Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
পেঁচাকোলা কমিউনিটির ইয়ুথ দলের সদস্যরা পূর্বে নিজেদের উদ্যোগে বাজারের পরিচ্ছন্নতা রক্ষার জন্য ডাস্টবিন স্থাপন করেছিল। পরবর্তীতে তাদের এই উদ্যোগ দেখে দোকানদার সিরাজুল ভাইও অনুপ্রাণিত হন। তিনি ভাবলেন, যদি ইয়ুথরা নিজেরা উদ্যোগ নিয়ে কাজ করতে পারে, তবে তিনিও তার দোকানের সামনে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পারেন।
সেই ভাবনা থেকেই তিনি নিজের দোকানের একটি সাধারণ বালতি ব্যবহার করে ডাস্টবিন তৈরি করেন। কিছুদিন পর যখন দেখলেন এটি যথেষ্ট নয়, তখন আরেকটি বড় বালতি স্থাপন করেন, যাতে আরো ভালোভাবে ময়লা সংগ্রহ করা যায়।
আমরা যখন সিরাজ ভাইয়ের সঙ্গে আবার একটি সল্ট আলোচনা করছিলাম, তখন তাকে জিজ্ঞেস করলাম, আপনি আগে কেনো ডাস্টবিন স্থাপন করেননি? আর এখন কেন করলেন?
তিনি হেসে বললেন, আগে ভাবিনি যে এটি আমার দায়িত্ব। কিন্তু যখন দেখলাম ইয়ুথরা নিজেরা কিছু করছে, তখন বুঝলাম আমাকেও কিছু করা দরকার। আগে আমার দোকানের সামনে অপরিষ্কার থাকতো তখন ক্রেতারা ইতস্তবোধ করত। এখন ক্রেতারা আমার দোকানে আসলে হাসিমুখে আমার এই উদ্যোগের প্রশংসা করে ও ক্রেতাদের আকৃষ্ট করে।
সত্যিই, এটি একটি দারুণ পরিবর্তন। পেঁচাকোলা কমিউনিটির এই উদ্যোগ শুধু বাজারকেই পরিষ্কার করছে না, বরং মানুষকে সচেতন করে তুলছে। সিরাজুল ভাইয়ের মতো অনেকেই যদি নিজ থেকে উদ্যোগ নেয়, তবে আমাদের আশেপাশের পরিবেশ অনেক সুন্দর হয়ে উঠবে।
এটি আমাদের শেখায় যে ছোট একটি উদ্যোগও অন্যকে অনুপ্রাণিত করতে পারে, এবং একসাথে কাজ করলে বড় পরিবর্তন সম্ভব।
In Pechakola, a group of young people wanted to keep their market clean, so they placed dustbins in different areas. Their efforts inspired a shopkeeper, Sirajul Bhai, who decided to do the same. He started by using a bucket as a dustbin near his shop. Later, when he saw it wasn’t enough, he replaced it with a bigger bucket to collect more waste.
When we asked him why he hadn’t done this before, he smiled and said, “I never thought it was my responsibility. But when I saw the youth taking action, I realised I should do my part too. Now, my shop looks cleaner, and customers appreciate my effort.”
This small change made a big difference. The young people of Pechakola not only cleaned their market but also inspired others to take responsibility. If more people like Sirajul Bhai take action, our surroundings will become much cleaner and healthier.
This story reminds us that even a small step can lead to big changes—and when we work together, we can make a real differenc.
Comment
wonderful
This is a small but significant change.
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence