Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

Learning From Nasim Bhai:Helplessness of Nasim Bhai/Prokash Biswas/Byspur/Grow Your Reader Foundation


My name is Prakash Biswas. Today I am sharing my story here for the first time.
Nasim bhai has been good at studies since childhood. Apart from sports, he is also very good at playing cricket. He feels proud of the fact that he obeys the orders and advice of his parents. He scored 100 and 35 runs in the semi-final of the cricket tournament at the Jayanagar ground. He is very happy and proud of this too.
All the qualities I have noticed in him is that he is a well-educated man. Obedient son of parents. The hard working game lover person. Also he is very kind.
What worries him in society is that his younger brother and neighbors are often addicted to mobile games. In this regard, he told his younger brother about the harmful aspects of mobile phones. But he started using mobile phone again after a few days. Once he hid the mobile phone. After crying to his mother, he took the mobile again. Then Nasim bhai took no further action in this regard. Because everyone says that, “If you want to change the people next to you, talk to your brother first.” For this reason he did not take any further action. However, he thinks that if everyone in the society takes any initiative about the harmful effects of mobile phones, then he will convince the people of his society.
What I noticed while talking to Nasim bhai was that he was very happy to talk to us. However, he is also seen as frustrated when talking about his brother's problems.
What I learned from him is how to play beautiful sports. How to obey the heads of the family.
I didn't encounter any hiccups in the salt conversation and managed to do the job nicely.

আমার নাম প্রকাশ বিশ্বাস। আজকে আমি প্রথম এখানে আমার গল্প শেয়ার করছি।
নাসিম ভাইয়ের গল্পটা ছিল এমন, ভাই ছোটবেলা থেকে লেখাপড়ায় ভালো । পাশাপাশি খেলাধুলাও খুব মনোযোগী ভাই ক্রিকেট ভালো খেলতে । বাবা মায়ের আদেশ উপদেশ মেনে চলেন এ বিষয়গুলো নিয়েই ভাই নিজেকে গর্বিত মনে করে। তিনি জয়নগর মাঠে আট দলীয় ক্রিকেট টুর্নামেন্টে সেমিফাইনালে একশত ৩৫ রান করেন। এটি নিয়েও ভাই খুব আনন্দিত ও গর্বিত।
ভাইয়ের মধ্যে যে সকল গুন আমি লক্ষ্য করেছি তিনি হচ্ছে সুশিক্ষিত লোক। পিতা-মাতার বাধ্যগত ছেলে। পরিশ্রমী খেলা পাগল ব্যক্তি। এছাড়াও ভাই খুব সদালাপী।
সমাজে যে বিষয়টি নিয়ে সে চিন্তিত তার ছোট ভাই এবং পাড়া-প্রতিবেশীরা প্রায়ই মোবাইল গেমসে আসক্ত। এ বিষয়ে ভাই যে পদক্ষেপ গ্রহণ করেছেন তার ছোট ভাইকে মোবাইলের ক্ষতিকর দিক গুলো সম্পর্কে বলেছেন। কিন্তু সে কয়েকদিন পর আবার মোবাইল ব্যবহার করা শুরু করেছে। একসময় সে মোবাইল লুকিয়ে রাখেন। এরপর তার আম্মুর কাছে কান্নাকাটি করার পর আবার মোবাইল হাতে নিয়েছে। এই বিষয়ে ভাই আর পরে কোন পদক্ষেপ গ্রহণ করেননি। পাশের লোককে বুঝাইতে গেলে তার ভাইয়ের কথা আগে বলে। এই কারণে তিনি আর কোন পদক্ষেপ গ্রহণ করেননি। তবে ভাই মনে করেন সমাজে সবাই মিলে মোবাইলের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কোন উদ্যোগ গ্রহণ করলে সেখানে ভাই তার সমাজের মানুষকে বোঝাবে ।
ভাইয়ের মধ্যে কথা বলার সময় আমি যা লক্ষ্য করেছি সে খুব খুশিতে আমাদের সাথে কথা বলেছে। তবে তাকে হতাশও দেখা গিয়েছে যখন তার ভাইয়ের সমস্যাগুলো বলছিলো।
ভাইয়ের কাছ থেকে যা আমি শিখেছি কিভাবে সুন্দর খেলাধুলা করা যায়। কিভাবে পরিবারের প্রধানদের কথা মেনে চলা যায়।পা শাপাশি সুশিক্ষা অর্জন করা যায়।
সল্ট কনভারসেশনে আমি তেমন কোন বাধা সম্মুখীন হইনি সুন্দরভাবে কাজটি করতে পেরেছি।

Views: 38

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

© 2024   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service