Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

SALT conversation with Mrs. Lipi Khatun HH #269, Village Pechakola, conducted by Mr. Bayazid Bostami, BRED

Mrs. Lipi Khatun is a housewife. One of the participants through a project funded by GFC lives in the village of Pechakola. She is 30 years old. Her husband's name is Nazrul Islam, he is a businessman. She has two children, one son and one daughter. If you have a SALT conversation with him, you are asked to know in the beginning that,

1. Share something from your life that you are proud of? She reminisces about one event house. Went to the house for an event. Dawat picked up a gold earring from the house. Then he realized that the earring would be the ceremony of someone in the house. Then he started looking for the real owner. In the end, getting the real owner of the earrings gives him back his lost thing. The original owner was very happy to have lost the lost earring and thanked him. He feels proud of himself when he thinks about this.

◑ He is asked the second question- what are your hopes and concerns for the village? She said that there should always be peace in the village, as they send my children to school properly, they study properly so that it is like this in every house in the village. It is hoped that everyone maintains good relations with neighbors.

◑ When asked the third question, what steps you are taking or what you want to take to solve these thoughts or concerns,
she says, I always try to make the parents of the area aware, especially children, young people and young women to send them to school. Because poverty can be eradicated through education. Just as my children are aware of their studies, we try to convince others and the goal of awareness of others.

◑ The subject of honesty was instructive from his story. Being an ordinary person in the village, the thoughts about children, young and young women of the area are important. First of all you have to be aware of yourself and then make others aware.

Feeling: Finally, when asked about his feelings, she said, "It's great to share my story with you." I am also trying to make the area a good awareness. If everyone emphasizes the issues of education in children, young people and young women from their respective positions, then the village will change. No one will want to listen to my thoughts because everyone is busy but I felt very reliable after telling you.


মোছাঃ লিপি খাতুন
স্বামী: নজরুল ইসলাম
বাসা নং - ২৬৯

মোছ: লিপি খাতুন একজন গৃহিনী। জিএফসি-এর অর্থায়নে পরিচালিত প্রকল্পে মাধ্যমে অংশগ্রহণকারীদের একজন, পেচাকোলা গ্রামে থাকেন। তার বয়স ৩০ বছর। তার স্বামীর নাম নজরুল ইসলাম, সে একজন ব্যবসায়ী। তার দুই সন্তান রয়েছে এক ছেলে ও এক মেয়ে । তার সাথে সল্ট কনভারসেশন করলে তার কাছ থেকে শুরুতে জানতে চাওয়া হয় যে,

১। আপনার জীবন থেকে এমন কিছু শেয়ার করুন যা নিয়ে আপনি গর্বিত?
তিনি এক অনুষ্ঠান বাড়ির স্মৃতি চারণ করেন।
এক অনুষ্ঠান বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। দাওয়াত বাড়ি থেকে একটি স্বর্ণের কানের দুল কুড়িয়ে পেয়েছিলেন। তখন তিনি বুঝতে পারেন যে, কানের দুলটি অনুষ্ঠান বাড়ির কারো হবে। তখন তিনি আসল মালিককে খোঁজ করতে থাকেন। শেষ পর্যন্ত কানের দুলের আসল মালিক পেয়ে তাকে তার হারনো জিনিসটি ফেরত দিয়ে দেয়। আসল মালিক হারানো কানের দুলটি ফিরে পেরে অনেক আনন্দিত হয় ও তাকে ধন্যবাদ জানায়। এই বিষয়টি তার ভাবলে তিনি নিজেকে গর্বিত মনে করেন।

◑ তাকে দ্বিতীয় প্রশ্নটি করা হয়-
গ্রামের জন্য আপনার আশা এবং উদ্বেগ কি?
তিনি বলেন গ্রামটিতে যেন সবসময় শান্তি বিরাজ করে, আমার সন্তানদের যেমন ঠিক মত স্কুলে পাঠায় ওরা ঠিক মত পড়াশুনা করে এটি যেন গ্রামে প্রত্যেক ঘরে ঘরে এমন হয়। প্রতিবেশীদের সাথে সবার সুসম্পর্ক বজায় থাকে এটি আশা।

◑ তাকে তৃতীয় প্রশ্ন করলে,
এই ভাবনা বা উদ্বেগগুলি সমাধান করার জন্য আপনি কী পদক্ষেপ নিচ্ছেন বা কী নিতে চান জানতে চাইলে তিনি বলে,

আমি সবসময় চেষ্টা করি এলাকার অভিভাবকদের সচেতন করতে বিশেষ করে শিশু, তরুন ও তরুণীদের স্কুলে পাঠাতে বলি। কারণ শিক্ষার মাধ্যমে দারিদ্র্য দূর হতে পারে। আমার সন্তাদের যেমন পড়াশুনা করারনো বিষয়ে যেমন সচেতন তেমন অন্যদের ও সচেতনার লক্ষ্য সবাইকে বোঝানোর চেষ্টা করে থাকি।


◑ শিক্ষণীয়
তার গল্প থেকে সততার বিষয়টি শিক্ষণীয় ছিল। গ্রামের একজন সাধারণ ব্যক্তি হয়েও এলাকার শিশু, তরুন ও তরুণী নিয়ে চিন্তা ভাবনা গুলো গুরুত্বপূর্ন। সবার আগে নিজে সচেতন থাকতে হবে এবং পরে অন্যদের সচেতন করতে হবে।


অনুভূতি :
পরিশেষে, তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমার গল্পটি আপনার কাছে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগছে। আমি যে চেষ্টা করে যাচ্ছি এলাকাটিকে সুন্দর সচেতনা করতে এটাও প্রাপ্তি। সকলে যদি আমার মত যার যার অবস্থান থেকে শিশু, তরুণ, তরুণীদে শিক্ষার ব্যাপার গুলো জোর দেয় তাহলে গ্রামটি পালটে যাবে। আমার চিন্তা ভাবনা গুলো কেউ শুনতে চাইবে না কারণ সবার যার যার মত ব্যস্ত তবে আপনার কাছে বলতে পরে আমি অনেকটা নির্ভরযোগ্য মনে হয়েছে।

Views: 18

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

© 2024   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service