Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
কমিউনিটির যমুনা গ্রুপের সদস্যরা স্বপ্ন দেখেছিলেন যে,তাদের বাড়ির পাশে বর্ষার পানিতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয় তা নিরশনের জন্য পাম্প মেশিনের মাধ্যমে অস্থায়ী ভাবে পানি সেচের মাধ্যমে সমাধান নয় বরং একটি স্থায়ী সমস্যার সমাধান করা দরকার। যার ফলশ্রুতিতে যমুনা গ্রুপের সদস্যরা একত্রিত হয়ে গত ০৭ই অক্টোবর ২০২৪ তারিখে সল্ট কার্যক্রমের মধ্য দিয়ে অস্থায়ীভাবে জলাবদ্ধতা দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে এলাকাবাসীকে অনুপ্রাণিত করেছে।
বর্তমানে যমুনা গ্রুপের সদস্যরা আলোচনা সভার মাধ্যমে সিদ্ধান্ত নেয় যে বড়দেরকে সঙ্গে নিয়ে এই কাজগুলোর কিভাবে স্থায়ী সমাধান করা যায়। সেই চিন্তা ভাবনা থেকে তারা তাদের অভিভাবকদের সাথে কথা বলে এবং যমুনা গ্রুপের সদস্যদের অভিভাবকগন গ্রুপের সদস্যদের ডাকে সাড়া দিয়ে এলাকার মানুষের সাথে কথা বলে নিজেরাই টাকা কালেকশন করে ২টি পাইপ ২,১০০ টাকা দিয়ে কিনেছে। বাকি পাইপ প্রাপ্তি সাপেক্ষে ক্রয় করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। বাস্তব ভিত্তিতে কাজের ক্ষেত্র বিশেষ অভিভাবকগণ আলোচনা করেন ৫ ইঞ্চি পাইপ এর পরিবর্তে যদি ৮ ইঞ্চি পাইপ দেওয়া হয় তাহলে পানি দ্রুত নিষ্কাশন হবে এবং কোন ঝুকি থাকবেনা
আর কোন পরিবার জলবদ্ধতার কারণে ভোগান্তি বা ক্ষতির সম্মুখীন হবে না । তাই তারা আগের পাইপ ফেরত দিয়ে চওড়ায় ৮ ইঞ্চি পাইপ এবং লম্বায় ২০ ফিট করে ২ টি পাইপ ৫,০০০- টাকা দিয়ে কিনে আনেন এবং পাইপ দুইটি মাটির নিচ দিয়ে একজন শ্রমিক সহ যমুনা গ্রুপের সদস্যদের কয়েকজন অভিভাবক মিলে রাতেই এই কাজটি সম্পন করেন।
‘'Small Dream but Bigger Solution''
Comment
Inspiring! Thank you for sharing Shahida apa. Our community has same problem. We will share this story with our community.
Excellent
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence