Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

‎A Community-Run Preschool in Charbin Para চরবিন পাড়া কমিউনিটি স্কুল: স্বপ্ন থেকে বাস্তব



‎The first light of dawn had not yet spread. Through the fields of Chorbin Para, women were walking one by one. Some carried baskets of fresh vegetables on their heads, some held colorful flowers in their hands. They hurried to the market across the river. The men went towards the river to row boats, or took their cattle and goats to graze in the fields. Chorbin Para, a small village on the banks of the Brahmaputra River. Wide vegetable fields, open grounds, and tin-roofed houses together created a simple yet lively picture. The people here live by hard work. But in the middle of this busy life lies a deep worry. When mothers leave home early in the morning, their small children remain alone. Some go to play near the river, some sit at home and cry. Many times accidents almost happened, which the mothers cannot even count. While selling vegetables in the market, only one thought keeps turning in their minds: Where is my child now? Has he gone near the river? One day we sat with some mothers of Chorbin Para in a group SALT conversation. At first, the talk was about family and work. Suddenly I asked, “If you could dream, what would it be?” After some silence, one mother said, “If there were a safe place for our children, where they could stay, play, and learn a little, then we could go to work without worry.” Then all the mothers agreed together. Slowly the conversation grew. They began to dream of a preschool in their community. Later, when there was another group SALT, the dream became clearer. They said, “If there is a school in front of the temple, then all children can easily be kept there. The place is near and safe.” In this way, a dream was quietly born in Charbin Para.
‎Again, one day when there was Dream Building and Self-Assessment, it was seen that the mothers themselves wanted to take responsibility. They did not wait for outside help. Rather, they said, “We will form a committee, we will run it.” A school committee was formed. Together they decided that each child would pay 20 Taka per month. With this small amount, the school’s expenses could be managed.
‎Today in the Chorbin Para Community School, children stay from morning until their mothers return. They sing, play, and practice drawing. Most importantly, they are safe. Mothers now go to the market without worry, because they know their children are well. After work, they return home and hold their children with a smile. The Chorbin Para Community Preschool is not only a school. It is a dream born from mothers’ worries, which became reality through working together. It proves that if people want, with their own strength they can make the impossible possible. Now the children of Chorbin Para are not only safe, they are also building dreams for the future, and at the root of those dreams are the courage and unity of their mothers.



‎ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। চরবিন পাড়ার মাঠের মধ্যে দিয়ে একে একে বের হয়ে যাচ্ছেন মহিলারা। কারো মাথায় ঝাঁকা ভর্তি টাটকা শাকসবজি, কারো হাতে ঝুড়ি ভর্তি রঙিন ফুল। তারা ছুটছেন নদীর ওপারে বাজারের দিকে। পুরুষেরা কেউ নদীর দিকে যাচ্ছে নৈকা বাইতে, কেউ আবার পালিত গরু ছাগল নিয়ে বের হচ্ছে মাঠে চড়াতে। চরবিন পাড়া, ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা এক ছোট্ট গ্রাম। প্রশস্থ সবজির ক্ষেত, বিশাল খালি মাঠ, আর টিনের ছাউনি দেওয়া ঘরগুলো যেন মিলেমিশে এক সাদামাটা অথচ জীবনমুখী ছবি এঁকেছে। এখানকার মানুষরা কঠোর পরিশ্রম করে জীবন চালান। কিন্তু এই ব্যস্ত জীবনের মাঝেই লুকিয়ে আছে এক গভীর দুশ্চিন্তা। যখন মায়েরা ভোরে ঘর ছেড়ে বের হয়ে যান, তখন তাদের ছোট ছোট বাচ্চারা থেকে যায় একা। কেউ নদীর ধারে খেলতে চলে যায়, কেউবা ঘরে বসে কাঁদতে থাকে। কতবার যে দুর্ঘটনা ঘটার উপক্রম হয়েছে, মায়েরা গুনেও শেষ করতে পারেন না। বাজারে বসে শাক বিক্রি করতে করতে তাদের মাথায় শুধু একটাই চিন্তা ঘোরে। আমার বাচ্চাটা এখন কোথায়? নদীর ধারে যায়নি তো? একদিন চরবিন পাড়ার কয়েকজন মায়ের সাথে আমরা গ্রুপ SALT কনভারসেশনে বসি। প্রথমে গল্প হচ্ছিল সংসার, কাজকর্ম নিয়ে। হঠাৎ আমি তাদের জিজ্ঞেস করলাম, আপনারা যদি কোনো স্বপ্ন দেখতে পারেন, সেটা কী হবে? কিছুক্ষণ নীরবতা, তারপর এক মা বললেন, আমাদের বাচ্চাদের জন্য যদি একটা নিরাপদ জায়গা থাকতো। যেখানে তারা থাকতে পারতো, খেলতে পারতো আর একটু শিখতেও পারতো। তাহলেই আমরা নিশ্চিন্তে কাজে যেতে পারতাম। তারপর যেন সব মা একসাথে সায় দিলেন। ধীরে ধীরে কথোপকথন জমে উঠলো। সবাই স্বপ্ন দেখতে শুরু করলেন। নিজেদের কমিউনিটিতে একটা প্রি-স্কুল গড়ে তোলা। পরে যখন আবার গ্রুপ SALT হলো, তখন সেই স্বপ্নটা আরও পরিষ্কার হয়ে উঠলো। তারা বললেন, মন্দিরের সামনে যদি স্কুল হয়, তাহলে সব বাচ্চাকে সহজে সেখানে রাখা যাবে। জায়গাটা সবার কাছে, নিরাপদও। এভাবেই একটি স্বপ্ন নীরবে জন্ম নিলো চরবিন পাড়ায়। আবার একদিন যখন সেখানে ড্রিম বিল্ডিং ও সেলফ অ্যাসেসমেন্ট হলো, তখন দেখা গেলো, মায়েরা নিজেরাই দায়িত্ব নিতে চান। তারা বাইরের সাহায্যের অপেক্ষায় থাকলেন না। বরং বললেন, আমরাই কমিটি করবো, আমরাই চালাবো। একটি স্কুল কমিটি গঠন হলো। সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, প্রতিটি বাচ্চার কাছ থেকে মাসে ২০ টাকা বেতন নেওয়া হবে। এই সামান্য টাকায়ই স্কুল চালানোর খরচ মেটানো সম্ভব হলো।আজ চরবিন পাড়া কমিউনিটি স্কুলে বাচ্চারা সকাল থেকে মায়েরা ফেরার আগ পর্যন্ত থাকে। তারা গান গায়, খেলা করে, আঁকিবুকি শেখে। সবচেয়ে বড় কথা, তারা নিরাপদে থাকে।
‎মায়েরা নিশ্চিন্তে ভোরে বাজারে যাচ্ছেন, কাজ করছেন, কারণ তারা জানেন তাদের সন্তানরা এখন ভালো আছে। কাজ শেষে ফিরে এসে আবার হাসিমুখে সন্তানকে বুকে জড়িয়ে নিচ্ছেন। চরবিন পাড়া কমিউনিটি প্রি-স্কুল শুধু একটি স্কুল নয়। এটি মায়েদের দুশ্চিন্তা থেকে জন্ম নেওয়া একটি স্বপ্ন, যা একসাথে কাজ করার মাধ্যমে বাস্তবে পরিণত হয়েছে। এটি প্রমাণ করে, যদি মানুষ চায়, তবে নিজেদের শক্তিতেই অসম্ভবকে সম্ভব করা যায়। এখন চরবিন পাড়ার শিশুরা শুধু নিরাপদই নয়, তারা ভবিষ্যতের স্বপ্নও গড়ে তুলছে, আর সেই স্বপ্নের মূলে আছে তাদের মায়েদের সাহস এবং ঐক্য।

Views: 20

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Nishat Tasnim Liza 9 hours ago

From Chorbin Para we learn that real change begins with people’s own dreams and initiatives. The mothers did not wait for outside help; instead, they united, formed a committee, and started a preschool. This proves that community power and women’s courage can turn worries into solutions. When people work together, even the impossible becomes possible

© 2025   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service