Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

With the Blessing of Goddess Kali, DHARA Learning Center Begins Its Journey.

কালী মায়ের আশীর্বাদে উদ্বোধন হলো ধারা লার্নিং সেন্টার।

২৪.০৭.২০২৪ থেকে ২৪ সালের ৩০ জুলাই—তারিখ পর্যন্ত ধারার প্রতিটি সদস্য একসাথে এক স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন ছিল ধারাকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার। সবার আলাদা আলাদা ভাবনা মিলে তৈরি হয়েছিল এক বিশাল “স্বপ্নগুচ্ছ”, যার কেন্দ্রবিন্দু ছিল—ধারা লার্নিং সেন্টার।

কিন্তু স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জায়গা নির্ধারণ। কারণ, প্রতিটি জায়গার নিজস্ব সীমাবদ্ধতা আর চাহিদা থাকে। অনেক ভাবনা-চিন্তার পর অবশেষে সিদ্ধান্ত হয়—যশোরের প্রাণকেন্দ্রে, এশিয়া মহাদেশের অন্যতম প্রসিদ্ধ সিনেমা হল মনিহার-এর পাশে গড়ে উঠবে ধারা লার্নিং সেন্টার।

সৃষ্টিকর্তার কৃপায় নির্মাণকাজ সম্পন্ন হলেও উদ্বোধন নিয়ে দেখা দিলো সংশয়। সবাই চেয়েছিল Rituu, নাওয়াজ ভাই ও কোহর্ট দলের সকলকে নিয়ে উদ্বোধন করতে। কিন্তু তা সম্ভব হলো না। ঠিক সেই সময়েই এল কালীপূজার দিনগুলো। তখন ধারার সদস্যরা একমত হলো—কালী মায়ের আশীর্বাদেই উদ্বোধন হবে ধারার নতুন পথচলা।

সময়ের অভাব থাকলেও প্রস্তুতিতে ছিল না কোনো ঘাটতি। সবাই নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটা দিয়েছে। বিশেষ করে লিপিকা দাস গুপ্তা, শারমিন ও প্রান্ত—তারা কয়েক রাত জেগে আল্পনা আর সাজসজ্জার কাজে মগ্ন থেকেছে।

মায়ের পদার্পণের সঙ্গে সঙ্গে ধারা লার্নিং সেন্টার যেন নতুন প্রাণ পেল। এটি আর কেবল ধারার মধ্যে সীমাবদ্ধ রইল না, হয়ে উঠল যশোরের অন্যতম শ্যামা পূজার কেন্দ্র। তিন দিনব্যাপী পূজা, আরতি, প্রসাদ বিতরণ আর ভক্তদের ঢল—সব মিলিয়ে উৎসবের রঙে রাঙিয়ে তুলল সবাইকে। আশ্চর্যজনকভাবে, এত ব্যস্ততা আর পরিশ্রমের মধ্যেও কারো মুখে ক্লান্তির ছাপ ছিল না।

তখন শুধু ধারার স্টাফরাই নয়, সিটি কলেজপাড়ার বহু মানুষও যুক্ত হয় আয়োজনে। পথচারীরাও থেমে যেত কালী মায়ের সামনে, যেন অদৃশ্য কোনো টানে সবাই মায়ের আশীর্বাদ নিতে ছুটে আসছে।

এই ভক্তদের ভিড়ের মধ্যে একজনের কথা আলাদা করে মনে রাখার মতো। তিনি মায়ের আগমনের আগে থেকেই একটাই চিন্তা করতেন—মায়ের সেবায় যেন কোনো ত্রুটি না থাকে। নিয়মিত অঞ্জলি, আরতি, ধুনুচি নাচ—সবকিছুতেই নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন তিনি। যেন নিজের সত্তাকেই মায়ের পায়ে সমর্পণ করেছেন।

এভাবেই কালী মায়ের আশীর্বাদে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো ধারা লার্নিং সেন্টার।
একসময় যে জায়গায় ছিল কেবল স্বপ্ন, আজ সেটি ধারার গর্ব—ভক্তি, একতা আর ভালোবাসায় গড়া এক নতুন অধ্যায়।

With the Blessings of Goddess Kali, DHARA Learning Center Begins Its Journey.

From July 24 to July 30, 2024, every member of DHARA shared a collective dream — a dream to take the organization one step forward. Each person’s vision came together to form a larger “cluster of dreams,” at the heart of which was the DHARA Learning Center.

However, turning that dream into reality came with its own challenges — the biggest being finding the right place. Every location had its limitations and demands. After much thought and discussion, the final decision was made: the DHARA Learning Center would be established beside Monihar, one of the most iconic cinema halls in Asia, located in the heart of Jashore.

By the grace of the Creator, the construction was completed successfully. Yet, a question remained — who would inaugurate it? Everyone wished for Rituu, Nawaz bhai, and all members of the Cohort to join in the opening ceremony. But due to unavoidable reasons, that couldn’t happen.

Around the same time came the festival of Kali Puja. The members of DHARA unanimously decided that the new beginning of DHARA Learning Center would be celebrated with the blessings of Goddess Kali.

Despite the short preparation time, there was no shortage of effort or enthusiasm. Every member contributed wholeheartedly. Lipika Das Gupta, Sharmin, and Pranto worked tirelessly for nights, creating beautiful alpona (floor art) and decorating the space with devotion and care.

With the arrival of Goddess Kali, the DHARA Learning Center seemed to come alive. It was no longer just a part of DHARA — it became one of Jashore’s most celebrated Shyama Puja venues. Over three days, the center filled with worship, devotion, and joy — aroti, prasada distribution, and a sea of devotees. Despite the heavy workload, no one seemed tired; everyone was glowing with energy and faith.

Soon, the celebration spread beyond Dhara’s members. Many residents of City College Para joined the arrangements. Even passersby would stop on their way, captivated by the divine presence of the Goddess — as if an invisible pull was guiding them toward her blessings.

Among the many devotees, one stood out. From the very beginning, their only concern was to ensure that no aspect of the Goddess’s service was left incomplete. Through daily offerings, aroti, and the traditional dhunuchi dance, they gave their all — as though they had offered themselves entirely to the feet of Goddess Kali.

And so, with her blessings, the DHARA Learning Center was inaugurated in a grand and heartfelt celebration.
What once began as a dream has now become DHARA’s pride — a living symbol of devotion, unity, and love.

Views: 42

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Sharmin Eva on Tuesday

Your writing isn’t just about the inauguration — it reflects the very soul of DHARA.
Every word carries the essence of hard work, unity, and love.
Feeling truly proud to see our journey beautifully captured in your words.
Thank you, Rakib bhai, for portraying our story with such warmth and sincerity.

© 2025   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service