Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

Why SALT is important in Masculinity; Sharing my personal experience  - Masculinity তে SALT কেন গুরুত্বপূর্ণ : নিজের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা

SALT is a approach that can change anyone. I used to focus on teaching others, but now I learn from them. Before, when I noticed a problem, I would give people advice. But now? I first listen to them; what issues they want to work on and how we can solve them together.

I used to make many decisions on my own. Now, I take advice from all family members before deciding. If my younger brother made a mistake, I would get angry at him. Now, I praise his work and talk with him about how to improve. Through SALT, I have learned the beautiful skill of appreciation.

One of the biggest changes in me came from regularly attending Masculinity SALT training sessions. My wife and I both work full-time outside the home. Before, after returning from her office, my wife used to do all the cooking and household chores. I didn’t help much because I thought housework was only for women.

Now, I not only take care of my own things but also help with house chores. Before making decisions, I seek the opinions of all the women in my family (wife, mother, sister). I ensure their safety and create opportunities for them to go outside. If my wife is busy cooking, I wash her clothes or tidy the house.

I believe that helping women in household work reduces their physical and mental stress. Similarly, if women contribute to outside work, it can also reduce men’s workload.

A few days ago, I went to the market with my four-year-old son Abrar. He saw a doll and wanted it. I bought it for him, and he was very happy. Before Masculinity training, I thought dolls were only for girls, but not anymore. Earlier, I would never buy pink-colored clothes for my son because I thought pink was only for girls. Now, I buy him clothes in the color he likes; whether pink or with flower designs.

Since the Masculinity training, my relationship with my female colleagues at the office has improved. I respect them more than before and give them priority. If they are absent from a meeting, I call to remind them. Recently, during the Global Fund for Children’s ARC South Asia Convening in Dhaka 2025, I helped my colleague Jhumur Didi with a presentation. Even though I was very sleepy, I stayed and supported her until the end.

My wife praises these changes in me. I also share what I’ve learned with my younger brother and try to inspire him.

All of this has been possible because of Masculinity training and the SALT approach. That’s why I believe SALT is very important in Masculinity.

Masculinity তে SALT কেন গুরুত্বপূর্ণ : নিজের কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা


SALT এমন একটা পদ্ধতি যা যেকোনো মানুষকে পরিবর্তন করতে পারে। আমি আগে মানুষকে শেখাতাম, এখন তাঁদের কাছ থেকে আমি শিখি। আগে আমি বিভিন্ন সমস্যা লক্ষ্য করলে, মানুষকে উপদেশ দিতাম। আর এখন? তাঁদের কাছ থেকেই শুনি কোন সমস্যা নিয়ে কাজ করা যায় এবং কিভাবে সমাধান করা যায় একসাথে মিলে।

আগে একাই চিন্তা করে অনেক সিদ্ধান্ত গ্রহণ করতাম এখন পরিবারের সকলের সদস্যের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করি। আমার ছোট ভাই কোনো ভুল করলে তার ওপর খুব রাগ দেখাতাম। এখন তাঁর কাজের প্রশংসা করি এবং কিভাবে আরো ভালো করা যায় বসে গল্প করি। SALT এর মাধ্যমে প্রশংসা করতে পারার একটি সুন্দর গুন আমি নিজের মধ্যে লক্ষ্য করেছি। সাম্প্রতিক, সবচেয়ে বড় একটি পরিবর্তন এসেছে Masculinity SALT ট্রেইনিং সেশনে ধারাবাহিক অংশগ্রহণের মাধ্যমে।

আমি এবং আমার স্ত্রী দুইজনই ফুল টাইম বাইরে কাজ করি। আমার স্ত্রী অফিস থেকে বাসায় ফিরে রান্নাবান্নাসহ ঘরের যাবতীয় কাজ করতো৷ আমি আগে আমার স্ত্রীকে তাঁর ঘরের কাজে তেমন সাহায্য করতাম না। ঘরের কাজকে মেয়েদের কাজ হিসেবে গন্য করতাম। কিন্তু এখন আমি নিজের কাজ নিজে করার পাশাপাশি ঘরের বিভিন্ন কাজ করি এবং বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সকল মেয়েদের( স্ত্রী, মা,বোন) মতামত গ্রহণ করি। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করে তাঁদের বাহিরে যাওয়ার সুযোগ করে দেই। আমার স্ত্রী রান্নার কাজে ব্যস্ত থাকলে আমি তার কাপড়গুলো ধুয়ে দেই এবং ঘর অগোছালো হয়ে থাকলে গুছিয়ে রাখি।

আমি মনে করি, মেয়েরা যারা গৃহবধূর দায়িত্ব পালন করে তাঁদের কাজে সাহায্য করলে তাঁদের ওপর কিছুটা হলেও শারীরিক ও মানসিক চাপ কমে যায়। তেমনি, মেয়েরাও যদি পুরুষদের পাশাপাশি বাইরের কাজে অবদান রাখার চেষ্টা করে তাহলে পুরুষদের উপরও কিছুটা কাজের চাপ কমবে৷

কিছুদিন আগে আমার চার বছরের ছেলে আবরারকে নিয়ে বাজারে গিয়েছিলাম। হঠাৎ, তাঁর নজর একটা পুতুলের দিকে পরে। তারপর, আমি তাকে সেই পুতুলটা কিনে দেই এবং আবরার খুব খুশি হয়। কিন্তু Masculinity ট্রেইনিং এর আগে পুতুল মেয়েদের খেলনা মনে করতাম যা এখন করি না। আগে আমি আমার ছেলের জন্য জামা কিনার সময় গোলাপি রঙের কিছু কিনতাম না। কারণ, আমি গোলাপি রঙ মেয়েদের রঙ মনে করতাম। এখন, আমি আমার ছেলের পছন্দের রঙের জামা কিনি ; তা গোলাপি রঙের হোক আর ফুলের ছাপা হোক।

Masculinity ট্রেইনিং এর পর থেকে আমার অফিসের নারী সহকর্মীদের সাথে সম্পর্ক আরো ভালো হয়েছে। অফিসের সকল নারী সহকর্মীদের আগের তুলনায় বেশি শ্রদ্ধা করি। তাঁদের অগ্রাধিকার দেই। অফিসের যেকোনো মিটিংয়ে তারা উপস্থিত না থাকলে ফোন কল দিয়ে মনে করিয়ে দেই৷

কিছুদিন আগে Global Fund for Children এর আয়োজিত ARC South Asia Convening, Dhaka 2025 এ একটি প্রেজেন্টশনের কাজে আমার অফিস সহকর্মী ঝুমুর দিদিকে সাহায্য করি। চোখে প্রচন্ড ঘুম থাকার পরেও আমি ঝুমুর দিদিকে শেষ পর্যন্ত সাহায্য করি।

নিজের এই পরিবর্তন এর জন্য আমার স্ত্রী আমার খুব প্রশংসা করে। আমার শিক্ষনীয় বিষয়গুলো আমার ছোট ভাইকেও বলি এবং তাঁকে অনুপ্রাণিত করার চেষ্টা করি।

 এই সবকিছু সম্ভব হয়েছে Masculinity এবং SALT এর মাধ্যমে।  তাই আমি মনে করি Masculinity তে SALT খুবই গুরুত্বপূর্ণ। 

Views: 54

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Parvez Hassan 4 hours ago

Thanks Nishat apu

Comment by Parvez Hassan 4 hours ago

Thanks Brinty

Comment by Parvez Hassan 4 hours ago

Thanks Shahrukh for your inspiring comment 

Comment by Shahrukh Atpade 4 hours ago

Parvez, I am very happy to see that you started the change from yourself and your family. Currently, I am also undergoing training on masculinity. I am also gradually changing my nature and at home through my conversations and actions. I love cooking and my mother always encourages me to do this. She loves to tell others about this with dignity. Even if she has to go out of the house for a few days, she goes with confidence because she knows that I will do all the work from cooking to cleaning the house.

Comment by Brinty Saha yesterday

Glad to hear your reflections! It's proven that we can't deny the power of SALT in masculinity.

Comment by Nishat Tasnim Liza yesterday
Your post reminded me that real change begins within ourselves—through listening, appreciating, and solving problems together. The way you practice equality truly reflects positive masculinity. As a Gender Studies student, I also try to apply these values and inspire others. SALT helps me see how small actions can bring powerful changes.

© 2025   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service