Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

Discovering the power in individuals with disability প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে শক্তি আবিষ্কার করা

 I am Shanti Rambari, Chairman of Arshibad Organization. My friend Saruwar is person with disability. Saruwar had to amputate one of his legs due to polio when he was young. Saruwar has a small beautiful family with two sons and a wife. In his personal life, Saruwar is a social, humane person. Even though he is a disabled person himself, he always thinks about how other people with disability will be better. However, sometimes he gets frustrated. Because he does not have a job. His family runs on the pension money given by his father. He has an organization. On behalf of that organization, he brings various government facilities for disabled people. He discusses various issues of awareness of disabled people. Because his organization does not have any domestic or foreign funds. Many people tell him that it is like chasing a buffalo in the forest by eating himself. However, one day when he was very disappointed, he called me and told me his disappointment.

I went to his office that afternoon and had a SALT conversation with him. This encouraged him and gave him new energy. At the end of the conversation, I told him that I am doing this work through GFC through SALT and CLCP. Which is a very effective process. He likes this SALT conversation very much. He invited me to visit a training center where disabled students are taking computer training. Who are disappointed in society and family in various ways. I appeared at the invitation of my friend Sarwar with Abir, Document Officer of Arshibad Organization . What can I tell you, how can I say, it was such a wonderful educational group SALT conversation. Even if I write and speak, it seems like I am writing and speaking less. I learned a lot from this SALT conversation. I saw that although disabled people are physically disabled, their talent and intelligence are keen.

Their morale is higher than that of ordinary people. They have many talents. For example, a physically disabled girl who has a problem with her legs, she has served the lady owner of her house. On the other hand, another disabled girl is regularly serving the child of another person with disability in her family. A disabled boy studying in university dreams of becoming an engineer. When he leaves home, people call him a fool. Which hurts him a lot, but he ignores this and goes to university and comes to the training center. Another disabled boy is very quiet in class, but today during the SALT Conversation, I was surprised to hear what he said. This boy has taken many disabled people to social service and given them allowances and cards. He has helped one disabled person financially. He has admitted two children to special schools. Along with these jobs, he runs a shop. He does farming.

However, the work of all of them was not so easy. They said that the first obstacle in their way of moving forward is their family. First, they are discriminated against in their family. Then in the society and the state. Especially girls have to face many problems. The family is always worried about their safety, marriage. The attitude of their relatives towards them is different. They do not invite them to various events. The family once thought that they are a burden to the family. Many times they are not treated. They also wish for their death. When I was listening to these words, I did not know when tears gathered in the corners of my eyes. But I could feel the bleeding in my heart. I was very happy to have brought SALT at the invitation of a friend. I was expressing my gratitude and thanks to GFC who introduced SALT and CLCP and to the Constellation for developing this process. 

This session was attended by 8 three girls and 5 boys. Each one had a great attitude and strength to do something. Believe me, if a common person talks to them and knows about them, they will feel less like themselves.Many times we judge people by their wealth, clothes, food and elegance. But I think this is not right. Every person created by God is very valuable. God has created every person with different qualities. So if your intuition is open while doing SALT Conversation, you can see and open the heart of a person. SALT Conversation is such a wonderful key. With which the heart of a person can be opened. Just the process has to be correct. Finally, tell me how I brought SALT to a friend's invitation.

আমি শান্তি রামবারি, আর্শীবাদ অর্গানাইজেশন এর চেয়ারম্যান। আমার বন্ধু সারুয়ার একজন প্রতিবন্ধী ব‍্যক্তি। ছোট বেলায় পোলিও হওয়ার কারণে সারুয়ারের এক পা কেটে ফেলতে হয়। সারুয়ারে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ছোট একটি সুন্দর সংসার। ব‍্যক্তিজীবনে সারুয়ার সামাজিক, মানবিক মানুষ। সে নিজে প্রতিবন্ধী ব‍্যক্তি হওয়ার পরও সবসময় চিন্তা করে অন‍্যান‍্য প্রতিবন্ধী মানুষরা কিভাবে ভালো থাকবে। তবে মাঝে মাঝে সে হতাশ হয়ে পরে। কারণ তার কোন চাকরি নেই। তার বাবার দিয়ে যাওয়া পেনশনের টাকায় তার সংসার চলে। তার একটি সংস্থা রয়েছে। সেই সংস্থার পক্ষে সে প্রতিবন্ধী ব‍্যক্তিদের জন‍্য সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা এনে দেয়। প্রতিবন্ধী ব‍্যক্তিদের সচেতনতা বিভিন্ন বিষয়ে আলোচনা করে। কারণ তার সংস্থার কোন দেশী বিদেশী ফান্ড নেই। অনেকে তাকে বলে নিজের খেয়ে বনের মহিষ তাড়ানোর মত। তবে একদিন যখন সে প্রচন্ড হতাশ হয়ে পড়েছে তখন সে আমাকে ফোন করে, তার হতাশার কথাগুলো বলে। আমি সেইদিন বিকেলে তার অফিসে যাই তার সাথে সল্ট কনভারশেশন করি। এতে সে উৎসাহিত হয় এবং তার ভিতরে নতুন শক্তি সঞ্চার হয়। কথোপকথন শেষে তাকে আমি বলি এই কাজটি আমি করছি GFC মাধ‍্যমে SALT ও CLCP. যা অত্যন্ত কার্যকরী একটি প্রসেস। সে এই সল্ট কনভারশেশন খুব পছন্দ করে। আমাকে দাওয়াত দেয়, একটি প্রশিক্ষণ কেন্দ্র ভিজিট করার জন‍্য।যেখানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে। যারা সমাজ ও পরিবার থেকে বিভিন্নভাবে হতাশ। আমি বন্ধু সারুয়ারের দাওয়াতে হাজির হই আর্শিবাদ সংস্থার ডকুমেন্ট অফিসার আবিরকে নিয়ে। কি বলবো আপনাদের, কিভাবে বলবো, এত চমৎকার শিক্ষনীয় একটা গ্রুপ সল্ট কনভারশেশন ছিল লিখতে ও বলতে গেলেও মনে হবে কম লিখছি ও বলছি। আমি এই সল্ট কনভারশেশন থেকে অনেক কিছু শিখেছি। আমি দেখেছি প্রতিবন্ধী ব‍্যক্তিরা শারীরিকভাবে অক্ষম হলেও তাদের মেধা ও বুদ্ধি প্রখর। তাদের মনোবল সাধারণ মানুষের চাইতেও বেশী। তাদের অনেক প্রতিভা রয়েছে। যেমন একজন শারিরিক প্রতিবন্ধী মেয়ে যার পায়ে সমস্যা থাকার পরেও সে তার বাসার মহিলা মালিকের সেবা করেছে। অপর দিকে আরেকটি প্রতিবন্ধী মেয়ে তার পরিবারের অন‍্য একটি প্রতিবন্ধীর শিশুর সেবা করে যাচ্ছে নিয়মিত। ভার্সিটি পড়াশুনা করে একটি প্রতিবন্ধী ছেলে তার স্বপ্ন সে ইন্জিনিয়ার হবে। সে বাসা থেকে বের হলে লোকে তাকে বলে লুলা। যেটা তাকে খুব কষ্টদের কিন্তু সে এই কথাকে প্রতিনিয়ত উপেক্ষা করে ভার্সিটি যায় ও প্রশিক্ষণ কেন্দ্রে আসে। আরেকজন প্রতিবন্ধী ছেলে খুব চুপচাপ থাকে ক্লাসে তবে আজকে সল্ট কনভারশেশন এর সময় সে যা বললো তা শুনে আমি বিস্মিত। এই ছেলে অনেক প্রতিবন্ধী ব‍্যক্তিদের সমাজসেবার নিয়ে গিয়ে ভাতা ও কার্ড করে দিয়েছে। সে একজন প্রতিবন্ধী ব‍্যক্তিকে আর্থিক সাহায্য করেছে। দুইজন শিশুকে বিশেষ স্কুলে ভর্ত্তি করিয়ে দিয়েছে।

এসব কাজের পাশাপাশি সে দোকান করে। কৃষিকাজ করে। তবে এদের সকলের কাজ এতো সহজ ছিলোনা। তারা বলছিল তাদের এগিয়ে যাওয়ার পথে প্রথম বাধা হচ্ছে তাদের পরিবার। তারা প্রথমে তাদের পরিবারে বৈষম্যের শিকার হয়। পরে সমাজে ও রাষ্ট্রে। বিশেষভাবে মেয়েদের অনেক সমস্যায় পড়তে হয়। তাদের নিরাপত্তা, বিয়ে সব নিয়ে পরিবার সব সময় দুশ্চিন্তায় থাকে। তাদের প্রতি আত্মীয়স্বজনদের দৃষ্টিভঙ্গি অন‍্যরকম থাকে। তারা বিভিন্ন অনুষ্ঠানে তাদের দাওয়াত দেয় না। পরিবার এক সময় মনে করে তারা পরিবারের বোঝা। অনেক সময় তাদের চিকিৎসা করানো হয়না। তাদের মৃত‍্যুও কামনা করে। এই কথাগুলো যখন শুনছিলাম তখন কখন জানি আমার চোখের কোণে পানি জমা হলো বুঝতেই পারিনি। তবে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে তা অনুভব করতে পেরেছি। আমি বন্ধু দাওয়াতে SALT নিয়ে এসে অনেক আনন্দ বোধ করছিলাম। কৃতজ্ঞতা ও ধন্যবাদ দিচ্ছিলাম GFC কে যারা SALT ও CLCP আবিস্কার করেছে। এই প্রশিক্ষণ কেন্দ্র ওইদিন উপস্থিত ছিল 8 জন প্রতিবন্ধী ছেলে মেয়ে। তিনজন মেয়ে 5 জন ছেলে। প্রত‍্যেকের ভিতর ছিল কিছু করার প্রচন্ড মনোভাব ও শক্তি। বিশ্বাস করুন কোন সাধারণ মানুষ যদি তাদের সাথে কথা বলে তাদের সম্পর্কে জানে তবে ওদের কাছে নিজেদের কমই মনে হবে। আমরা অনেক সময় মানুষকে তার অর্থ সার্মথ‍্য, পোষাক, খাবার অভিজাত‍্য দিয়ে বিচার করি। তবে আমার মনে হয় এটা সঠিক নয়। ঈশ্বরের তৈরী প্রতিটি মানুষ খুব মূল‍্যবান। ঈশ্বর প্রতিটি মানুষকে ভিন্ন ভিন্ন গুণ দিয়ে সৃষ্টি করেছে। তাই সল্ট কনভারশেশন করার সময় যদি আপনার অন্তদৃষ্টি খোলা থাকে আপনি মানুষের হৃদয় দেখতে পারবেন ও খুলতে পারবেন। সল্ট কনভারশেশন হচ্ছে এমন একটি আশ্চর্য চাবি। যা দিয়ে মানুষের হৃদয় খোলা যায়। শুধু প্রসেসটা সঠিক হতে হবে। শেষে আপনারা বলুন আমি বন্ধুর দাওয়াতে সল্ট এনে কেমন করলাম।

Views: 60

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Shahrukh Atpade on Wednesday

SALT A powerful tool for building empathy and fostering inclusivity. 

thank you for sharing...!

Comment by Rituu B. Nanda on January 11, 2025 at 11:08am

See this blog Santi- we have to change how we see disability- so much to learn from those with a disability as they strengthen other skills

https://www.linkedin.com/pulse/my-three-superpowers-reframing-disab...

Comment by Santi rambari on January 10, 2025 at 3:33pm
  • Thank you sweet Sadia Apu
Comment by Sadia Jafrin on January 10, 2025 at 7:00am

I sincerely thank you for conducting the SALT process with these remarkable individuals, Santi Didi and for sharing your valuable experience. I deeply appreciate your intentions, and I have great admiration for your dedication and writing style, which continue to inspire me.

© 2025   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service