Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
পেঁচাকোলা কমিউনিটিতে নুরুজ্জামান (৭৫) কাকার পাশে জবা গ্রুপের সক্রিয় ভূমিকা। পূর্বে যখন নুরুজ্জামান কাকার পরিবারের সাথে গ্রুপ সল্ট করা হয়েছিল তখন তারা বলেছিল বয়স বাড়ার সাথে সাথে তারা বুঝতে পেরেছেন যে তাদের দেখাশোনা করার জন্য কিংবা খোঁজখবর রাখার জন্য আশপাশের মানুষের তেমন কোনও উদ্যোগ নেই। যেখানে অনেক সময় পরিবারের সন্তানরাও দায়িত্ব নিতে ভয় পায়, সেখানে প্রতিবেশীদের থেকে সহায়তা পাওয়ার আশা তারা কখনোই করেননি।
কিছুদিন আগে নুরুজ্জামান কাকা নদীর ধারে দাঁড়িয়ে ছিলেন। সেখানে আরও কয়েকজন উপস্থিত ছিলেন। হঠাৎ তার শরীর খারাপ লাগতে শুরু করে। তিনি বাড়ি ফেরার চেষ্টা করেন, কিন্তু পথিমধ্যে একটি কুকুর তাকে আক্রমণ করে এবং পায়ে কামড় দেয়। এতে তার পা থেকে রক্ত বের হয়।
ঘটনাটি জানাজানি হলে, তাদের বাড়ির পাশের সল্ট প্রকল্পের “জবা গ্রুপ” তরুণ-তরুণীদের দল বয়স্কদের পাশে দাঁড়ানোর জন্য তাদের নিজেদের উদ্যোগে ভলান্টিয়ার হিসাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিল তাদের স্বপ্ন এটা ছিল যার ফলে গ্রুপের সদস্যরা দ্রুত ঘটনাস্থল যায় এবং তাকে বাড়িতে পৌঁছিয়ে দেয় এবং তাকে ডাক্তারের কাছে গিয়ে ভ্যাক্সিন নেওয়ার পরামর্শ দেন। তাদের সাহায্যে নুরুজ্জামান কাকা দ্রুত ডাক্তারের কাছে গিয়ে চারটি ভ্যাকসিন নেন। এখনও একটি ভ্যাকসিন নেওয়া বাকি, যা ৬ তারিখে নিতে হবে।
গ্রুপের সদস্যরা বারবার কাকাকে মনে করিয়ে দেন যেন তিনি ৬ তারিখের ভ্যাকসিন নিতে ভুলে না যান। শুধু তাই নয়, তারা নিয়মিত তার পরিবারের খোঁজখবর রাখছেন।
এই উদ্যোগে নুরুজ্জামান কাকার বড় মেয়ে অত্যন্ত আনন্দিত। তিনি বলেন, তাদের পরিবারে যেহেতু বাবা-মাকে দেখাশোনার জন্য কেউ নেই, তাই স্থানীয় তরুণ-তরুণীদের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে তিনি নিজেও শ্বশুরবাড়িতে কিছুটা স্বস্তি নিয়ে থাকতে পারবেন, কারণ তার বাবা-মায়ের প্রতি এমন দায়িত্বশীল মনোভাব দেখে তিনি আশ্বস্ত হয়েছেন।
এই গল্পটি শুধু মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্তই নয়, বরং প্রমাণ করে যে ছোট উদ্যোগগুলো কিভাবে একটি পরিবারে শান্তি ও নিরাপত্তা আনতে পারে।
In the quiet village of Pêchakola, 75-year-old Nuruzzaman Kaka spent his days mostly alone. His hands, now unsteady with age, shook as he tackled even the simplest tasks, a reminder of the years he had lived. Loneliness had become a part of his daily life, and the feeling of being forgotten hung over him like a heavy shadow. During a SALT session organized by the Joba Group, he shared a painful truth: “At this age, I’ve realized there’s no one to take care of me. Even my own children hesitate to take responsibility. How could I ever expect help from neighbors?” His voice carried the sorrow of someone who had given up on being seen and on being cared for.
Then one fateful day, something happened that changed his life and thoughts. As Nuruzzaman Kaka stood by the riverside, a wave of weakness overtook him. He tried to return home, but his steps faltered. Before he could make it, a stray dog attacked him, leaving him with a deep, bleeding wound on his leg. Alone and scared, he felt a crushing helplessness. But the news of his plight soon reached the Joba Group, and what followed was nothing short of extraordinary. The young volunteers, who had once listened to his pain, rushed to his aid. They helped him home, arranged for his treatment, and made sure he started receiving the necessary vaccines.
Their care didn’t stop there. In the days that followed, the group took turns checking on him, reminding him about his vaccine schedule, and ensuring he didn’t miss a single dose. They spoke to his family, offering support and reassurance. For Nuruzzaman Kaka, their compassion was a lifeline. For the first time in years, he felt he wasn’t alone. These young strangers, with their heartfelt gestures, had become like his own children.
The kindness shown by the Joba Group deeply touched Nuruzzaman Kaka’s family. His eldest daughter, often torn between her responsibilities and the guilt of living far from her parents, couldn’t hold back her tears. “I can’t express how grateful I am for what these young people have done for my father,” she said, her voice shaking with emotion. “Even one’s own children might not go to such lengths. Now I can stay with my in-laws peacefully, knowing my parents are in such caring hands."
This is not just a story of helping an elderly man—it’s a story of humanity, of connection, and of hope. The Joba Group proved that even the smallest acts of kindness can bring light to someone’s darkest days. They showed that caring for each other is what truly makes a community. In a world where the elderly often feel invisible, these young volunteers reminded us all that love and compassion can heal even the deepest wounds. Their actions turned a moment of despair into a testament to the power of humanity—a small step that created a big, beautiful change.
Comment
A powerful example of how younger generation can support the older generation. Thanks for this beautiful blog Bayazid
© 2025 Created by Rituu B. Nanda. Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence