Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
পেঁচাকোলা কমিউনিটির একজন যুবক জোবায়ের হোসেন আগে মনে করত, পুরুষ মানেই অনেক দায়িত্ব। তার ধারণা ছিল, পুরুষরা শুধু বাইরের কাজ করবে, আর বাড়ির কাজ শুধু মেয়েদের জন্য। ছেলেদের এসব কাজে জড়ানোর দরকার নেই। কিন্তু পুরুষত্ব নিয়ে সল্ট আলোচনা করার পর তার চিন্তাভাবনায় পরিবর্তন আসে। সে বুঝতে পারে, পুরুষত্ব মানে শুধু শক্তি বা বাইরের কাজ নয়, বরং সমানভাবে দায়িত্ব ভাগ করে নেওয়া।
পরবর্তীতে আজ তার বাড়িতে গেলে দেখতে পাই, সে সত্যিই পরিবর্তিত হয়েছে। এখন সে পারিবারিক কাজে মাকে সাহায্য করে, বোনের কাজ ভাগাভাগি করে নেয়।
তার কাছে জানতে চাইলাম আগে কোনো এই কাজ করেনি?
উত্তরে তিনি বলে আগে কখনো এই পরিবর্তন আনেনি কারণ সমাজ এবং পারিবারিক সংস্কৃতি তাকে শিখিয়েছে যে, পুরুষের দায়িত্ব শুধু বাইরের কাজ করা, আর বাড়ির কাজ মেয়েদের জন্য। ছোটবেলা থেকে সে এভাবেই দেখে এসেছে, তাই কখনো প্রশ্নও তোলেনি।
কিন্তু যখন পুরুষত্ব নিয়ে সল্ট আলোচনা হলো, তখন সে প্রথমবারের মতো এই ধারণাকে ভিন্নভাবে ভাবতে শুরু করল। আলোচনার মাধ্যমে সে বুঝতে পারে, পুরুষত্ব মানে কেবল শক্তি বা কর্তৃত্ব নয়, বরং দায়িত্ব ভাগ করে নেওয়া।
সল্ট আলোচনা তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে, আর সেই উপলব্ধি থেকেই সে পরিবর্তন এনেছে। আগে কেউ তাকে এভাবে ভাবতে উদ্বুদ্ধ করেনি, কিন্তু সল্টের মাধ্যমে সে উপলব্ধি করেছে যে তারও পরিবারে সমানভাবে দায়িত্ব নেওয়া উচিত।
Masculinity does not mean power, but equal responsibility - Jubayer Hossain is a young man from the Pechakola community. Before, he used to think that men had to take on many responsibilities, but only outside the home. He believed that men should do jobs outside, while household chores were only for women. He never thought boys needed to help with housework.But one day, he joined a masculinity SALT discussion about what it really means to be a man. After that, his way of thinking changed. He realised that being a man is not just about being strong or doing outside work—it’s also about sharing responsibilities equally with family members.Later, when I visited his home, I saw that he had truly changed. Now, he helps his mother with household chores and shares work with his sister.I asked him, “Did you ever help at home before?”Jubayer smiled and said, “No, never.” He explained that his family and society had always taught him that men should only work outside, while women take care of the home. Since he had grown up seeing this, he never questioned it.But after the SALT discussion, for the first time, he started thinking differently. He understood that being a man is not about having power over others—it’s about working together and sharing responsibilities.The masculinity SALT discussion helped him see things in a new way. Before, no one had encouraged him to think like this. But through this discussion, he realised that he also has a role to play at home. Now, he believes that helping his family is not just a woman’s job—it’s everyone's job.
Comment
This is the beginning of change. Other children will also be inspired by him.
wonderful blog
খুব ভালো
খুবই চমৎকার
good job
Jubayer’s story is truly inspiring! It shows how powerful open discussions can be in challenging deep-rooted beliefs. True masculinity isn’t about power over others but responsibility, respect, and partnership. Change begins with awareness, and his journey proves that when allowed to reflect, people can break free from traditional gender roles and create a more equal and supportive society. Kudos to the SALT approach for sparking such meaningful change!
I highly appreciate your facilitation of SALT with masculinity. Very happy to see this. Lets discuss ways to sustain this. Thanks Bayazid!
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence