Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

Breaking Chains: How Healthy Masculinity Transforms Lives

In today's Blog, I would like to talk about two young men who have not only listened to the topic of healthy masculinity, but also sincerely understood it. Their perspective made us think a lot. Ariful and Ibrahim, discussed personal masculinity. Later, we had a group SALT session with them, where healthy masculinity was discussed. In the session, they shared their perspectives and thoughts.

The discussion came up with—
Masculinity does not just mean being strong but also being responsible, showing respect in the family and society, and treating both men and women equally. In addition, boys' emotions were also discussed. They openly expressed their feelings.

The main points of the discussion were-
1. Different types of emotions:

They said that just as boys laugh and are happy, they also feel sad, afraid, and want to cry. But society often thinks that boys should only be strong, showing emotions is weakness.

2. Concepts about qualities:

Boys should have responsibility, courage, cooperation, and standing by their family.

Girls should have love, care, confidence and the ability to express themselves.

Finally, they realized that these qualities should actually be present in all boys and girls, and there is no need to share them separately.

3. Emotional story:
One shared that when he was a child, he wanted to cry a lot, but his parents or people around him would say - "Boys don't cry." This created pressure inside him, he felt that expressing emotions was a weakness.

This experience hurt him, because he could not speak his mind openly.

4. What can we do:
They said - we can share at least one emotion with a friend, family or someone we trust. In addition, we need to listen to each other and stand by each other. If boys cry, are afraid, or express sadness, then we should take it as normal.

Through this discussion, both Ariful and Ibrahim realized that practicing positive masculinity increases peace, respect and cooperation in the family and society.

But the discussion doesn't end here...
They started thinking - how can they bring this change to their family, friends or others in society!!!


Bangli


আজকের ব্লগে এমন দুইজন যুবকের কথা বলতে চাই, যারা স্বাস্থ্যকর পুরুষত্ব বিষয়টিকে শুধু শোনেনি, বরং আন্তরিকভাবে উপলব্ধি করেছে। তাদের দৃষ্টিভঙ্গি আমাদের অনেক কিছু ভাবিয়েছে। আরিফুল ও ইব্রাহীম, এর সাথে ব্যক্তিগত মাসকুলিনিটি নিয়ে আলোচনা করা হয়। পরে তাদের নিয়ে একটি গ্রুপ সল্ট সেশন করি, যেখানে স্বাস্থ্যকর পুরুষত্ব (Healthy Masculinity) নিয়ে আলোচনা হয়। সেশনে তারা নিজেদের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা শেয়ার করেন। আলোচনায় উঠে আসে—
মাসকুলিনিটি মানে শুধু শক্তিশালী হওয়া নয় বরং দায়িত্বশীল হওয়া, পরিবার ও সমাজে সম্মান দেখানো, এবং নারী-পুরুষ সবার প্রতি সমান আচরণ করা। এছাড়া ছেলেদের আবেগ নিয়েও আলোচনা হয়। তারা মন খুলে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।

আলোচনার মূল পয়েন্টগুলো ছিল-
১. বিভিন্ন ধরণের আবেগ:
তারা বলেন, ছেলেরা যেমন হাসে, খুশি হয়, তেমনি তারা দুঃখ পায়, ভয় পায়, কাঁদতেও চায়। কিন্তু সমাজ অনেক সময় ভাবে ছেলেরা শুধু শক্ত হতে হবে, আবেগ দেখানো দুর্বলতা।

২. গুণাবলী নিয়ে ধারণা:
ছেলেদের মধ্যে থাকা উচিত দায়িত্বশীলতা, সাহস, সহযোগিতা, পরিবারের পাশে দাঁড়ানো।

মেয়েদের মধ্যে থাকা উচিত ভালোবাসা, যত্ন, আত্মবিশ্বাস এবং নিজের মত প্রকাশের ক্ষমতা।

শেষে তারা উপলব্ধি করেন- আসলে এই গুণগুলো ছেলে-মেয়ে সবার মধ্যেই থাকা দরকার, আলাদা করে ভাগ করার প্রয়োজন নেই।

৩. আবেগের গল্প:
একজন শেয়ার করেন, ছোটবেলায় তার খুব কাঁদতে ইচ্ছে করত, কিন্তু বাবা-মা বা আশেপাশের লোকেরা বলত - "ছেলেরা কাঁদে না।" এতে তার ভেতরে চাপ তৈরি হয়েছিল, মনে হয়েছিল আবেগ প্রকাশ করা দুর্বলতা।
এই অভিজ্ঞতা তাকে কষ্ট দিয়েছে, কারণ সে মন খুলে কথা বলতে পারেনি।

৪. আমরা কী করতে পারি:
তারা বলেন— অন্তত একটি আবেগ আমরা বন্ধু, পরিবার বা বিশ্বস্ত কারো সাথে ভাগ করতে পারি এছাড়া একে অপরকে শুনতে হবে এবং পাশে দাঁড়াতে হবে। ছেলেরা যদি কাঁদে, ভয় পায়, বা দুঃখ প্রকাশ করে, তাহলে সেটিকে স্বাভাবিকভাবে নিতে হবে।

এই আলোচনার মাধ্যমে আরিফুল ও ইব্রাহীম দুজনেই উপলব্ধি করেন যে, ইতিবাচক পুরুষত্ব চর্চা করলে পরিবার ও সমাজে শান্তি, সম্মান ও সহযোগিতা বৃদ্ধি পায়।

কিন্তু এখানেই আলোচনার শেষ নয়…
তারা ভাবতে শুরু করলেন- কীভাবে নিজের পরিবার, বন্ধু কিংবা সমাজের অন্যদের মধ্যেও এই পরিবর্তন আনা যায়!!!

Views: 13

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Shahrukh Atpade 1 hour ago

Men have feelings but lack the means to express them. But the discussion on masculinity has provided young men with an easy and powerful way to express their feelings.

© 2025   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service