মোছা: ফারজানা ইয়াসিম বাসা নং - ১৬ তার সাথে কথোপকথন করে এটাই বুঝলাম যে সে তার ছোটবেলায় দারিদ্রতার জন্য ১০০ টাকা স্কুলের বেতন দিতে ব্যর্থ হওয়া সে আর কখনো স্কুলে যেতে পারেনি পরে অল্প বয়সে বিয়ে হয়ে যায়। বিয়ের পরে অনেক ধরণের সমস্যা হয়। সে এখন স্বপ্ন দেখে তার সন্তানদের মানুষের মতো মানুষ করবে, তার জন্য সন্তানদের এখন স্কুলে পাঠায়। আর ভাবেন দারিদ্রতা যেন তার সন্তানরাদের কোনো ক্ষতি না হয়। সে তার সন্তানদের নিয়ে স্বপ্ন পূরণ এগিয়ে যাচ্ছে।
◑ এখানে শিখলাম যে একজন মানুষের জীবনে অপূর্ণতাগুলো সে পূর্ণতা করতে পারে শুধুমাত্র তার ইচ্ছা শক্তি দ্বারা। ◑ দারিদ্রতা টা সাময়িক সেটা একসময় কাটিয়ে উঠা যায়। ◑ হতাশা নয় মনোবল থাকাটা প্রয়োজন এর বলে অসম্ভব কিছু সম্ভব করা যায়।
অনুভূতিঃ - তার সাথে কথোপকথন করার শেষে তার জীবনের গল্প আমার সাথে শেয়ার করতে পেরে সে অনেক আনন্দিত ও আবেগ প্রকাশ করেন এবং তিনি আমাকে বলেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার স্বপ্নগুলো সন্তানদের মাধ্যমে পূরণ করতে পারে।
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence