Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
"সমন্বিত পুষ্টি বাগান"
যমুনা রানীর উঠান বৈঠকে পুষ্টি বাগান নিয়ে সল্ট কনভারসেশন হওয়ার পর রুহিত দাসও সিদ্ধান্ত নেন বাড়ির আঙিনা ও পুকুরপাড়ে সবজি চাষ করবেন। তিনি পুকুরের পাড়ে মাচা তৈরি করে উচ্ছে, শশা, লাউ, ধুন্দল/ঝিঙে চাষ শুরু করেন।
কিন্তু হঠাৎ ঝড়ে তার মাচা ভেঙে যায়। গাছগুলো এলোমেলো হয়ে পানিতে ভেসে যেতে থাকে। হতাশ না হয়ে রুহিত দাস আবার নতুন করে মাচা/জাংলা তৈরি করেন। গাছগুলো যখন আরও বিস্তৃত হতে শুরু করে, তখন তিনি মাচার পরিসর বাড়ানোর জন্য নতুন এক কৌশল নেন—পুকুরের অর্ধেক জাল দিয়ে ঢেকে দেন।
ফলে গাছগুলো ঐ জালের ওপর স্বাধীনভাবে ছড়িয়ে পড়ে এবং প্রচুর ফলন হয়। একসাথে নিচে মাছ আর উপরে সবজি—এই সমন্বিত চাষ পদ্ধতি থেকে রুহিত দাস দারুণভাবে উপকৃত হন।
এই উদাহরণ দেখে জলাবদ্ধ জমির কারণে যারা আগে পুষ্টি বাগান করতে পারছিলেন না, তাদের সঙ্গে সল্ট কনভারসেশনের সময় আমি রুহিত দাসের বাগানের কথা বলি। তারা আগে দেখেনি, তাই নিজেদের সুবিধামতো গিয়ে দেখে আসে।
বাগানটি দেখে তারা অনুপ্রাণিত হয় এবং তারাও সমন্বিত পুষ্টি বাগান তৈরির সিদ্ধান্ত নেয়।
যেন পানি আর মাটির মাঝের একটা সেতু—ইচ্ছা থাকলে পথ বেরিয়েই যায়, তাই না?
After the courtyard meeting at Jamuna Rani’s house, where we had a SALT conversation on nutrition gardens, Ruhit Das also decided to grow vegetables in his yard and along the edge of his pond. He built a trellis on the pond bank and started cultivating bitter gourd, cucumber, bottle gourd, and ridge gourd.
But suddenly a storm came and his trellis collapsed. The plants became tangled and began floating away in the water. Instead of giving up, Ruhit built the trellis again. As the plants started spreading even more, he tried a new idea—he covered half of the pond with netting to extend the trellis.
The vines spread freely over the net and produced an abundant harvest. Fish below, vegetables above—this integrated farming brought him wonderful results.
When I shared this story during SALT conversations with families who previously couldn’t start nutrition gardens due to waterlogged land, they became curious and visited Ruhit’s garden themselves.
Seeing it firsthand inspired them, and they too decided to create integrated nutrition gardens.
Like a bridge between water and soil — when the will is there, the path always finds a way, doesn’t it?
Comment
Integrated Nutrition Garden!! Very effective for waterlogged area. Thank you bhai for sharing. I can see community people are learning from community people.
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence