শিখেছি। SALT আমাকে শিখিয়েছে—প্রতিটি মানুষই আলাদা, এবং প্রতিটি গল্পই শিক্ষণীয়। এই এক মাসের যাত্রা আমার জীবনের এক মাইলফলক। আমি কৃতজ্ঞ আশীর্বাদ ও SALT পদ্ধতির প্রতি, যা আমাকে শুধু কমিউনিটির সঙ্গে নয়, নিজের সঙ্গেও নতুন সম্পর্ক তৈরি করতে শিখিয়েছে। আমি এখন আরও আশাবাদী, আত্মবিশ্বাসী এবং শেখার জন্য আগ্রহী। এই যাত্রার গল্পটা আমি আনন্দের সাথেই শেয়ার করলাম, কারণ এটা আমার কাছে শুধু কাজ নয়—এটা আমার জীবনের একটি হৃদয়ছোঁয়া অভিজ্ঞতা।
Comment
খুব সুন্দর
Very nice! Hope you will be a great SALT facilitator. All the very best.
Brilliant blog Monisha! Have you tried SALT with your family and friends?
খুব সুন্দর হয়েছে
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence