Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
Recently, I had a discussion with Md. Basar Bhai of the Pechakola community about masculinity. He is a shopkeeper. Every day after returning home from the shop, he would ask his wife, Have you bathed the children? and Is the cooking finished? and other instructions. Even when his wife was sick, he would not understand, thinking that these were his wife's responsibilities.
How did the change happen?
When there was an open discussion about 'masculinity' during the discussion, Basar Bhai paused for a moment. For the first time, he thought that his wife also does various household chores all day long. Taking care of the children, cooking, and cleaning the house are all no less of her responsibilities. On the contrary, these tasks are often underestimated in our society. Through this understanding, a new understanding was born in him.
There was no change before, what has changed now?
Before, Basar Bhai only considered himself the head of the family, whose job was only to earn income and bring money. But now he understands that family means walking together.
What kind of change has happened?
After this realization, he took the initiative and started helping with the household chores. After returning from the shop, he asked his wife how she was doing, did she need any help with cooking? If his wife was sick, he cooked and served himself.
What was the benefit of this change?
This small change has had a big impact on their married life. Now there is no quarrel between them, but rather there is love, respect and mutual understanding. The wife has also become more confident now, feels respected. And the brother-in-law himself feels proud as a responsible husband and man.
What does this story teach us?
From this story we learn that real change comes through conversation, through understanding. People change on their own, not through force, but through understanding. And this change has a positive impact not only on a family, but also on society.
নারীর প্রতি সম্মানই সত্যিকারের পুরুষত্ব
সাম্প্রতিক সময়ে পেঁচাকোলা কমিউনিটির মো: বাসার ভাইয়ের সাথে একদিন পুরুষত্ব নিয়ে একটি সল্ট হয়েছিল। তিনি একজন দোকানদার। প্রতিদিন দোকান শেষে বাড়ি ফিরে স্ত্রীকে বলতেন বাচ্চাদের গোসল করিয়েছ?, রান্না শেষ হয়েছে তো? এমন নানা নির্দেশ। এমনকি স্ত্রী অসুস্থ থাকলেও তিনি বুঝতেন না, ভাবতেন এসব তো তার স্ত্রীর দায়িত্ব।
কীভাবে পরিবর্তনটা হলো?
সল্ট আলোচনায় যখন 'পুরুষত্ব' নিয়ে খোলামেলা কথাবার্তা হলো, তখন বাসার ভাই একটু থমকে গেলেন। তিনি প্রথমবারের মতো ভাবলেন স্ত্রীও তো সারাদিন সংসারের নানা কাজ করেন, সন্তান দেখাশোনা, রান্নাবান্না, ঘরের পরিচ্ছন্নতা সব মিলিয়ে তার দায়িত্বও কম নয়। বরং এসব কাজ আমাদের সমাজে প্রায়ই অবমূল্যায়িত হয়। এই বোঝাপড়ার মধ্য দিয়েই তার মধ্যে এক নতুন উপলব্ধি জন্ম নেয়।
আগে পরিবর্তন হয়নি, এখন কী পরিবর্তন হয়েছে?
আগে বাসার ভাই শুধু নিজেকে পরিবারের কর্তা ভাবতেন, যার কাজ কেবল আয় রোজগার করে টাকা এনে দেওয়া। কিন্তু এখন তিনি বুঝেছেন, সংসার মানে একসাথে পথচলা।
কী ধরণের পরিবর্তন হয়েছে?
এই উপলব্ধির পর, তিনি নিজেই উদ্যোগ নিয়ে সংসারের কাজে সহযোগিতা করতে শুরু করেন। দোকান থেকে ফিরে স্ত্রীকে জিজ্ঞেস করেন তুমি কেমন আছো?, রান্নায় কিছু সাহায্য লাগবে কি? স্ত্রী অসুস্থ থাকলে নিজেই রান্না করেন, সেবা করেন।
এই পরিবর্তনের ফলে কী লাভ হয়েছে?
এই ছোট্ট পরিবর্তন তাদের দাম্পত্য জীবনে বড় প্রভাব ফেলেছে। এখন তাদের মধ্যে ঝগড়া নেই, বরং রয়েছে ভালোবাসা, সম্মান এবং পারস্পরিক বোঝাপড়া। স্ত্রীও এখন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন, নিজেকে সম্মানিত মনে করেন। আর বাসার ভাই নিজেও গর্ব অনুভব করেন একজন দায়িত্ববান স্বামী ও মানুষ হিসেবে।
এই পরিবর্তন আমাদের কী শেখায়?
এই গল্প থেকে আমরা শিখি, সত্যিকারের পরিবর্তন আসে কথোপকথনের মাধ্যমে, উপলব্ধির মাধ্যমে। জোর করে নয়, বরং বোঝার মধ্য দিয়েই মানুষ নিজে থেকে বদলায়। এবং এই বদল শুধু একটি পরিবারে নয়, সমাজেও ইতিবাচক প্রভাব ফেলে।
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence