Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

Celebrating Community Heroes (FACILITATORS)

আমি ঋতুর কাছে কৃতজ্ঞতা স্বীকার করি বিশেষ করে সকল অর্গানাইজেশনের ফেসিলিটেটর দের সাথে সল্ট করার সুযোগ সৃষ্টি করে দেয়ার জন্য। এখন পর্যন্ত ৬ জনের সাথে আমি সল্ট করেছি। আজ তাদের লিয়ে একটু লিখছি। ফ্যাসিলিটেটরা এক একটা অর্গানাইজেশনের নক্ষত্রর মত ভূমিকা পালন করে। ফ্যাসিলিটেটরা কমিউনিটিতে ঝড় বৃষ্টি রোদ ও প্রাকৃতিক দুর্যোগ ভয় ভীতি উপেক্ষা করে অনবরত মানুষের জন্য কাজ করে। কমিউনিটির মানুষের অন্তর্নিহিত শক্তিগুলো তুলে ধরে এছাড়াও তাদের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটায়। কমিউনিটির মানুষকে বোঝে তার গুণাবলী কে কাজে লাগায় তাদের উন্নয়নের জন্য।
তেমনি ধারা অর্গানাইজেশনের রাকিব ভাইয়ের সাথে সল্ট করার মাধ্যমে তার ব্যক্তিগত জীবন গল্প কমিউনিটি পর্যায়ে তার অবদান সম্পর্কে জানতে পারি।
অপরদিকে আশীর্বাদ অর্গানাইজেশনের বন্যা আপুর সাথে সল্ট করার মাধ্যমে মানবতার সেবায় কিভাবে নিজেকে নিয়োজিত করা যায় সেই সম্পর্কে জানতে পারি। এছাড়াও কমিউনিটি পর্যায়ে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয় সেটা সম্পর্কে জানতে পারি। এবং তার সুন্দর আচরণ আমাকে প্রভাবিত করে।
এছাড়াও আলোকিত করি অর্গানাইজেশনের ঝুমুর আপুর সাথে সল্ট করে তার নিজের সম্পর্কে এবং কমিউনিটি পর্যায় কিভাবে মানুষকে নিরাপদ পানির ব্যবস্থা করা যায় সেই সম্পর্কে জানতে পারি। এছাড়াও আপুর সোহার্দ পূর্ণ ব্যবহার আমাকে মুগ্ধ করে।
BRED অর্গানাইজেশন এর বাইজিদ ভাইয়ের ব্যক্তিগত জীবন এবং আদর্শ সম্পর্কে জানতে পেরে আমি খুবই মুগ্ধ। এছাড়াও ভাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কমিউনিটি নানান সমস্যা কিভাবে মোকাবেলা করা যায় সে সম্পর্কে অবগত হয়েছি।
BRED এর সাহিদা আপুর অক্লান্ত পরিশ্রম সম্পর্কে অবগত হয়েছি। কমিউনিটি পর্যায়ে তিনি কিভাবে কাজ করেন কিভাবে মানুষের সেবা করেন সেই সম্পর্কেও জানতে পেরেছি।
এছাড়াও ধারা অর্গানাইজেশনের প্রান্ত বিশ্বাস দাদার সম্পর্কে জানতে পেরেছি। এছাড়াও কমিউনিটি পর্যায়ে তার ভূমিকা এবং কমিউনিটি চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা যায় সেই সম্পর্কে জেনেছি। তার কর্ম উদ্যোগগুলো সম্পর্কে সম্মুখ ধারণা পেয়েছি।
পরিশেষে সবার সাথে সল্ট করতে পেরে নিজেকে গর্বিত মনে হয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে মূল্যবান সময় দেয়ার জন্য এবং গল্পগুলো শেয়ার করার জন্য। নিজের শিক্ষার প্রক্রিয়াকে তারান্বিত করার জন্য এই সল্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমার জীবনে।

I express my gratitude to Rituu, especially for creating the opportunity for us to conduct SALT with facilitators from various organizations. So far, I have done SALT with six individuals, and today, I am writing a little about them. Facilitators play a stellar role in each organization. They work relentlessly for people, braving storms, rain, sun, and natural disasters. They bring out the inherent strengths of the community members and build strong relationships with them. Facilitators understand the qualities of the community people and utilize those for their community development.

Through SALT with Rakib Bhai from Dhara organization, I learned about his personal life story and his contributions at the community level.
On the other hand, SALT with Bonya Apu from Ashirbad organization gave me insights into how one can dedicate themselves to serving humanity. I also came to know about the challenges she faces at the community level, and her warm behavior left a positive impact on me.
Likewise, through SALT with Jhumur Apu from Alokito Kori organization, I gained insights into her work in ensuring safe water for people in the community. Her cordial behavior greatly impressed me.
I was deeply moved by getting to know the personal life and ideals of Bayazid Bhai from BRED organization. I also learned about how he tirelessly addresses various community challenges.
I became aware of the untiring efforts of Shahida Apu from BRED. I got to know about her work and dedication in serving the community.
I also learned about Pranto Biswas Dada from Dhara organization, his role at the community level, and how he tackles community challenges. His initiatives gave me an upfront understanding.
In the end, I feel proud to have conducted SALT with each of them. Thank you all for giving me your valuable time and sharing your stories. SALT will play a significant role in accelerating my learning process in life.

Views: 89

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Shahrukh Atpade on November 4, 2024 at 7:31am

our experience with SALT shows how powerful sharing stories can be. Each facilitator's journey offers valuable lessons in commitment and community spirit. Looking forward to more insights from your session.

Comment by Rituu B. Nanda on November 3, 2024 at 6:33pm

How are SALT conversations with other SALT facilitators helping you in facilitating with communities in Gopalgunj, Prokash? Thanks

© 2024   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service