Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
<span;>পারিবারিক দিক থেকে আমার নিজের পরিবর্তন।
<span;>আমি সল্ট করার আগে ভাবতাম আমার পরিবারের সকল চাহিদা আমি মেটাতে পারি । সবাই আমার উপর সন্তুষ্ট । কিন্তু আমি যখন আমার পরিবারের সাথে সল্ট করি তখন জানতে পারলাম , কেউই আমার উপর সন্তুষ্ট না । সবাই আমার উপর রাগান্নিত । আমি যখন আমার ( ৯ বছর বয়সের কেজি থ্রির ছাত্র ) ছেলেকে বললাম আমার উপর কখন রাগ হয় ? তখন সে বললো , সবসময়ই রাগ হয় । আমি জানতে চাইলাম কেন রাগ হয়? তখন বললো সবার আব্বু বাইকে করে স্কুলে নিয়ে যায় । আমি তাকে কখনোই বাইকে স্কুলে নিয়ে যায় না । স্কুল গাড়ির জন্য রাস্তায় দাড়িয়ে থাকতে হয় । আমি কখনোই ঘুরতে নিয়ে যায় না । আমার ওয়াইফ কে যখন জানতে চাইলাম আমার উপর কি কি কারণে রাগ হয় ? তখন সেও বললো আমি তাদেরকে সময় দেইনা । ফ্রেন্ডদের সঙ্গে সময় দেই । এটা জানার পর এখান আমি অফিসে আসার সময় ছেলেকে বাইকে করে স্কুলে নামিয়ে দিয়ে আসি । ছুটির দিনে ফুলের রাজধানী যশোরের গদখালীতে , বুটানিকাল গার্ডেন বিভিন্ন এলাকায় ঘুরতে নিয়ে যাই । এখন তারা আমার উপর সন্তুষ্ট ।
<span;>এটা করে আমি নিজেই আমার পরিবার এবং আমার মধ্যে পরিবর্তন উপলব্ধি করেছি। সুতরাং সল্ট কনভার্সেশন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যার দ্বারা খুব সহজেই মানুষ কে পরিবর্তন করা সম্ভব। যেকোনো ধরনের চাপা পড়া কষ্ট বা দুঃখ খুব সহজেই সল্টের মাধ্যমে খুঁজে বের করা এবং তার সহজ সমাধান করা সম্ভব। তাই এই অভিজ্ঞতা থেকে আমার শিক্ষা হচ্ছে খুব আন্তরিকতার সাথে সল্ট কনভার্সেশন করা যায় তাহলে সেটি সফল হয়। সেটা হোক নিজের বা অন্য কারোর। এই সল্ট অ্যাপ্রচ এর মাধ্যমে যেকোনো ধরনের সমস্যারই সহজ সমাধান বেরিয়ে আসে এবং সেটা টেকসইও হয়। যেটার একমাত্র দৃষ্টান্ত আমি নিজেই। আমার নিজের পরিবর্তন নিয়েই আমি আমার প্রথম ব্লগটি লিখলাম দয়া করে আপনারা সবাই একটু পড়বেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন।
<span;>My own change in family.
<span;> Before I started salt, I thought that I can meet all the needs of my family. Everyone is satisfied with me. But when I met my family, I found out that no one was happy with me. Everyone is angry with me.When I said to my (9 years old KG 3 student) son, when do I get angry? Then he said, always angry. I asked why the anger? Then he said that everyone's father took him to school by bike. I never take him to school by bike. School buses have to stand on the road. I never take it for a ride. When I asked my wife who is angry with me? Then he also said that I do not give them time. Spend time with friends. After knowing this, I dropped my son to school by bike while coming to office. During the holidays, I took the botanical garden to Gadkhali, the flower capital of Jessore, to visit different areas. Now they are satisfied with me.
<span;>By doing this I myself realized the change in my family and myself. So salt conversion is an important means by which people can be changed very easily. Any type of pent up pain or sorrow can be easily traced and resolved through salt. So my lesson from this experience is that salt conversion is successful if done with sincerity. Be it your own or someone else's. This SALT approach provides simple and sustainable solutions to any problem. I am the only example of that.
<span;>I wrote my first blog about my own change please all of you read and inspire me.
Tags:
© 2025 Created by Rituu B. Nanda. Powered by