Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
The role of women in the abolition of casteism is undeniable. Even in 2025, we have to discuss the abolition of casteism and casteism. This is truly sad. The world has moved forward. Modernity has touched the human body and mind. However, people's perspectives have not changed. People grow up in the family from childhood. Education in a person's life begins from the family. It is said that the family is their first school. The first teacher in that school is the mother. Children learn everything from the mother. A mother is a woman. So one can imagine how important the role of women is. Discrimination also starts from the family. Later it spreads to the society and the state. However, if it starts in the family, the role of women is undeniable. Women discriminate between boys and girls. They pay special attention to good food, clothing, and education for boys. On the other hand, they raise girls as household chores and servants of men. While men are busy with outside work. There, women are busy with life, family, caste. Compared to men, women live clinging to caste. Another reason for this is that women have very little involvement with the external environment. They like to practice and are busy with the rules and regulations made by the family and people. The family is managed from their perspective and thinking. And the society is from the family. The way a woman is developed from childhood. The way she manages everyone in her family is the same way as her attitude and perspective. If there are 10 members in a family, they are managed by that woman. Therefore, a change in the perspective and thinking of women is very necessary. If the perspective and thinking of women can be changed, then casteism will be eliminated from the family. And if casteism is eliminated from the family, casteism will also be eliminated from the society. It is not possible to eliminate casteism by observing a special day. The meaning of observing the day is that casteism and racial discrimination are very deeply rooted in the society. Discussion on how to eliminate it. However, to eliminate casteism and discrimination, we have to work alongside discussions. We have to create awareness among people. We have to have more SALT conversations with them. As a result, their perspective will change. In eliminating casteism, women cannot be left behind. Eliminating casteism is possible by involving them and putting them in front. As it is said, give me an educated mother, I will give you an educated nation. I also want to say, a non-discriminatory woman is a non-discriminatory family and society. Therefore, women must be included in SALT conversations. First, their perspective must be changed by having SALT conversations with women. Again, they must be included in this work. I want to give a beautiful example, there were women from six castes in Arshirbad Organization. They thought that one was of a higher caste than the other. There was discrimination here. No one mixed with anyone. They did not eat and drink together. However, when SALT conversations were held with them, their attitude changed. Their perspective changed. Now they go to each other's houses. If someone has a problem, they come forward. Later, they are now encouraging other people in the society to eliminate discrimination. This has only been possible because of the SALT conversation. No one had talked to them like this before. No one had encouraged them to change their perspective. When the Arshirbad team had the SALT conversation with them, their consciousness returned. Those women have not only changed their perspective. They have also changed the perspective of their family members. Just as women have a role to play in eliminating casteism, so too SALT conversation is very important.
জাতপাত বিলোপে নারীর ভূমিকা অনস্বীকার্য। ২০২৫ সালে এসেও বর্ণ বৈষম্য, জাতপাত বিলোপ নিয়ে আলোচনা করতে হচ্ছে। এটা সত্যিই দুঃখজনক। বিশ্ব এগিয়ে গেছে। মানুষের শরীরে মনে আধুনিকতার ছোয়া লেগেছে। তবে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়নি। মানুষ ছোটবেলা থেকে পরিবারে মধ্যে বেড়ে উঠে। মানুষের জীবনে শিক্ষা শুরু হয় পরিবার থেকে। বলা হয়ে থাকে পরিবার হচ্ছে তার প্রথম পাঠশালা। সেই পাঠশালার প্রথম শিক্ষক হচ্ছেন মা। মায়ের কাছ থেকে শিশুরা সব কিছু শিখে। মা হচ্ছেন একজন নারী। তাহলে নারীর ভূমিকা কত গুরুত্বপূর্ণ এটা ভাবা যায়। বৈষম্যটাও শুরু হয় পরিবার থেকে। পরে তা সমাজে ও রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে শুরুটা যদি হয় পরিবারে, সেখানে নারীর ভূমিকা অনস্বীকার্য। নারীরা ছেলেমেয়ে বিভেদ করে থাকে। তারা ছেলেদের জন্য ভালো খাবার, পোষাক, শিক্ষার দিকে বিশেষ নজর দেন। অপর দিকে মেয়েদের গড়ে তুলেন সংসারের কাজকর্ম ও পুরুষদের কৃতদাসি হিসাবে। যেখানে পুরুষেরা ব্যস্ত থাকে বাহিরের কাজকর্মে। সেখানে নারীরা ব্যস্ত থাকে জীবন সংসার, জাতপাত নিয়ে। পুরুষদের তুলনায় নারীরা জাতপাত কে আকড়ে ধরে বেচে থাকে। এর একটি অন্যতম কারণ হচ্ছে নারীদের বাহিরের পরিবেশের সাথে সম্পৃক্ততা খুবই কম। তারা পরিবার ও মানুষের তৈরী করা নিয়মকানুন নিয়ে চর্চা করতে পছন্দ করে ও ব্যস্ত থাকে। তাদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাধারা থেকে পরিবার পরিচালনা হয়। আর পরিবার থেকেই সমাজ। একজন নারী ছোটবেলা থেকে যেভাবে গড়ে উঠে। তার মনোভাব ও দৃষ্টিভঙ্গি যেরকম হয় ঠিক সেভাবেই সে তার পরিবারের প্রত্যেক কে পরিচালনা করে থাকে। একটি পরিবারে ১০ জন সদস্য হলে তারা সেই নারীর দ্বারা পরিচালিত হয়। তাই নারীদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাচেতনার পরিবর্তন খুবই প্রয়োজন। যদি নারীদের দৃষ্টিভঙ্গি ও চিন্তার পরিবর্তন করা যায় তবে পরিবার থেকে জাতপাত বিলোপ হবে। আর পরিবার থেকে জাতপাত বিলোপ হলে সমাজ থেকেও জাতপাত বিলোপ হবে। একটি বিশেষ দিবস পালনের মধ্য দিয়ে জাতপাত বিলোপ করা সম্ভব নয়। দিবস পালন করার অর্থ হলো সমাজে জাতপাত বর্ণবৈষম্য শিকড়টা খুব গভীরে রয়েছে। সেটি কিভাবে দূর করা যায় তা নিয়ে আলোচনা। তবে জাতপাত, বণবৈষম্য বিলোপ করতে হলে আলোচনার পাশাপাশি কাজ করতে হবে। মানুষের ভিতর চেতনা সৃষ্টি করতে হবে। তার সাথে বেশী বেশী SALT কনভারশেশন করতে হবে। ফলে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে । জাতপাত বিলোপ করার ক্ষেত্রে নারীদের পিছনে রাখা যাবেনা। তাদেরকে সম্পৃক্ত করে তাদের সামনে রেখে জাতপাত বিলোপ সম্ভব। যেভাবে বলা হয়ে থাকে, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দিবো। আমি ও বলতে চাই, একটি বৈষম্যহীন নারী হচ্ছে একটি বৈষম্যহীন পরিবার ও সমাজ। তাই SALT কনভারশেশনে নারীদের যুক্ত করতে হবে। প্রথমে নারীদের সাথে SALT কনভারশেশন করে তাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। আবার এই কাজে তাদের যুক্ত করতে হবে। একটি সুন্দর উদাহরণ দিতে চাই, Arshirbad Organization ভিতর ছয়টি কাস্টের মহিলারা ছিলো। তারা মনে করতো একজন আরেকজনের চেয়ে বড় কাস্টের। এখানে বৈষম্য ছিলো। কেউ কারো সাথে মিশতো না। একসাথে খাওয়াদাওয়া করতো না। তবে তাদের সাথে যখন SALT কনভারশেশন করা হলো। তখন তাদের মনোভাব পরিবর্তন হলো। তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলো। তারা এখন একে অপরের বাড়িতে যায়। কারো সমস্যা হলে এগিয়ে যায়। পরবর্তীতে তারা এখন সমাজের অন্য মানুষকে উৎসাহিত করে বৈষম্য দূর করার জন্য। এটা শুধুমাত্র সম্ভব হয়েছে SALT কনভারশেশনের জন্য। তাদের সাথে আগে কেউ এভাবে কথোপকথন করে নাই। তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন জন্য কেউ উৎসাহিত করে নাই। যখন তাদের সাথে Arshirbad টিম SALT কনভারশেশন করলো তখন তাদের ভিতর চেতনা ফিরে আসলো। ওই নারীরা শুধুমাত্র তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে তা নয়। তারা তাদের পরিবারের সদস্যদের ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে। জাতপাত বিলোপের ক্ষেত্রে নারীদের যেমন ভূমিকা রয়েছে। তেমনি SALT কনভারশেশন ও খুব গুরুত্বপূর্ণ।
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence