Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

Applying My Masculinity Lessons: How SALT is Transforming Gender Perceptions in Byaspur, Gopalganj

তারিখ ১৫/২/২৫ প্রতিষ্ঠানের নামঃ Grow Your Reader Foundation গত শনিবার গোপালগঞ্জের জয়নগর হাই স্কুল মাঠ প্রাঙ্গনে মধ্যপাড়ার তানভীরের টিম এবং দক্ষিণপাড়ার সাকিবের টিমের সাথে আমি গ্রুপ সল্ট পরিচালনা করি। আমার সহায়ক হিসেবে মনিরা আপুকে পাশে পেয়েছিলাম। পাশাপাশি সাদিয়া আপু এবং আদিল আপু আমাকে পর্যবেক্ষণ করছিলেন। ম্যাস্কিউলিনিটি সেশন থেকে শিক্ষা নিয়ে কিছুদিন আগে থেকেই আমি রিতুর কথামতো প্রথমে দক্ষিণপাড়া টিমের সবার সাথে পার্সোনাল সল্ট করি। এরপর মধ্যপাড়া টিমের সবার সাথে পার্সোনাল সল্ট করি। কিভাবে দুইটি টিমকে একত্রে করে তাদের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে কাজে লাগানো যায় সেটা নিয়ে চিন্তা করি। তারই নিমিত্তে আমি তাদের সাথে গ্রুপ সল্টের আয়োজন করি। গ্রুপ সল্টের পর তারা নিজেরাও তাদের শক্তি সম্পর্কে অবগত হন। যদিও এই ২ টি টিমই অলরেডি কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে মাদক, বাজে সঙ্গ এবং মোবাইলের আসক্তি থেকে বের হয়ে আসতে। তারা নিয়মিত মাঠে খেলাধুলা করে। ২ দলে এখন প্রায় ২৫ জনের মত সদস্য আছে। আমি মনে করি এই ২ টিম চাইলে আরো অনেক কিছু করতে পারে। রিতুর কথা মতো, গ্রুপ সল্টে আমি তাদের কিছু প্রশ্ন করি। ১। একজন পুরুষ হয়ে আপনি কেমন বোধ করেন? ২। আপনি কি মনে করেন যে আপনার সমাজে একজন পুরুষ হওয়ার কিছু সুবিধা আছে? আর একজন পুরুষ হওয়ার জন্য কেমন কষ্ট বা সমস্যা অনুভব করেন? ৩। আপনার পরিবার এবং সমাজ পুরুষদের কিভাবে দেখে? ৪। আপনি যখন ছোট ছিলেন তখন আপনার আদর্শ পুরুষ কে ছিল এবং কেমন ছিল? দয়া করে আপনার গল্পটা শেয়ার করবেন। এ প্রশ্নগুলোর উত্তর তারা একে একে বলতে শুরু করে এবং অপরকে বলার সুযোগ সৃষ্টি করে দেন। বিশেষ করে পুরুষ হয়ে তাদের সবারই ভালো লাগে। সমাজ এবং পরিবার থেকে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা এবং স্বাধীনতা ভোগ করে মেয়েদের তুলনায় বেশি। ছেলে হিসেবে তাদের কষ্ট এটাই যে তারা একসময় পরিবারের হাল ধরবে সেটা নিয়েই তারা অনেক সময় উদ্বিগ্ন থাকেন এবং পরিবার সমাজ থেকেও এই চাপ থাকে। এছাড়া পরিবারের বিশেষ করে বাবা এবং দাদার অনেক গুণাবলী তাদেরকে আকৃষ্ট করে। যেটা তারা আদর্শ হিসেবে মনে করেন। এ সকল প্রশ্নের মাধ্যমে তারা বুঝতে পারে যে একজন পুরুষ হিসেবে সমাজ থেকে সে অনেক অধিকার ও স্বাধীনতা ভোগ করতেছেন। এরপেক্ষিতে মেয়েরা কেন সমান সুযোগ সুবিধা পায় না জানতে চাইলে তারা বলেন, “আমরাই তাদেরকে স্বাধীনতা এবং সমান সুযোগ থেকে দূরে রেখেছি। আর আমাদের ভয়েই তারা নিরাপত্তার হীনতায় ভোগে। আমরাই মানে পুরুষরা তাদেরকে রাস্তাঘাটে উত্যক্ত করি তাই তারা বাড়ির বাইরে নিজেদের নিরাপদ মনে করে না। আমাদের কারনেই তারা মাঠে খেলতে দেই না।“ নিজেদের মধ্যে এই আলোচনার মাধ্যমে তারা বৈষম্যের বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারে। এবং এই নারী পুরুষের বৈষম্য কমানোর তারা বিভিন্ন পদক্ষেপ পোস্টারে লেখে এবং সে সকল পদক্ষেপ গ্রহণ করবে বলে ঠিক করেন। ১। বিশেষ করে তারা নিজেরা আগে সচেতন হবে। তাদের ভেতর এখনো যারা মাঝে মাঝে মেয়েদের ইভটিজিং করে তারা এখন থেকে আর করবে না বলে ঠিক করে। তারপর মার্চ মাসের মধ্যে আরো ৫০ জন পুরুষের (পরিবার, বন্ধু) সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবে বলে ঠিক করে। ২। মেয়েদের রাস্তাঘাটে নিরাপত্তা দেবে। যদি কেউ ইভটিজিং করে তাকে বোঝাবে। ৩। এছাড়া মেয়েদেরকে বাড়ির আঙিনায় খেলার সুযোগ সৃষ্টি করবে। মার্চ মাসের মধ্যে ৩৫ জন গার্জিয়ান এর সাথে তারা কথা বলবে, সল্ট করবে। ৪। নিজেদের বাড়ির সামনের রাস্তায় তারা মেয়েদের সম অধিকার নিশ্চিতে এবং ইভ টিজিং কমাতে বিভিন্ন পোস্টার নিজেরা বানিয়ে তা টানাবে। নিজেদের বাড়ির সামনে টানাবে যাতে কেউ সেগুলো নষ্ট করতে না পারে। ৫। নিজেদের বোনকে সকল সুযোগ সুবিধা দেবে। বিশেষ করে নিজে একটা ভালো জিনিস খেলে বোনকেও সমান ভাগ করে দেবে। ৬। এছাড়াও মেয়েদের এবং নারীদেরকে সম্মানের চোখে দেখবে। সমাজে প্রধান প্রধান বৈষম্য তারা প্রথমে দূর করার নিমিত্তে কাজ পরিচালনা করবেন। সমাজ থেকে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য তারা যা যা করা দরকার সেটি সবাই মিলে করবেন। গ্রুপ সল্টে যেটি আমাদের ভাল ছিল এবং আর কোনটা আরো ভালো করা যেত জানতে চাইলে তারা আমাদেরকে বলেন এ ধরনের আয়োজনে তারা প্রথম অংশগ্রহণ করেছে তাই ভালো লেগেছে। এছাড়া দুইটা পুরুষ টিম একত্রে হওয়া এটা একটা ভালো দিক ছিল। সবার মতামতকে প্রাধান্য দেয়া এটাও একটি ভাল দিক ছিল। সর্বোপরি মেয়েদের বৈষম্য দূর করার জন্য তারা কাজ করবে এটাও একটা ভালো দিক ছিল। আমরা আরো ভালো করতে পারতাম বিশেষ করে এখানে মেয়েদের কেও অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করলে তাদের মতামত পেতাম। এছাড়াও কিছু অভিভাবক একসাথে থাকলে আরো ভালো হতো। অসংখ্য ধন্যবাদ রিতুকে আমাকে এই বিষয়ে শেখানোর জন্য। Date: 15/02/25 Organization: GYRF Last Saturday, I conducted a group SALT session with Tanveer's team from Madhya Para and Shakib's team from Dakshin Para at the Joynagar High School ground in Byaspur Gopalganj. I was assisted by Monira Apu, and Sadia Apu and Adil Apu were observing me. Based on the lessons from the Masculinity session, I had already started personal SALT sessions with the Dakshin Para team, as suggested by Rituu. After that, I did personal SALT sessions with the Madhya Para team. I thought about how I could bring both teams together and harness the hidden strengths within them. Therefore, I organized a group SALT session with them. After the group SALT session, they became more aware of their own strengths. Although both teams had already taken several initiatives to get away from abuse of drugs, bad company, and mobile phone obsession, they play sports regularly and each team now has around 25 members. I believe these two teams can achieve so much more if they decide to work together. Following Rituu's suggestion, I asked them a few questions during the group SALT session: 1. How do you feel being a man? 2. Do you think being a man comes with certain advantages in your society? What struggles or challenges do you face as a man? 3. How does your family and society perceive men? 4. When you were young, who was your role model as a man, and what was he like? Please share your story. They started answering these questions one by one, creating an opportunity for each person to speak. Especially, they all feel good about being men. They enjoy various privileges, independence, and freedom compared to women in their society and family. However, their biggest concern as men is the pressure they feel, knowing that one day they will have to take responsibility for their family, which sometimes causes anxiety. There is also pressure from society and family. Moreover, the qualities of their fathers and grandfathers attract them, and they consider these traits as ideal male qualities. Through these questions, they realized that as men, they enjoy many rights and freedoms in society. When asked why women don’t receive equal opportunities, they said, “We are the ones who have kept them away from freedom and equal opportunities. Women are afraid because of us. We are the ones who harass them on the streets, so they don’t feel safe outside. We are the reason they don’t get to play in the fields.” Through this discussion, they better understood the issue of gender inequality. They then wrote down several steps to reduce gender inequality on a poster and decided to take these actions: 1. They will first raise awareness within their own group. Those who sometimes engage in eve-teasing will no longer do so. By March, they plan to talk about these issues with at least 50 men (family and friends). 2. They will ensure the safety of women on the streets and will talk to anyone involved in eve-teasing. 3. They will create opportunities for girls to play in the yard. By March, they aim to have discussions and SALT sessions with 35 guardians. 4. They will create and put up posters in front of their homes to promote equal rights for women and reduce eve-teasing, ensuring the posters are not destroyed. 5. They will provide equal opportunities to their sisters, ensuring that if they get something good, their sisters will also share in it. 6. They will respect and honor women and girls in their community. They will first work on eliminating the main gender disparities and will do whatever is necessary to change society’s perception of women. They are committed to working together to bring about this change. When asked what was good about the group SALT session and what could have been improved, they said that this was their first participation in such an event, and they really enjoyed it. The fact that two male teams came together was a positive aspect, as was giving everyone the chance to share their opinions. Most importantly, their decision to work toward eliminating gender inequality was a great step. They also suggested that we could have done even better by allowing women to participate and share their views. Additionally, it would have been better if some parents had joined the session. Many thanks to Rituu for teaching me about this.

Views: 64

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Aparna Singh yesterday

খুব সুন্দর লিখেছেন।,😍😍

Comment by Sharmin Eva on Tuesday

Very powerful lesson.You should write more so that we can learn from you even more.

Comment by Bayazid Bostami on Tuesday

বাহ চমৎকার লিখেছেন প্রকাশ ভাই!🎉

Comment by Parvez Hassan on Tuesday

You done a great job Prokash bhai

Comment by Santi rambari on Monday

এক কথায় অসাধারন 

Comment by Bonna Basfor on Monday

খুবই চমৎকার 

Comment by Md.Rakibul Islam on Monday

খুবই সুন্দর হয়েছে দাদা

© 2025   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service