Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

Naruzzaman Hossain || An Inspirational Elder in the Pechakola Community

Through a SALT conversation with Naruzzaman Hossain, a 75-year-old elder from the Pechakola community, we discovered a living source of inspiration. His life is a testament to resilience, passion, and commitment to community development.

Golden Days of Football

Naruzzaman's youth revolved around football. From his teenage years to his adulthood, the game was the center of his life. Renowned as a skilled football player, his talent is still celebrated in the community.

While he can no longer play on the field in his retired years, his heart continues to beat for the sport. He strives to attend any football event in his area, demonstrating unwavering love for the game.

A Visionary for Children

A significant part of Naruzzaman's life is dedicated to nurturing the next generation. He envisions a childhood filled with the joy of sports for every child, promoting both physical health and mental strength. We elders have a big role in involving children in sports, he says. From my position, I try to encourage them to grow and thrive through play.

Challenges Faced by Elders

Despite his contributions, Naruzzaman has faced societal neglect as he aged. He shares his disappointment: As elders, our words often carry little weight. Yet our life experiences can be incredibly valuable for the community.

He believes that if elders are given opportunities, they can achieve much. Their knowledge, education, and experiences are invaluable resources for the community. However, in the current social structure, many elders face disregard and isolation.

Belief in Unity and Strength

Amid these challenges, Naruzzaman remains steadfast in his belief in the power of unity. He asserts that collaboration between elders and the youth can bring significant change to society. If everyone in the community works together, we can amplify each other's strengths, he emphasizes.


Through SALT, we learned that every elder is a living archive and a wellspring of inspiration. Naruzzaman’s life teaches us the importance of respecting elders, valuing their experiences, and fostering a society where all generations children, youth, and elders work together as a cohesive force.

His message resonates: Respect the elders, utilize their wisdom, and build an inclusive community where everyone strengthens each other.


Bangla
পেঁচাকোলা কমিউনিটির নরুজ্জামান হেসেন: একজন জীবন্ত অনুপ্রেরণা.

পেঁচাকোলা কমিউনিটির নরুজ্জামান হেসেন একজন প্রবীণ ব্যক্তি তার সাথে সল্ট করার মাধ্যমে জানতে পারি, যিনি তার জীবনের ৭৫টি বছর পেরিয়েছেন, আজও কমিউনিটির একটি জীবন্ত অনুপ্রেরণা। তার জীবনের সোনালি দিনগুলো ছিল ফুটবল খেলায় ভরা। কৈশোর থেকে তারুণ্য পর্যন্ত খেলাধুলাই ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু। তিনি ছিলেন দক্ষ ফুটবল খেলোয়াড়, যার প্রতিভা কমিউনিটিতে আজও আলোচিত হয়।

অবসর জীবনে এসে তিনি হয়তো মাঠে নামতে পারেন না, কিন্তু তার হৃদয় এখনও সেই খেলাধুলার স্পন্দনে বাঁচে। কোথাও কোনো খেলার আয়োজন হলে তিনি সেখানে উপস্থিত হতে চেষ্টা করেন। খেলাধুলার প্রতি তার এই ভালোবাসা এবং শক্তি তাকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে।

শিশুদের জন্য স্বপ্নদ্রষ্টা
নরুজ্জামান হেসেনের জীবনের আরেকটি বড় অংশজুড়ে রয়েছে কমিউনিটির শিশুদের জন্য তার স্বপ্ন। তিনি চান, শিশুদের শৈশব কাটুক খেলাধুলার আনন্দে, যাতে তারা শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে দৃঢ় হতে পারে। তিনি বলেন, শিশুদের খেলাধুলায় সম্পৃক্ত করার জন্য আমরা যারা প্রবীণ, তাদের ভূমিকা অনেক। আমি আমার অবস্থান থেকে চেষ্টা করি, যেন কমিউনিটির শিশুরা খেলাধুলার মাধ্যমে নিজেদের বিকশিত করতে পারে।

প্রবীণের প্রতি সমাজের আচরণ, নরুজ্জামান হেসেনের জীবনে এমন অনেক দুঃখও আছে, যা সমাজের প্রতি প্রশ্ন তোলে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পরিবার ও কমিউনিটিতে তাকে প্রায়শই অবহেলার শিকার হতে হয়। তিনি আক্ষেপ করে বলেন, "প্রবীণ হওয়ার কারণে আমাদের কথাকে গুরুত্ব দেওয়া হয় না। অথচ আমাদের জীবনের অভিজ্ঞতা কমিউনিটির জন্য অনেক মূল্যবান হতে পারে।"

তার মতে, সমাজের প্রবীণরা সুযোগ পেলে অনেক কিছু করতে পারেন। তাদের অভিজ্ঞতা, শিক্ষা, এবং জ্ঞান কমিউনিটির জন্য অমূল্য সম্পদ। কিন্তু, সমাজের বর্তমান কাঠামোতে প্রবীণরা অবজ্ঞার পাত্র হয়ে আছেন।

সমাজের শক্তি ও ঐক্যের বার্তা,
হতাশার মাঝে নরুজ্জামান হেসেন সমাজের শক্তি ও ঐক্যের ওপর দৃঢ় বিশ্বাস রাখেন। তিনি মনে করেন, প্রবীণ এবং তরুণরা একসঙ্গে কাজ করলে সমাজে বড় পরিবর্তন আসতে পারে। যদি সমাজের সবাই একত্রে কাজ করে, তাহলে একে অপরের শক্তি বাড়াতে পারব।

সল্টের মাধ্যমে আমরা নরুজ্জামান হেসেনের গল্প শুনতে পেরেছি এবং তার জীবন থেকে শিখতে পেরেছি যে, প্রতিটি প্রবীণ ব্যক্তি কমিউনিটির জন্য একটি জীবন্ত ইতিহাস এবং অনুপ্রেরণার উৎস। তার জীবনের বার্তা হলো: প্রবীণদের সম্মান করুন, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগান এবং একটি সমন্বিত সমাজ গড়ে তুলুন যেখানে শিশু, তরুণ এবং প্রবীণ সবাই একে অপরের শক্তি হয়ে উঠবে।

তার বার্তা, প্রবীণদের সম্মান করুন, তাদের অভিজ্ঞতাকে কাজে লাগান এবং একটি সমন্বিত সমাজ গড়ে তুলুন।

Views: 21

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

© 2024   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service