Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

একসাথে শেখা, একসাথে বদলে যাওয়া: সল্ট যাত্রায় কমিউনিটির বদলে যাওয়ার গল্প

গ্রামের ছোট্ট পুকুরপাড়ে মহিলাদের সাথে কাজ করতে গেলেই এক ধরনের শান্তি মনে দোলা দেয়। পাখির ডাক, আলতো রোদ আর পরিশ্রমী নারীদের হাসিমুখ—সব মিলিয়ে সেই পরিবেশ যেন নিজের মতো করে গল্প বলে। এবারও তার ব্যতিক্রম ছিল না। তবে গল্পটা ছিল বদলে যাওয়া একটি কমিউনিটির, আর বদলে যাওয়া মানসিকতার।

এই কমিউনিটির সাথে আমি আগেও সল্ট করেছিলাম। তখন নারীরা খুব খোলাখুলিভাবে বলেছিল—
মজুরি বৈষম্য তাদের দৈনন্দিন বাস্তবতার অংশ। একই কাজ করেও পুরুষদের তুলনায় কম পারিশ্রমিক পাওয়া তাদের কাছে যেন স্বাভাবিক হয়ে গিয়েছিল। আর সেখান থেকেই আমাদের আলোচনা শুরু হয়েছিল—সমতা, সম্মান আর ন্যায্যতা নিয়ে।

সময়ের মধ্যে সবচেয়ে বড় যে পরিবর্তনটা দেখলাম, সেটা হলো—
সল্ট শুধু নারীদের ভাবায়নি, পুরুষদেরও ভাবিয়েছে।
এবার যখন গ্রুপ সল্ট করতে গেলাম, কমিউনিটির পুরুষরা নিজেরাই বললেন—নারী-পুরুষ সমান অধিকার রাখে। কাজের ক্ষেত্রে একজন নারী কেবল শ্রমশক্তি নয়, একজন সক্রিয় অবদানকারী—এটা তারা বুঝতে পেরেছেন।

আর সেই পরিবর্তনের বাস্তব প্রমাণ সামনে—
এখন নারীরা কাঁকড়ার খাদ্য প্রস্তুত করার কাজ করছে, পুরুষদের সঙ্গে সমানভাবে। সবচেয়ে আনন্দের বিষয় হলো—
এবার তারা পুরুষদের মতোই সমান মজুরি পাচ্ছে।

এই পরিবর্তন একদিনে হয়নি।
এটা হয়েছে আলোচনা, অংশগ্রহণ, নিজের গল্প শেয়ার করা, এবং একে অপরকে শোনা—এই চারটি শক্তির উপর দাঁড়িয়ে। সল্ট কমিউনিটিকে একই জায়গায় এনে দাঁড় করিয়েছে, যেখানে সবাই নিজেদের দায়িত্ব, অধিকার আর সম্ভাবনাকে নতুনভাবে দেখতে পারছে।

একসময় যে নারীরা নীরবে বৈষম্য মেনে নিতো, আজ তারাই নিজেদের অধিকার নিয়ে কথা বলছে।
একসময় যেসব পুরুষ ভাবতেন—নারীর কাজ আলাদা—আজ তারাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

যেখানে কয়েকজন নারী মাটিতে বসে কাঁকড়ার খাবার বানাচ্ছেন আর আমি পরিবর্তনের গল্প শুনছি তাঁদের কাজ দেখছি—এটা কেবল শ্রমের দৃশ্য নয়। এটা এক সম্প্রদায়ের সম্মিলিত শেখার, বেড়ে ওঠার এবং বদলে যাওয়ার যাত্রার প্রতিচ্ছবি।

সল্ট তাঁদের শুধু কথায় নয়—চিন্তায়, আচরণে এবং জীবনযাত্রায় পরিবর্তন এনে দিয়েছে।

কমিউনিটি যখন একসাথে শেখে, তখন তারা একসাথেই এগিয়ে যায়। আর এই কমিউনিটির পথচলা আমাকে আবারও মনে করিয়ে দিল—
পরিবর্তন সবসময় বাইরে থেকে আসে না; অনেক সময় সেটা মানুষের ভেতরেই জন্ম নেয়।

Learning Together, Changing Together:
The Story of a Community Transformed Through the SALT Journey

There’s a certain peace that washes over me whenever I go to work with the women by the little village pond. The call of birds, the soft sunlight, and the warm smiles of hardworking women blend together into an atmosphere that seems to tell its own story. This time was no different—only the story was about a community that had changed, and about mindsets that had evolved.

I had done SALT with this community before. Back then, the women spoke openly about wage discrimination—how receiving less pay than men for the same work had become an almost accepted part of their daily reality. That’s where our conversation began—about equality, dignity, and fairness.

The biggest change I witnessed this time was this—
SALT didn’t just make the women think; it made the men think too.

When I went for a group SALT session this time, the men themselves said that women and men deserve equal rights. They shared that a woman is not merely a laborer—she is an active contributor in any work, and they now truly understand that.

And the proof of that change was right in front of me—
Women are now preparing crab feed alongside the men. And the most heartening part? They are receiving equal wages.

This shift didn’t happen overnight.
It happened through four powerful forces—discussion, participation, sharing personal stories, and deeply listening to one another. SALT brought the community to a shared space, where everyone could see their own responsibilities, rights, and potential with a new perspective.

Women who once silently accepted discrimination are now speaking boldly about their rights.
Men who once believed “a woman’s work is different” are now working comfortably side by side with them.

Watching a few women sit on the ground making crab feed while I listened to their stories of change—it wasn’t just a scene of labor. It was a reflection of a community learning together, growing together, and transforming together.

SALT didn’t just change their words—it changed their thinking, their behavior, and their way of living.

When a community learns together, it moves forward together. And this community’s journey reminded me once again—
Change doesn’t always come from the outside; sometimes it is born within people themselves.

Views: 15

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Shahrukh Atpade on Saturday

A powerful story of collective transformation, where SALT helps men and women rethink equality and move forward. It is a great example of what women can do.

Comment by Md.Rakibul Islam on November 16, 2025 at 8:27am
Great reflection, reflection that can lead to a successful salt session.

© 2025   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service