Connect with us

Website: the-constellation.org

Newsletter EnglishFrench Spanish  

Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239  

Twitter @TheConstellati1

Instagramhttps://www.instagram.com/constellationclcp/

Youtube channel: The Constellation SALT-CLCP

Ashik Bhai – A Story of Humanity Woven with Warm Connections

My Learning Journey in the Field

After joining BRED, I met Ashik Bhai, our Program Coordinator. To me, he isn’t just an officer—he is a person deeply rooted in simplicity and humanity. Every time I accompanied him to the field, I felt he wasn’t an outsider but one of the community  - someone who enters not as a visitor but as family.

From Field Anxiety to Meaningful Learning

In the beginning, I was nervous about going to the field. I used to wonder—how do I talk to strangers? How do I build connections? Maybe it was the hesitation of youth. But my very first field visit with Ashik Bhai taught me that connecting with people doesn’t require special techniques—it only requires sincerity and the willingness to listen.

One day, during a SALT follow-up, we visited the home of a sister. Her daughter, Drishti Shil, seemed a bit uneasy seeing us. Ashik Bhai stood beside her with a gentle smile and asked,
“If your mother were my sister, what would I be to you?”
Drishti thought for a moment and replied, “You’d be my Mama (uncle).”
Ashik Bhai smiled softly and said, “Then there’s no reason for a niece to hesitate to talk with her Mama, right?”

That moment, the smile that lit up Drishti’s face became my first real field lesson. I realized—you don’t need blood ties to make someone your own; you just need the courage to speak from the heart.

A Different Lesson in Building Relationships

Another day, during a Knowledge Fair, I saw Ashik Bhai speaking with an elderly woman. He asked her gently, “Baba (father), have you had your lunch?”
The way he said “Baba” was filled with such tenderness—it felt like he was addressing his own father. As I moved closer, I heard him say, “You see, Apa, she is my mother. A mother isn’t just someone who gives birth—she’s someone you care for and look after.”

In that moment, I understood—building relationships isn’t just about work; it’s about creating heartfelt connections.

SALT Reflected in Ashik Bhai

I see the four steps of SALT—Listen, Appreciate, Learn, and Transfer—reflected in Ashik Bhai every day:

  • He listens with his whole heart,
  • Recognizes and appreciates people’s strengths,
  • Learns from every experience,
  • And shares those lessons in simple, relatable ways.

Under his leadership, community members now communicate more openly and plan together. Young people are gaining confidence; women are voicing their opinions. The community is no longer just “project beneficiaries”—they’ve become partners in change.

What I’ve Learned?

From Ashik Bhai, I’ve learned:

  • To understand people, you must first be human.
  • Love, respect, and sincerity are the real tools of change in the field.

Now when I go to the field, I’m no longer afraid. I feel that every home holds a story—all it takes is a little attention and a willingness to listen.

Final Thoughts

Ashik Bhai has taught me that SALT is not just a methodology—it’s a way of life.
A life where people are the core force of change, and relationships are the first step toward development.

People like him don’t just do work in the community—they sow seeds of love.
And from those seeds grow invisible bonds of humanity—bonds that sustain relationships, trust, and the true beauty of development.

 

আমার ফিল্ডে শেখার পথচলা

ব্রেডে যোগ দেওয়ার পর আমার পরিচয় হয় আশিক ভাইয়ের সঙ্গে। তিনি আমাদের প্রোগ্রাম কো-অর্ডিনেটর—কিন্তু আমার কাছে তিনি কেবল একজন অফিসার নন, বরং মাটির গন্ধে ভরা এক মানুষ। ফিল্ডে তাঁর সঙ্গে যতবার গিয়েছি, মনে হয়েছে, তিনি যেন সেই কমিউনিটিরই একজন—যিনি বাইরে থেকে যান, কিন্তু ভেতরে গিয়ে হয়ে ওঠেন আপনজন।

 প্রথম ফিল্ডভয় থেকে শেখার যাত্রা

শুরুর দিকে ফিল্ডে যেতে আমার ভীষণ ভয় লাগত। ভাবতাম—অপরিচিত মানুষদের সঙ্গে কীভাবে কথা বলব? কীভাবে সংযোগ তৈরি করব? হয়তো তরুণ বয়সের দ্বিধাও ছিল। কিন্তু আশিক ভাইয়ের সঙ্গে প্রথম ফিল্ড ট্রিপেই বুঝলাম, মানুষের সঙ্গে কথা বলা শেখার জন্য কোনো আলাদা কৌশল লাগে না—লাগে শুধু আন্তরিকতা আর মন দিয়ে শোনার অভ্যাস।

 

একদিন এক দিদির  বাড়িতে গেলাম SALT ফলোআপে। দিদির মেয়েটির নাম দৃৃষ্টি শীল। আমাদের দেখে সে কিছুটা অস্বস্তিতে ছিল। আশিক ভাই হালকা হেসে তার পাশে দাঁড়িয়ে বললেন,

“তোমার আম্মু যদি আমার বোন হয়, তাহলে আমি তোমার কে হই?”

দৃৃষ্টি একটু ভেবে বলল, “আপনি আমার মামা।”

আশিক ভাই মৃদু হেসে বললেন, “তাহলে মামার সঙ্গে ভাগ্নির গল্প করতে তো কোনো আপত্তি থাকার কথা না!”

 

সেই মুহূর্তে দৃৃষ্টির মুখে যে হাসিটা ফুটে উঠেছিল—সেটিই ছিল আমার প্রথম মাঠের শেখা। বুঝেছিলাম, মানুষকে নিজের করে নিতে রক্তের সম্পর্ক লাগে না; লাগে শুধু মন খুলে কথা বলার সাহস।

সম্পর্ক গড়ার অন্যরকম পাঠ

আরেকদিন নলেজ ফেয়ারের সময় দেখি, আশিক ভাই এক বৃদ্ধা মহিলার পাশে দাঁড়িয়ে কথা বলছেন। তিনি মৃদু স্বরে জিজ্ঞেস করলেন,

বাবা, দুপুরে খেয়েছেন?”

এই “বাবা” শব্দটা এত মমতায় ভরা ছিল, মনে হলো নিজের ছেলেকে ডাকছেন। পাশে গিয়ে শুনলাম, তিনি বলছেন,“দেখেন আপা, উনি আমার আম্মা। মা মানে তো খোঁজ নেওয়া, যত্ন নেওয়া। তিনি আমাকে জন্ম না দিলেও মা তো মা-ই।”

সেই মুহূর্তে আমার মনে হলো—মানুষের সঙ্গে সম্পর্ক গড়া মানে শুধু কাজ করা নয়, বরং হৃদয়ের সংযোগ তৈরি করা।

SALT-এর প্রতিচ্ছবি 

SALT পদ্ধতির চারটি ধাপ—Listening, Appreciating, Learning, Transferring—আমি আশিক ভাইয়ের ভেতর প্রতিদিন দেখি।

  • তিনি শোনেন মন দিয়ে,
  • মানুষের শক্তিকে স্বীকৃতি দেন,
  • প্রতিটি অভিজ্ঞতা থেকে শিখে নেন,
  • আর সেই শেখা ভাগ করে নেন সহজ ভাষায়, সরলভাবে।

তাঁর নেতৃত্বে এখন কমিউনিটির মানুষ আগের চেয়ে বেশি কথা বলে, একসাথে পরিকল্পনা করে। যুবকরা সাহসী হচ্ছে, নারীরা মতামত দিচ্ছে। মানুষ এখন শুধু “প্রকল্পের উপকারভোগী” নয়—তারা হয়ে উঠছে পরিবর্তনের অংশীদার।

আমার শেখা

আশিক ভাইয়ের কাছ থেকে আমি শিখেছি—

  • মানুষকে বোঝার আগে নিজেকে মানুষ হতে হয়।
  • ভালোবাসা, শ্রদ্ধা আর আন্তরিকতাই মাঠে পরিবর্তনের আসল হাতিয়ার।

এখন যখন আমি ফিল্ডে যাই, আর ভয় পাই না। মনে হয়—প্রতিটি ঘরেই একটা গল্প লুকিয়ে আছে; শুধু দরকার একটু মনোযোগ দিয়ে শোনার।

আশিক ভাই আমাকে শিখিয়েছেন, SALT কেবল একটি পদ্ধতি নয়—এটি একটি জীবনদর্শন। যেখানে মানুষই পরিবর্তনের মূল শক্তি, আর সম্পর্কই উন্নয়নের প্রথম ধাপ।

তাঁর মতো মানুষরা কমিউনিটিতে গিয়ে শুধু কাজ করেন না—তাঁরা ভালোবাসার বীজ বুনে দেন। আর সেখান থেকেই জন্ম নেয় সেই মানবতার অদৃশ্য বন্ধন, যা টিকিয়ে রাখে সম্পর্ক, বিশ্বাস আর উন্নয়নের আসল সৌন্দর্য।

Views: 52

Comment

You need to be a member of Community life competence to add comments!

Join Community life competence

Comment by Rowshon Benthi Hossain on November 3, 2025 at 11:24am

Thank you @Sharmin Eva apu.

Comment by Sharmin Eva on November 3, 2025 at 11:20am

This story beautifully reflects how true change begins with genuine human connection. Deeply inspiring and grounded in real compassion — thank you for sharing Apu.

© 2025   Created by Rituu B. Nanda.   Powered by

Badges  |  Report an Issue  |  Terms of Service