Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

সল্টের সাথে আমার পরিচয় হয়েছে প্রায় দেড় বছর আগে। প্রথম দিকে আমি সল্ট সম্পর্কে খুব স্পষ্ট ধারণা পাইনি। কিন্তু ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে বুঝেছি সল্ট আসলে এক ধরনের শিক্ষা, সম্পর্ক গড়ে তোলা এবং পরিবর্তনের প্রক্রিয়া। এটি এমন এক পদ্ধতি যেখানে আমরা একে অপরের কাছ থেকে শিখি, শুনি এবং অনুপ্রেরণা পাই।

সল্ট করার সময় আমি দেখেছি, মানুষ যখন নিজের জীবনের অভিজ্ঞতা ও গল্প শেয়ার করে, তখন তাদের মধ্যে খোলামেলা ভাব তৈরি হয়। তাদের গল্প শুনে আমার ভেতরেও নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা জন্ম নেয়। এসব গল্প শুধু শোনার জন্য নয়, বরং এগুলো আমাকে আমার কাজের গতি ও আগ্রহ বাড়াতে সাহায্য করে।

আমি উপলব্ধি করেছি, সল্ট করার সময় আমরা যখন একে অপরকে মনোযোগ দিয়ে শুনি, তাদের কথা সম্মান করি এবং তাদের ইতিবাচক দিকগুলোকে স্বীকৃতি দিই তখন খুব দ্রুতই সম্পর্ক তৈরি হয়। এমনকি যাদের সাথে আগে কোনো সম্পর্ক ছিল না, তারাও একেবারে সহজে ঘনিষ্ঠ হয়ে ওঠে। এটা সম্ভব হয় কারণ সল্ট মানুষকে নিজের ভেতরের সৌন্দর্য ও শক্তিকে প্রকাশ করতে সহায়তা করে।

সল্ট শুধু ব্যক্তিগত সম্পর্ক নয়, বরং একটি কমিউনিটির চিন্তা-ভাবনা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে পারে। আমি দেখেছি, সল্ট করার মাধ্যমে মানুষ নিজেদের সম্পর্কে সচেতন হতে শুরু করে। তারা বুঝতে শেখেvনিজেদের জীবনকে এগিয়ে নিতে হলে নিজেরাই কিছু করতে হবে। এই সচেতনতা থেকেই আসে পরিবর্তনের শুরু।

সল্ট আমাকে আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছে আমাদের ভেতরে কী আছে, আমরা নিজেরাই সবসময় তা খুঁজে পাই না, কিন্তু অন্যের চোখ ও কথার মাধ্যমে তা চিনতে পারি। তাই সল্ট একদিকে যেমন শেখার, তেমনি অন্যদিকে সম্পর্ক গড়ার একটি প্রক্রিয়া।

সবচেয়ে ভালো লাগে এই কারণে যে, সল্ট নতুন অভিজ্ঞতা হলেও প্রত্যেকে এখান থেকে শেখার সুযোগ পায়। যাদের সাথে আমরা সল্ট করি, তাদের জীবনের গল্প শুনে তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জন্মায়। অপরিচিত মানুষও খুব দ্রুত আপন হয়ে যায়, আর এই সম্পর্ক থেকে শেখার মতো অনেক কিছু পাওয়া যায়।

I have known SALT for about one and a half years. At first, I did not understand it clearly. But slowly, through practice, I realized that SALT is a kind of learning, building relationships, and a process of change. It is a method where we learn from each other, listen to each other, and get inspired.

During SALT, I saw that when people share their life experiences and stories, they become open and honest. Listening to their stories gives me new energy and inspiration. These stories are not just for listening they help me work better and become more motivated.

I understood that during SALT, when we listen carefully to each other, respect what people say, and recognize their positive qualities, relationships grow quickly. Even people who did not know each other before become close easily. This happens because SALT helps people show their inner beauty and strength.

SALT is not only about personal relationships  it can also change the thinking and attitude of a whole community. I have seen that through SALT, people start to understand themselves better. They learn that to improve their lives, they must take action themselves. This awareness is where change begins.

SALT also taught me something important we do not always find what is inside us by ourselves, but we can see it through other people’s eyes and words. So, SALT is a process for both learning and building relationships.

I like SALT the most because, even though it is a new experience, everyone gets a chance to learn. Listening to the life stories of those we do SALT with creates respect and admiration for them. Even strangers become close quickly, and we can learn many things from these relationships.

Views: 31

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Nishat Tasnim Liza yesterday

আপনার লেখাটা পড়ে সত্যিই অনুপ্রাণিত হলাম।আপনি যেভাবে সল্টের মাধ্যমে শেখা, সম্পর্ক আর পরিবর্তনের দিকগুলো ব্যাখ্যা করেছেন, তা খুব সহজে বোঝা যায় এবং হৃদয় ছুঁয়ে যায়। বিশেষ করে যেভাবে আপনি বলেছেন,অন্যের চোখ ও কথার মাধ্যমে আমরা নিজেদের শক্তিকে চিনতে পারিএটা ভীষণ গুরুত্বপূর্ণ শিক্ষা। অসাধারণভাবে অভিজ্ঞতা শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ।

Comment by Brinty Saha yesterday
খুব সুন্দর করে সল্টের মূল বিষয়গুলো তুলে ধরেছেন, দিদি!❤️

© 2025   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service