Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
In the Pechakola community, the two neighborhoods—Eidmath Para and Sarkar Para—used to see each other as rivals. The youth wasted time on mobile phones, showing little interest in studies or sports. Among them prevailed a toxic masculinity—showing off strength, competing to defeat one another, and believing themselves to be the best. They could not express their emotions; sadness, fear, or vulnerability were seen as signs of weakness, so they kept everything bottled up.
But when they got involved in SALT activities, their mindset gradually began to change. They realized that strength is not just about competition but also about cooperation, respect, and unity. From this realization came a new thought: “Instead of being rivals, let’s do something together.”
Connection between Masculinity and SALT
The SALT process helped them develop habits of listening, appreciating, and planning together. It transformed their toxic masculinity into healthy masculinity. SALT taught them that real strength is not about breaking but about building.
Organizing the Stimulate Football Match
The youth themselves decided to organize a football match, naming it the Stimulate Football Match. Two teams participated—Team Tiger and Cholo Egiye Jai. Through this game, they learned the core principles of healthy masculinity:
Toxic Masculinity vs. Healthy Masculinity
Before: Toxic Masculinity
Now, through Stimulate Football Match & SALT:
Outcomes of the Stimulate Football Match
Improved Relationships & Unity
Development of Positive Masculinity
Increased Confidence & Leadership
Physical & Mental Growth
Community Participation & Social Bonding
Lessons from SALT and Positive Masculinity
When youth are given the right opportunities, they can use their energy to transform the community. It is possible to move from competition to collaboration—if we believe in them.
In the beginning, some members of Cholo Egiye Jai felt jealous of Team Tiger’s success and saw them as rivals. But through SALT and Positive Masculinity sessions, they learned that success is not just individual—it is for the entire community. They realized that by joining hands in community development efforts, they could become stronger, more innovative, and build an ideal community together.
This experience awakened their inner strength. They realized that true strength lies in working together, collaborating, and actively participating in the development of the community. Isolated efforts cannot bring lasting change—collective action can.
The Stimulate Football Match was not just a game. It was a powerful example of youth leadership, social unity, and learning healthy masculinity. Through SALT, the youth learned that life is not just about winning but about respecting and supporting one another, and finding joy and strength in working for the betterment of the whole community.
Bangla Part
পেচাঁকোলা কমিউনিটির দুই পাড়া—ঈদমাঠ পাড়া এবং সরকারপাড়া—আগে একে অপরকে প্রতিদ্বন্দ্বী ভাবত। যুবরা সময় নষ্ট করত মোবাইলে, পড়াশোনা বা খেলাধুলায় আগ্রহ দেখাত না। তাদের মধ্যে কাজ করত একটি Toxic Masculinity—শক্তি দেখানো, একে অপরকে হারানোর প্রতিযোগিতা, নিজেরাই সেরা ভাবা। তারা নিজের আবেগ প্রকাশ করতে পারত না; দুঃখ, ভয় বা দুর্বলতা দেখালে তা দুর্বলতা মনে হবে—এই ভয়ে সব চেপে রাখত।
কিন্তু যখন তারা SALT কার্যক্রমের সঙ্গে যুক্ত হলো, ধীরে ধীরে তাদের চিন্তাভাবনা বদলাতে শুরু করল। তারা বুঝল, শক্তি মানে শুধুই প্রতিযোগিতা নয়, বরং সহযোগিতা, সম্মান এবং ঐক্য। এখান থেকেই জন্ম নিল নতুন চিন্তাভাবনা—“আসো, প্রতিদ্বন্দ্বী না হয়ে আমরা একসাথে কিছু করি।”
Masculinity ও SALT-এর সংযোগ
SALT প্রক্রিয়া তাদের মধ্যে শোনা, মূল্যায়ন করা, একসাথে পরিকল্পনা করা—এই অভ্যাসগুলো তৈরি করেছে। এটি Toxic Masculinity কে Healthy Masculinity তে রূপান্তর করেছে। SALT শিখিয়েছে, শক্তি মানে ভাঙা নয়, বরং গড়া।
ফুটবল ম্যাচের আয়োজন: Stimulate Football Match
যুবকেরা নিজে বসে ঠিক করল একটি ফুটবল ম্যাচ আয়োজন করবে, নাম দিলো Stimulate Football Match। খেলায় অংশ নিল দুই দল—Team Tiger এবং Cholo Egiye Jai। খেলাধুলার মধ্যেই তারা শিখল Healthy Masculinity এর মূল দিকগুলো:
Toxic Masculinity বনাম Healthy Masculinity
আগে ছিল Toxic Masculinity:
এখন, Stimulate Football Match ও SALT-এর মাধ্যমে:
খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক গঠন, মোবাইল আসক্তি থেকে মুক্তি
Outcome of Stimulate Football Match
সম্পর্ক উন্নয়ন ও ঐক্য সৃষ্টি
ইতিবাচক Masculinity গড়ে ওঠা
শারীরিক ও মানসিক বিকাশ
SALT ও Positive Masculinity থেকে শেখা পাঠ
যুবকদের যদি সঠিকভাবে সুযোগ দেওয়া যায়, তারা নিজেদের শক্তি দিয়ে কমিউনিটিকে বদলে দিতে পারে। প্রতিযোগিতা থেকে সহযোগিতায় রূপান্তর সম্ভব, যদি আমরা বিশ্বাস রাখি।
প্রথম দিকে, টাইগার টিমের সফলতা দেখে ‘চলো এগিয়ে যাই’ দলের কিছু সদস্য ঈর্ষান্বিত হয়ে তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করত। কিন্তু SALT ও Positive Masculinity সেশনগুলোতে তারা শিখল, সফলতা শুধুই ব্যক্তিগত নয়—পুরো কমিউনিটির উন্নয়নের জন্য। তারা উপলব্ধি করল, সহযোগিতার মাধ্যমে তারা আরও শক্তিশালী, উদ্ভাবনী ও আদর্শ কমিউনিটি গড়ে তুলতে পারবে।
এই অভিজ্ঞতা তাদের ভেতরের শক্তি জাগিয়ে তোলে। তারা বুঝতে পারে, সত্যিকারের শক্তি হল একসাথে কাজ করা, সহযোগিতা করা এবং কমিউনিটির উন্নয়নে সক্রিয়ভাবে অংশ নেওয়া। বিচ্ছিন্ন প্রচেষ্টা নয়, সম্মিলিত উদ্যোগই স্থায়ী পরিবর্তনের পথ।
Stimulate Football Match শুধু একটি খেলা নয়। এটি ছিল যুব নেতৃত্ব, সামাজিক ঐক্য ও Healthy Masculinity শেখার একটি কার্যকর উদাহরণ। SALT-এর মাধ্যমে যুবরা শিখেছে কেবল জেতার জন্য নয়, বরং একে অপরকে সম্মান ও সমর্থন দিয়ে কমিউনিটির জন্য কাজ করার শক্তি ও আনন্দ কেমন হয়।
Comment
Very well written. Thank you very much.
Great job Bayezid vai 👍🏻
Excellent Facilitation Bayazid bhai
Thank you, I'm also learning as I talk about healthy masculinity.
You are teaching me about different aspects around masculinity Bayazid. Thankyou
Thanks Manira apa.
Great facilitation Bayazid bhai.Awesome achievement from your community.
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence