Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
In earlier days, there were some sensual ideas in the society for example, men does not mean crying, cooking is women's work, outsider's responsibility is man's. But times have changed, people's thinking is also changing.
Now the definition of masculinity is being revised through initiatives like the SALT process with a healthy, balanced and sympathetic approach. Today we are writing new history.
Toxic masculinity has emerged as a deep social problem in modern society. The concept of traditional masculinity that discourages men from emotional, indulges violence and maintains a gender-based role is having a harmful effect on the individual, family and collective levels. In this context, the Salt (SALT - Stimulate, Appreciate, Learn/Listen, Transfer) method is acting as a breakthrough tool.
Ways to get rid of toxic masculinity:
Traditional "toxic masculinity" (toxic masculinity) prevents men from expressing emotions, supporting violence and sustaining gender-based discrimination. But the SALT system is breaking this trend and building empathy, responsibility and equality among men. It's not just the idea a realistic social movement, the proof of which we can see in our daily life. Positive changes in personal and social life
Men's participation in housework: Examples of breaking gender inequality
• Ashiq Bhai not only cooks for himself but also for the staff of our project.
• Despite being an account officer, Azad Bhai cooperates with his wife in cooking, cleaning and other household chores.
• This has changed in my own life too previously considered family work a "woman's duty", now I actively participate in cooking and housework.
This has deepened the relationship between the whole family, the understanding has increased. These examples prove that work has no gender. Any work can be done by either a woman or a man!
Role Models in Society:
Creating New Illustration
• Zubair now regularly assists his mother and sister in the work, which was previously considered "only girls' work."
• Bashar has set a new example of equality in the family by actively participating in the upbringing of children and taking care of his wife. • Rizvi educational institutions are creating awareness to eliminate gender inequality among children, where boys and girls are learning all the work together.
• These changes are not only personal success, but the first step to building a healthy and egalitarian society.
The role of positive masculinity in sustainable development positive masculinity not only liberates men, but also builds a beautiful society with men and women.
Effect of:
• In the family: relationships increase happiness, responsibilities are shared.
• Workplace: Men and women participate equally, evaluated on the basis of skills.
• Society: Violence is reduced, a culture of respect and cooperation is developed.
The SALT process is accelerating this change, which is not just words a realistic and powerful movement. The dream of a new society is not an idealistic thought, but rather a practical philosophy that advances the individual, family and society. A just society is possible when men make their role cooperative, sensitive and responsible. Let there be a new definition of masculinity, empathy and equality because the real strength is the courage to change.
Bangli Part
প্রেক্ষাপট:
আগেকার দিনে সমাজে কিছু গৎবাঁধা ধারণা প্রচলিত ছিল- যেমন, পুরুষ মানেই কাঁদবে না, রান্না নারীর কাজ, বাইরের দায়িত্ব পুরুষের। কিন্তু সময় বদলেছে, মানুষের চিন্তাভাবনাও বদলাচ্ছে। এখন সল্ট প্রক্রিয়ার মতো উদ্যোগের মাধ্যমে পুরুষত্বের সংজ্ঞাকে নতুনভাবে দেখা হচ্ছে একটা সুস্থ, ভারসাম্যপূর্ণ ও সহমর্মী দৃষ্টিভঙ্গি নিয়ে। আজ আমরা লিখছি নতুন ইতিহাস।
আধুনিক সমাজে বিষাক্ত পুরুষত্ব (Toxic Masculinity) একটি গভীর সামাজিক সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছে। প্রথাগত পুরুষত্বের ধারণা যা পুরুষদের আবেগপ্রকাশে নিরুৎসাহিত করে, সহিংসতাকে প্রশ্রয় দেয় এবং লিঙ্গভিত্তিক ভূমিকা বজায় রাখে - তা ব্যক্তি, পরিবার ও সমষ্টিগত পর্যায়ে ক্ষতিকর প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে, সল্ট (SALT - Stimulate, Appreciate, Learn/Listen, Transfer) পদ্ধতি একটি যুগান্তকারী হাতিয়ার হিসেবে কাজ করছে।
বিষাক্ত পুরুষত্ব থেকে মুক্তির পথ:
প্রথাগত "টক্সিক মাসকুলিনিটি" (বিষাক্ত পুরুষত্ব) পুরুষদের আবেগ প্রকাশে বাধা দেয়, সহিংসতাকে সমর্থন করে এবং লিঙ্গভিত্তিক বৈষম্যকে টিকিয়ে রাখে। কিন্তু সল্ট পদ্ধতি এই ধারাকে ভেঙে দিয়ে পুরুষদের মধ্যে সহমর্মিতা, দায়িত্বশীলতা ও সমতা গড়ে তুলছে। এটি শুধু ধারণা নয় একটি বাস্তবসম্মত সামাজিক আন্দোলন, যার প্রমাণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাচ্ছি।
ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন
ঘরের কাজে পুরুষদের অংশগ্রহণ: লিঙ্গবৈষম্য ভাঙার উদাহরণ
• আশিক ভাই শুধু নিজের জন্য রান্না করেন না, বরং আমাদের প্রকল্পের স্টাফদের জন্যও রান্না করেন।
• আজাদ ভাই একজন অ্যাকাউন্ট অফিসার হওয়া সত্ত্বেও নিজের স্ত্রীর সাথে রান্না, ঘর পরিষ্কার ও অন্যান্য গৃহস্থালি কাজে সহযোগিতা করেন।
• আমার নিজের জীবনেও এই পরিবর্তন এসেছে আগে পরিবারের কাজকে "নারীর দায়িত্ব" মনে করলাম, এখন আমি রান্না ও ঘরের কাজে সক্রিয়ভাবে অংশ নিই। এতে পরিবারের সবার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে, বোঝাপড়া বেড়েছে।
এসব উদাহরণ প্রমাণ করে কাজের কোনো লিঙ্গ নেই। যে কোনো কাজ নারী বা পুরুষ যে কেউই করতে পারেন!
সমাজে রোল মডেল: নতুন দৃষ্টান্ত তৈরি
• জুবায়ের এখন নিয়মিত তার মা ও বোনের কাজে সাহায্য করে, যা আগে "শুধু মেয়েদের কাজ" বলে মনে করা হতো।
• বাশার সন্তান লালন-পালন ও স্ত্রীর যত্নে সক্রিয়ভাবে অংশ নিয়ে পরিবারে সমতার নতুন নজির স্থাপন করেছেন।
• রিজভি শিক্ষা প্রতিষ্ঠান শিশুদের মধ্যে লিঙ্গবৈষম্য দূর করতে সচেতনতা তৈরি করছে, যেখানে ছেলে ও মেয়ে সবাই একসাথে সব কাজ শিখছে।
• এই পরিবর্তনগুলো শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং একটি সুস্থ ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার প্রথম ধাপ।
টেকসই উন্নয়নে ইতিবাচক মাসকুলিনিটির ভূমিকা
ইতিবাচক পুরুষত্ব শুধু পুরুষদেরই মুক্ত করে না, বরং নারী-পুরুষ সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়ে তোলে। এর প্রভাব:
• পরিবারে: সম্পর্কে সুখ-শান্তি বাড়ে, দায়িত্ব ভাগাভাগি হয়।
• কর্মক্ষেত্রে: নারী-পুরুষ সমানভাবে অংশগ্রহণ করে, দক্ষতার ভিত্তিতে মূল্যায়ন হয়।
• সমাজে: সহিংসতা কমে, সম্মান ও সহযোগিতার সংস্কৃতি গড়ে ওঠে।
সল্ট প্রক্রিয়া এই পরিবর্তনকে ত্বরান্বিত করছে, যা শুধু কথার কথা নয় একটি বাস্তবসম্মত ও শক্তিশালী আন্দোলন।
নতুন সমাজের স্বপ্ন
ইতিবাচক মাসকুলিনিটি কোনো আদর্শবাদী চিন্তা নয়, বরং এটি একটি ব্যবহারিক দর্শন যা ব্যক্তি, পরিবার ও সমাজকে এগিয়ে নেয়। যখন পুরুষরা তাদের ভূমিকাকে সহযোগী, সংবেদনশীল ও দায়িত্বশীল হিসেবে গড়ে তোলে, তখনই একটি ন্যায়ভিত্তিক সমাজ সম্ভব।
"পুরুষত্বের নতুন সংজ্ঞা হোক সহমর্মিতা ও সমতার কারণ প্রকৃত শক্তি হলো পরিবর্তনের সাহস।"
Comment
Thank you Bayazid...!
I learned a lot from reading your blog. I will definitely benefit from your written experience while working on masculinity.
It's good to see how community is accepting healthy masculinity with positivity!
Thanks Rituu for the inquiry. Through SALT and working with healthy masculinity, boys and men are learning how to behave in their families and communities with respect, equality and responsibility. This enables them to build compassionate, supportive and violence free relationships that benefit everyone.
Thanks Bayazid, how is it helping the boys and men?
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence