Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
Char went to conduct an FGD with 10-12 year old children under GFC community leadership ARC initiative affiliated with Salt Project at Char Nakalia. There are many conversations with children while conducting FGDs. They are children but they also want to say something. I asked the children that what kind of problems are there in your area, can you tell me, they answered beautifully, brother, in our area, our sisters get married at a young age. I said why is she giving because it is the society's rule? They don't understand child marriage, they don't understand the evils of child marriage but they understand that because her sister is too young, this marriage should be avoided. They said brother, if we had grown up, we would have prevented this marriage when my sister was young. If this community does not think like children, many child marriages could be stopped.I asked them again that do you understand discrimination from among them 11 year old Kausar said that we are boys and there is no rule for us to participate in girls' sports. We want to play with them, is it discrimination? I explained to them that this is also a kind of discrimination that is prevalent in this society.
These thoughts of children taught me a lot. In this community boys and girls have less opportunity to go to school, here they join work at a young age. Where the role of parents or society is very less. In fact, not all children will have the same social behavior. It's normal. It cannot be forced, only care should be taken so that the child does not become 'anti-social'. Does he understand the importance of socializing according to his age? Can you respect the feelings of others? Children keep pets in many homes, resulting in a combination of human feelings with animal feelings. In this, the child will grow up in an emotional environment and become caring and responsible.
শিশুদের অনুভূতি
চর নাকালিয়াতে Salt Project অধিভুক্ত GFC কমিউনিটি নেতৃত্বের ARC উদ্যোগে ১০-১২ বছর শিশুদের নিয়ে একটি FGD করতে যায়। FGD করতে গিয়ে শিশুদের সাথে অনেক কথোপকথন হয়। ওরা শিশু কিন্তু ওরাও চাই কিছু বলতে। শিশুদের প্রশ্ন করলাম যে বলতো তোমাদের এলাকায় কি কি ধরণের সমস্যা আছে বলতে পার কি ওরা সুন্দর করে উত্তর দিল ভাইয়া আমাদের এলাকায় আমাদের বোনদের অল্প বয়সে বিয়ে হয়ে যায়। আমি বললাম কেনো দেয় এটা বলে এটা নাকি সমাজের নিয়ম ওরা বাল্যবিবাহ বুঝে না, বাল্যবিয়ের কুফল বুঝে না কিন্তু ওরা এটা বুঝে যে তার বোনের বয়স অনেক কম বিধায় এই বিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। ওরা বলেই দিল ভাইয়া আমরা যদি বড় হতাম তাহলে আমার বোনের অল্প বয়সে এই বিয়ে প্রতিরোধ করতাম। এই কমিউনিটি শিশুদের মত এমনভাবে চিন্তা করে না, করলে হয়তো অনেকাংশ বাল্যবিয়ের বন্ধ করা যেত।
ওদের আবার প্রশ্ন করলাম যে তোমরা বৈষম্য কি বোঝো এদের মধ্য থেকে কাউসার নামে ১১ বছর বয়সি সে বলেই উঠলো যে আমরা ছেলে বলে মেয়েদের খেলাধুলায় আমাদের অংশগ্রহণ করার নাকি নিয়ম নাই। আমরা ও চাই ওদের সাথে খেলাধুলা করি এটা কি বৈষম্য? আমি ওদের বুঝালাম এটাও এক ধরণের বৈষম্য যা এই সমাজে বিদ্যামান।
শিশুদের এসব চিন্তা ভাবনা আমাকে অনেক কিছু শিখিয়ে দিল। এই কমিউনিটিতে ছেলে হোক মেয়ে হোক স্কুলে যাওয়া সুযোগ কম পায়, এখানে অল্প বয়সে তারা কর্মে যোগদান করে। যেখানে অভিভাবক বা সমাজের ভূমিকা অনেক কম। আসলে সব শিশু একই রকম সামাজিক আচরণ করবে না। এটা স্বাভাবিক। জোর করা যাবে না শুধু খেয়াল রাখতে হবে, শিশু যাতে ‘অসামাজিক’ হয়ে না যায়। বয়স অনুযায়ী সামাজিকতার গুরুত্ব সে বুঝছে কি না। অন্যের অনুভূতিকে সম্মান করতে পারছে কিনা। অনেক বাড়িতে পোষা প্রাণী রাখে শিশুরা যার ফলে প্রাণীর অনুভূতির সঙ্গে মানবশিশুর অনুভূতি মিলেমিশে যায়। এতে আবেগীয় পরিবেশে বেড়ে উঠে শিশু হয়ে উঠবে যত্নশীল ও দায়িত্ববান।
Comment
Very good initiative at the moment. A good way of presenting factual information.
© 2025 Created by Rituu B. Nanda. Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence