Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP



I am Parvez, working with the Bede (River Gupsy) community in Munshiganj, Bangladesh. Today, I am talking about the Bede community in Munshiganj...

Through SALT conversations from the beginning of the Quota Movement and Mass Upsurging in Bangladesh, I have learned about their sufferings, hardships, losses, and bravery, from which I gained a lot of insights.

We have recently acquired a new Bangladesh. Through the people's movement, our Bangladesh has regained its independence. Everyone in the community is very happy with this independence because they have witnessed the severe oppression of students, with many students sacrificing their precious lives.

Recently, after the people's movement, the people in this area have found themselves in a state of helplessness. In the current situation, they are living in great fear, as theft, robbery, and looting are happening in various places, taking advantage of the overall instability in the country.

Additionally, due to the current situation in the country, almost all members of the community have been unable to work for about two months, making it very difficult for them to make a living and have proper meals.

However, things are gradually returning to normal, and the community members are hopeful that something good will come in the future.

Mofazzal Mia says that they are taking care of themselves, keeping watch at night, and coming forward to help one another when needed. By utilizing their unity, they are coping with the current situation.

A major lesson from Bangladesh’s people's movement is that when community members stay united, they can overcome any major disaster. Even amidst numerous adversities, a glimmer of hope can be seen.

সাম্প্রদায়িক ঐক্যের গল্প :-

আমি পারভেজ, বাংলাদেশের মুন্সিগঞ্জে কাজ করছি বেদে সম্প্রদায় নিয়ে। আজকে মুন্সিগঞ্জের বেদে সম্প্রদায় নিয়ে বলছি,,,

গণ আন্দোলন এর সময় থেকে সল্ট আলোচনার মাধ্যমে তাদের দু:খ, কষ্ট, হারানোর আর সাহসিকতার গল্প জানতে পারি, যেখান থেকে আমি অনেক কিছু শিখলাম।

অল্প কিছুদিন হলো আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। গণ আন্দোলন এর মধ্য দিয়ে আমাদের বাংলাদেশ নতুন করে আবারও স্বাধীন হয়েছে। কমিউনিটির সবাই এই স্বাধীনতা পেয়ে খুব খুশি কারণ তারা দেখেছে শিক্ষার্থীদের ওপর কতটা অত্যাচার করা হয়েছে অনেক শিক্ষার্থী তাদের মূল্যবান জীবন পর্যন্ত দিয়েছে।

সম্প্রতি ঘটে যাওয়া গণ আন্দলোনের পরে এই এলাকার মানুষেরা অসহায় হয়ে পরে। বর্তমান পরিস্থিতিতে তারা খুবই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে, কারণ দেশের সার্বিক অবস্থার সুযোগ নিয়ে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে, লুটপাট হচ্ছে।

পাশাপাশি দেশের এই পরিস্থিতির জন্য কমিউনিটির সকলেই প্রায় ২ মাস কাজ করতে যেতে পারেনি তাই তাদের জীবিকা নির্বাহ করতে খুবই কষ্ট হচ্ছে ঠিকমতো তিনবেলা খেতে পারছে না।

কিন্তু এখন আস্তে আস্তে সবকিছুই স্বাভাবিক হচ্ছে, কমিউনিটির মানুষেরাও আশাবাদী সামনে অবশ্যই ভালোকিছু হবে।

মো: তারামিয়া বলেন তারা নিজেরাই তাদের খেয়াল রাখছে রাত জেগে পাহাড়া দিচ্ছে, একজনের প্রয়োজনে আরেকজন এগিয়ে আসছে। নিজেদের ঐক্যবদ্ধতা কাজে লাগিয়ে বর্তমান পরিস্থিতির মোকাবিলা করছে।

বাংলাদেশের এই গণ আন্দলোনের থেকে পাওয়া একটা বড় শিক্ষা যে, সম্প্রদায়ের মানুষেরা ঐক্যবদ্ধ থাকলে যেকোনো বড় বিপদের মোকাবিলা করা যায়। হাজারো বিপদের মধ্যেও আশার আলো দেখা যায়।

Views: 150

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Santi rambari on August 26, 2024 at 8:26pm

পারভেজ এর জন‍্য শুভকামনা। এই লেখা আমার উৎসাহ দ্বিগুন বাড়িয়ে দিয়েছে।

Comment by Sadia Jafrin on August 24, 2024 at 11:46am

Thank you very much for your writing. It's inspiring. The people of Bangladesh are rising.

Comment by Shahrukh Atpade on August 24, 2024 at 7:33am

"Take care and stay safe. Everything will turn out as it should."

© 2025   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service