Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

Small Hands, Big Contributions: Roni and His Friends' Energetic Efforts || ছোট হাত, বড় অবদান: রনি ও তার সাথীদের উদ্যমী প্রচেষ্টা

Recently, during a community-led action with the Krishnachura team in the Pechankola community, children participated spontaneously in development work. The child in the photo is named Roni.

In this picture, you can see the children engaging in developmental and volunteer work that they are doing of their own volition. Roni is carrying a sack of ashes from his home, which will be used for repairing the road. This is a unique example of their collaboration and teamwork. According to the SALT principles of the SALT approach, every person possesses the power and capacity to contribute to the development of community. These children are proving that they can bring about positive change in society through their own strength and initiative.

This photo illustrates that children are actively participating in a developmental task, such as using ash for road repairs, which not only enhances their physical abilities but also aids in their social and mental development. For adults, this serves as a valuable lesson—if children can contribute to societal development through voluntary work, then adults should also take the initiative to work on a larger scale.

Through such activities, children learn how to demonstrate cooperation and responsibility towards each other. We should also learn these qualities from children and apply them in our own lives. Children are a treasure for community, and if they are nurtured properly, they can play a significant role in future societal development.

This work shows that if children are given opportunities and support, they can harness their abilities to bring about change in society, just like adults. Adults should be inspired by the examples set by these children and support them, creating an environment where children's creativity and initiative can flourish.

Through the SALT approach, adults can learn from children's developmental work, and children can take pride in their contributions. It reminds us that everyone has a role in societal change, and that change can come through the collaboration of both adults and children.


Bangla part

সম্প্রতি পেচাঁকোলা কমিউনিটিতে কৃষ্ণচূড়া দলের সাথে কমিউনিটি লিড এ্যাকশনের সময় শিশুদের কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহনে প্রতিচ্ছবি। ছবিটির শিশুর নাম রনি।
এই ছবিতে দেখতে পাচ্ছেন যে শিশুরা উন্নয়নমূলক এবং স্বেচ্ছাসেবামূলক কাজ করছে, যা তারা নিজেদের ইচ্ছায় করছে। রনি তার বাড়ির চুলার ছাইয়ের বস্তা করে নিয়ে আসছে, যা রাস্তা মেরামতের জন্য ব্যবহার করা হবে। এটি তাদের সহযোগিতা এবং দলগতভাবে কাজ করার এক অনন্য উদাহরণ। সল্ট পদ্ধতির SALT মূলনীতি অনুযায়ী, প্রত্যেক মানুষের মধ্যেই এমন শক্তি ও ক্ষমতা রয়েছে, যা সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে। এই শিশুরা তাদের নিজস্ব শক্তি ও উদ্যম দিয়ে এটি প্রমাণ করছে, যে তারা নিজেদের কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।
এই ছবি থেকে বোঝা যায়, শিশুরা স্বতঃস্ফূর্তভাবে একটি উন্নয়নমূলক কাজে অংশ নিচ্ছে, যেমন রাস্তা মেরামতে চুলার ছাই ব্যবহার করা, যা কেবল তাদের শারীরিক সক্ষমতাই বৃদ্ধি করছে না, বরং তাদের সামাজিক ও মানসিক বিকাশেও সাহায্য করছে। বড়দের জন্য এটি একটি মূল্যবান শিক্ষা—যদি শিশুরা তাদের স্বেচ্ছায় কাজের মাধ্যমে সমাজের উন্নয়নে অবদান রাখতে পারে, তবে বড়দেরও উচিত নিজেদের উদ্যোগে আরও বড় পরিসরে কাজ করা।

এ ধরনের কাজের মাধ্যমে শিশুরা শেখে কীভাবে একে অপরের প্রতি সহযোগিতা এবং দায়িত্ববোধ প্রদর্শন করতে হয়। আমাদেরও শিশুদের থেকে এই গুণাবলী শিখে নিজেদের জীবনে প্রয়োগ করা উচিত। শিশুরা সমাজের সম্পদ, এবং যদি তাদের যথাযথভাবে গড়ে তোলা যায়, তবে তারা ভবিষ্যতে সমাজের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে।

এই কাজটি দেখায় যে, শিশুরা যদি সুযোগ পায় এবং সমর্থন পায়, তবে তারা নিজেদের ক্ষমতাকে কাজে লাগিয়ে বড়দের মতই সমাজে পরিবর্তন আনতে পারে। বড়দের উচিত এই শিশুদের উদাহরণ থেকে অনুপ্রাণিত হয়ে তাদের সমর্থন করা এবং এমন পরিবেশ তৈরি করা যেখানে শিশুদের সৃজনশীলতা ও উদ্যম আরও বিকশিত হতে পারে।

সল্ট পদ্ধতির মাধ্যমে শিশুদের এই উন্নয়নমূলক কাজে বড়রা যেমন শিখতে পারে, তেমনি শিশুরাও নিজেদের কাজে গর্বিত হতে পারে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, সমাজের পরিবর্তনে সবারই ভূমিকা রয়েছে, এবং সেই পরিবর্তন বড়দের পাশাপাশি শিশুদের সহযোগিতার মাধ্যমেও আসতে পারে।

Views: 42

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Sadia Jafrin on November 27, 2024 at 12:27pm

Awesome! Thank you for sharing.

Comment by Shahrukh Atpade on November 26, 2024 at 7:54am

Children like Roni show how everyone, regardless of age, can contribute to community development.

Comment by Rituu B. Nanda on November 25, 2024 at 8:52pm

Children taking leadership! Am sure it will help them later in life. Thank you Bayazid for sharing.

© 2024   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service