Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

উদাসীনতা থেকে দায়িত্ববোধ অধিকারী। From indifference to responsibility.

<span;>উদাসীনতা থেকে দায়িত্ববোধ অধিকারী।

আমি একদিন কমিউনিটিতে SALT করছি এমন সময় পাশের বাড়ি থেকে শুনতে পেলাম একজন মহিলা জোরে জোরে ডাকছে, গৌতম, ওগৌতম।
ঠিক তখনই দেখি একটা ছেলে রাস্তা দিয়ে দৌড়াচ্ছে আর বলছে আমার  সময় নেই, আমি একজায়গায় যাচ্ছি, প্রিয়াংকাকে 'ক'। পরবর্তী দিন আমি কমিউনিটিতে যাওয়া মাত্র গৌতম এর সাথে দেখা। আমি তাকে বললাম, তোমার কি কিছুক্ষণ সময় হবে?  আমার কিছু প্রশ্ন ছিলো। তখন সে বললো, হা আপনি বসেন। আমি তাকে বললাম তুমি কাকে অনুসরণ করো? সে বললো আমার বাবাকে।  তখন বললাম তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা অসুস্থ হলে কে রান্না/বাড়ির কাজ করতো? কিছু বললো না। তখন বললাম তুমি সংসারে কি কি কাজ করো? বললো বাড়ির কাজ তো মা আর প্রিয়াঙ্কা করে, আমি তো ছেলে মানুষ এজন্য আমি করি না। তখন আমি জানতে চাইলাম ছেলেদের কি কাজ, আর মেয়েদের কি কাজ?  তখন বললো মেয়েরা বাড়ির কাজ করবে আর ছেলেরা বাইরের কাজ করবে। আমি বললাম এটা কে নির্ধারণ করছে? বললো তাই তো করে সবাই।  তখন বললাম তোমার বোন লেখা পড়া করছে, তার চাকরি হলে করবে না? বললো করবে। তখন বললাম তোমার বোন যখন চাকরিতে যাবে,  তখন যদি তোমার মা অসুস্থ হয় তাহলে বাড়ির কাজ কে করবে? কিছু বললো না। তারপর বললাম মনে করো, তোমার বাবা কাজে গেছে, তখন তুমি হঠাৎ অসুস্থ হলে তোমাকে ডাক্তার এর কাছে নিয়ে যাওয়া অথবা ঔষধ নিয়ে আসার  দায়িত্ব কার? কে নিয়ে আসে?  এভাবে তার সাথে দুই দিন কথা বললাম, পুরুষত্ব SALT করলাম। তারপর একদিন গৌতম এর বাড়ির সামনে দিয়ে অন্য বাড়ি যাচ্ছি, তখন দেখি গৌতম উঠান ঝাড়ু দিচ্ছে। আমি তার প্রশংসা করলাম এবং ছবি উঠানোর অনুমতি চাইলাম, তার লজ্জা লাগছে বললো।ছবি তুলতে অনিচ্ছুক। ওখান থেকে SALT করে ফেরার পথে দেখি গৌতম আর প্রিয়াঙ্কা দুজনে মিলে রান্না করছে। জিজ্ঞেস করলাম তোমার মা কি অসুস্থ?  বললো না, আসলে মা আমাদের জন্য অনেক কষ্ট করে। তার মায়ের কষ্ট কমানোর জন্য আমরা রান্না করছি। তখন আমি বললাম কবে থেকে মায়ের কাজে হেল্প করো? সে বললো, আপনি আমার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার পর আমি অনেক ভেবেছি।  তারপর আমার মনে হলো,  ছেলে মেয়েদের আলাদা কাজ নেই। সব কাজ সবার।আর মা অনেক কষ্ট করে, আমাদের উচিৎ মায়ের কাজে হেল্প করা। তখন বললাম আমি কি তোমাদের একটা ছবি নিতে পারি? আমার কাজে লাগবে।  তখন সে লজ্জিত ভাবে বললো আচ্ছা নেন।
তাদের পরিবর্তন দেখে তার মা খুবই খুশি। তার মা আমাকে বললো, আপনি কি এমন বোঝালেন যে এমন পরিবর্তন হয়ে গেলো?  আমি বললাম, তাকে তো আমি কিছু বোঝায় নি। আমি শুধু SALT এর কিছু প্রশ্ন করছিলাম। সেগুলো নিয়ে চিন্তা করে তার চিন্তাধারার কিছু পরিবর্তন হয়েছে।  এখন গৌতম এর উপর তার বাবা-মা অনেক সন্তুষ্ট। 
গৌতম যে বিষয় গুলো গভীর ভাবে ভাবছে তার জন্য আমার ভিষণ ভালো লাগছে।


<span;>From indifference to responsibility.

One day, while I was doing SALT in the community, I heard a woman calling loudly from the house next door, Gautam, O Gautam.
Just then, I saw a boy running down the street and saying, I don't have time, I'm going somewhere, Priyanka is 'A'. The next day, as soon as I went to the community, I met Gautam. I asked him, do you have some time? I had some questions. Then he said, yes, you sit down. I asked him who do you follow? He said my father. Then I asked him, when you were young, who would cook/do the housework when your mother was sick? He didn't say anything. Then I asked him what kind of work do you do in the family? He said that mother and Priyanka do the housework, I am a boy, so I don't do it. Then I asked what is the work of boys and what is the work of girls? Then he said that girls will do the housework and boys will do the outside work. I said, who is deciding this? He said that's what everyone does. Then I said your sister is studying, won't you do it if she has a job? He said yes. Then I said when your sister goes to work, who will do the housework if your mother gets sick? He didn't say anything. Then I said imagine, your father has gone to work, then if you suddenly get sick, whose responsibility is it to take you to the doctor or bring you medicine? Who brings you? I talked to him like this for two days, I SALTed my masculinity. Then one day I was going to another house in front of Gautam's house, when I saw Gautam sweeping the yard. I praised him and asked permission to take a picture, he said he felt shy. He was reluctant to take a picture. On the way back from there after SALTing, I saw Gautam and Priyanka cooking together. I asked if your mother is sick? He said no, actually mother works a lot for us. We cook to reduce her mother's pain. Then I said since when do you help your mother with her work? He said, after you asked me some questions, I thought a lot. Then I thought, there is no separate work for boys and girls. All the work is for everyone. And mother works a lot, we should help her with her work. Then I said can I take a picture of you? It will be useful for me. Then he said shyly, okay, take it.
His mother was very happy to see their change. His mother asked me, did you mean that such a change had happened? I said, I didn't mean anything to her. I was just asking some questions about SALT. Thinking about them, some changes in his thinking have occurred. Now Gautam's parents are very happy with him.

I feel very happy for the things Gautam is thinking deeply about.

                                 

Views: 17

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Rituu B. Nanda 2 hours ago

Wonderful Rakib! Hope you can soon form a boys group.

Comment by Md.Rakibul Islam yesterday

Thanks Dada

Comment by Prokash Biswas yesterday

 nice blog

© 2025   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service