Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
"অফিসিয়াল স্টাফদের মাঝে গ্রুপ SALT সেশন"
অফিসের স্টাফদের সঙ্গে Masculinity Individual SALT করার পর, কিছু কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ে একটি Group SALT আয়োজন করি। এই সেশনে পুরুষ ও মহিলা—সব শ্রেণির স্টাফ অংশগ্রহণ করেন। সবাই নিজেদের ভাবনা, অভিজ্ঞতা ও অনুভূতি খোলামেলা ভাবে শেয়ার করেন। একে অপরের কথা মন দিয়ে শোনা ও বোঝার মাধ্যমে সম্পর্কের ভেতরে একটি পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার পরিবেশ তৈরি হয়।
★ নারীদের নিজের বাড়ি নেই:
মেয়েরা ছোটবেলায় বড় হয় বাবা–মায়ের ঘরে। তারপর বিয়ের পর যায় স্বামীর বাড়িতে—যেটা “নিজের ঘর” নয়, বরং “স্বামীর ঘর” নামে পরিচিত। স্বামী মারা গেলে বা বয়সে দুর্বল হয়ে পড়লে, তাদের আশ্রয় হয় সন্তানের ঘরে। জীবনের প্রতিটি পর্বেই যেন নারী অন্য কারও বাড়িতে অতিথি হয়ে থাকে।
★ ছুটির দিন নেই:
পুরুষরা ব্যবসা, চাকরি, চাষাবাদ কিংবা দিনমজুরির কাজ যাই করুক না কেন—তাদের ছুটির দিন থাকে। কিন্তু নারীদের নেই কোনো ছুটি। তারা চাকরি করলেও, গৃহিণী হলেও, রান্না, কাপড় ধোয়া, ঘর গোছানো—সব কাজই নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে হয়।
★ নিজস্ব পরিচয় নেই:
শৈশবে মেয়েরা পরিচিত হয় বাবার নামে—“অমুকের মেয়ে”। বিয়ের পর হয় “অমুকের স্ত্রী”, আর বয়স হলে “অমুকের মা”। জীবনের প্রতিটি অধ্যায়ে তাদের নাম ঢাকা পড়ে যায় অন্য কারও পরিচয়ে। নিজের নামে, নিজের পরিচয়ে বাঁচার সুযোগ তারা খুব কমই পায়।
★ বাধ্যতামূলক দ্বৈতকর্ম:
কর্মজীবী নারীরা ভোরে ঘুম থেকে উঠে সবার খাবার ও ঘরবাড়ির যত্নে ব্যস্ত হয়ে পড়েন। সংসারের কাজ গুছিয়ে, নিজেরটুকু সেরে অফিসে যান। দিনভর অফিসের দায়িত্ব শেষে আবার ঘরে ফিরে শুরু হয় দ্বিতীয় পর্ব—রান্না, কাপড়, ঘর পরিষ্কার, পরিবারের যত্ন। এক জীবনে তারা একই সঙ্গে দুই চাকরি করেন—একটি বেতনের, আরেকটি নিঃস্বার্থ ভালোবাসার।
★ অতিরিক্ত দায়িত্ব পালন:
পরিবারে কেউ হঠাৎ অসুস্থ হলে নারীরাই হয় প্রথম সেবক। মা নিজে অসুস্থ থাকলেও স্বামী-সন্তান অসুস্থ হলে নিজের ব্যথা ভুলে তাদের সেবা করে যান। যত ক্লান্তিই হোক, মমতা তাদের চালিয়ে নেয়।
★ জীবন উৎসর্গ:
মা হওয়া কোনো সাধারণ দায়িত্ব নয়—এ এক গভীর আত্মত্যাগ। নিজের শরীর, ঘুম, স্বপ্ন—সবকিছু পাশে সরিয়ে দিয়ে তিনি নতুন জীবনের জন্ম দেন। বিনা মজুরির এই শ্রমে টিকে থাকে পরিবার, বেঁচে থাকে সমাজ। জীবন দিয়ে যে জীবন সৃষ্টি করে, তার অবদান মাপার কোনো মানদণ্ড নেই।মায়ের ভালোবাসা এক নিঃশব্দ জীবন উৎসর্গ—যার আলোয় আমরা বাঁচি।একজন নারী যখন মা হয় তখন সে শুধু সন্তান জন্ম দেয় না-সে নিজের এক অংশকে পৃথিবীতে পাঠায়। ঘর-সংসারের নীরব যোদ্ধা হয়ে, বিনা মঞ্জুরিতে, বিনা ছুটিতে সে ভালোবাসায় গড়ে তোলে জীবনের মানে।জীবনের ঝুঁকি নিয়ে নতুন প্রাণের আলো আনে,তবু নিজের কষ্টের কথা বলে না কখনও।তার এই আত্মতাগে সংসার টিকে থাকে পৃথিবী পায় আপন উষ্ণতা। মায়ের ভূমিকা মানে কোনো মানদণ্ড নেই-এ এক জীবন্ত জীবন উৎসর্গ।
★ Group SALT Session Among Office Staff
After conducting the Masculinity Individual SALT with the office staff, we organized a Group SALT involving several officers and employees. Both men and women from all levels participated in the session. Everyone shared their thoughts, experiences, and feelings openly. Through attentive listening and mutual understanding, a sense of respect and empathy began to grow within the team.
★ Women Without Their Own Home
From childhood, girls grow up in their parents’ house. After marriage, they move to their husband’s home—known not as their own, but as the husband’s house. Later, if the husband passes away or becomes old, they depend on their children’s home. In every stage of life, a woman seems to live as a guest in someone else’s house.
★ No Day Off
Men, whether engaged in business, jobs, farming, or day labor, have days off. But women have none. Whether they work outside or stay home, their routine never stops—cooking, cleaning, organizing, caring for everyone. Their labor continues without pause or recognition.
★ No Personal Identity
As children, girls are known by their father’s name—someone’s daughter. After marriage, they become someone’s wife. In old age, they are someone’s mother. At every stage, their own name and identity fade behind others. The chance to live by their own name, with their own identity, remains rare.
★ The Burden of Dual Work
Working women rise early to prepare meals and manage household chores before heading to the office. After a full day of professional duties, they return home to begin the second shift—cleaning, cooking, caring for the family. In one lifetime, they perform two full-time jobs: one paid, and one driven purely by love.
★ Carrying Extra Responsibilities
When anyone in the family falls ill, it is usually the woman who becomes the caregiver. Even when she herself is unwell, a mother forgets her own pain to care for her husband and children. However tired she may be, affection keeps her going.
★ Life Devotion: The Mother’s Gift
Becoming a mother is not merely a duty—it is an act of profound sacrifice. She sets aside her body, her sleep, her dreams to bring a new life into the world. It is through this unpaid labor that families survive and societies endure. The contribution of a mother—who gives life through her own—cannot be measured.When a woman becomes a mother, she doesn’t just give birth to a child—she sends a part of herself into the world. As a silent warrior of the home, without pay or rest, she builds meaning in life through love. Risking her own life to bring light into the world, she never speaks of her pain. It is through her sacrifice that families stay whole and the world finds its warmth. A mother’s role defies all standards—hers is a living act of devotion.
Comment
Thanks Rakib, well facilitated! I suggest the next session with male colleagues. What do you think?
This session felt like holding up a mirror—everyone got a chance to see and reflect on their own stories. It reminded us how a woman’s life is woven with quiet strength, endless responsibility, and deep sacrifice. Conversations like this turn a workplace into a space for learning and understanding.
হা,
রওশন আপু, প্রকাশ দা।
তাদের কে সমঅধিকার দিলে কম হবে।
তাদেরকে ন্যায্য মূল্যায়ন করতে হবে।
Yes Nishat Apu, actually it is not possible to exchange the sacrifices of women. But they must be valued. And we ourselves have to do something for them.
খুব ভালো উপলব্ধি নারীদের নিয়ে ভাই। তবে নারীদের ত্যাগের যথাযথ মূল্যায়নের উদ্যোগ নিতে হবে
অনেক সুন্দর লাগলো ভাই পড়ে। তবে নারীরা এত ত্যাগ স্বীকার করলেও আমরা পুরুষ সমাজ তাদেরকে সমান অধিকার দিতে এখনো পারিনি। যেটা আমাদেরই ব্যর্থতা।
This reflection touched me deeply. It beautifully captures the silent strength, resilience, and unconditional love that women, especially mothers carry throughout their lives. The Group SALT session reminds us how important it is to listen, reflect, and recognize women’s unseen labor and sacrifices. True change begins when we value their identity, give space to their voices, and share responsibilities at home and in society.
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence