Connecting local responses around the world
Website: the-constellation.org
Newsletter English, French Spanish
Facebook https://www.facebook.com/pages/The-Constellation/457271687691239
Twitter @TheConstellati1
Instagram: https://www.instagram.com/constellationclcp/
November 19, 2025, was International Men's Day. To make the day meaningful, the children, adolescents, youth, and elderly members of the Pechakola Community decided to organize a joint discussion. Initiated by the young men of the Masculinity Team, the event gradually turned into a celebration.
Everyone chose the area in front of the Pechakola Sarkar Para Mosque as the venue for the event.
However, the place had been dirty for quite some time, and no one was coming forward to clean it. The young people seized this opportunity to practically apply the lessons learned from their masculinity sessions: the task belongs to everyone, not just boys/men or girls/women; everyone can fulfill their responsibility. They took brooms, scissors, and tools and started cleaning the area themselves.
Some pulled weeds, some swept, and some leveled the ground. Thus, the celebration began with the practice of positive masculinity through real-life work. After cleaning, they used their own creativity to decorate the venue with colored paper, ribbons, and banners. Their energy, leadership, and sense of responsibility shone through in the decorations.
Participants began arriving at the venue after noon. The introduction session, where everyone shared their favorite winter food, made the atmosphere lively with laughter and joy. Following this, a Masculinity Dream Building Session was held with all age groups participants were divided into three groups and asked a question: What kind of man do they want to see in the family and society in the future?
Based on the discussions of the three groups, a common dream was formed: We want a community where men are healthy, responsible, respect women, are addiction-free, peaceful, and make a positive contribution to the family and society. We want to develop our community into a model community.
In the session, the elderly shared their life stories, struggles, experiences, and lessons. The youth and adolescents listened intently and shared their own thoughts.
Next, a composition competition was held for the younger children. Their writings highlighted:
This became a beautiful process for children to learn about healthy masculinity.
Community leader Engineer Kamal Pasha and other elderly guests shared real-life stories of their experiences, including both household chores and outside work.
The youth, after hearing the stories of the elders, also shared their own feelings and real-life experiences. This created a bridge of learning from generation to generation.
The International Men's Day celebration in the Pechakola Community was not just limited to a single event. The combination of cleanliness, spontaneous participation, discussion on positive masculinity by people of all ages, exchange of experiences, and the definition of a community dream, made it a practical example of practicing healthy and responsible masculinity.
Bangla part
কমিউনিটি-নেতৃত্বে আন্তর্জাতিক পুরুষ দিবস: পেচাঁকোলায় শেখা, অংশগ্রহণ ও উদযাপন
১৯ নভেম্বর ২০২৫ আন্তর্জাতিক পুরুষ দিবস ছিল। দিনটিকে অর্থবহ করে তুলতে পেচাঁকোলা কমিউনিটির শিশু, কিশোর, যুব ও প্রবীণ সদস্যরা সিদ্ধান্ত নেন একটি যৌথ আলোচনা আয়োজন করার। মাসকুলিনিটি টিমের তরুণদের উদ্যোগে এই আয়োজন ধীরে ধীরে একটি উদযাপনে রূপ নেয়।
অনুষ্ঠানের জন্য সবাই পেচাঁকোলা সরকার পাড়া মসজিদের সামনে জায়গাটি নির্ধারণ করেন।
কিন্তু জায়গাটি বেশ কিছুদিন ধরে অপরিষ্কার ছিল, এবং কেউ এগিয়ে আসছিল না পরিষ্কার করতে। এই সুযোগেই তরুণরা মাসকুলিনিটি সেশন থেকে পাওয়া শিক্ষার বাস্তব প্রয়োগ করে কাজ ছেলে-মেয়ে বা পুরুষ-নারীর নয়, দায়িত্ব সবাই পালন করতে পারে। তারা ঝাড়ু, কাঁচি, হাতিয়ার নিয়ে নিজেরাই জায়গা পরিষ্কার করা শুরু করে। কেউ আগাছা তুলল, কেউ ঝাড়ু দিল, কেউ মাটি সমান করল। এভাবেই উদযাপন শুরু হলো বাস্তব কাজের মাধ্যমে ইতিবাচক পুরুষত্বের চর্চা দিয়ে। পরিষ্কার হয়ে গেলে তারা নিজস্ব সৃজনশীলতায় রঙিন কাগজ, ফিতা এবং ব্যানার দিয়ে ভেন্যুটি সাজিয়ে তোলে। সাজসজ্জাতেও ফুটে ওঠে তাদের উদ্যম, নেতৃত্ব ও দায়িত্ববোধ।
দুপুর পর থেকে অংশগ্রহণকারীরা ভেন্যুতে আসতে থাকে। শীতের প্রিয় খাবারের নাম দিয়ে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়, যা হাসি-আনন্দে পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। এরপর সব বয়সীদের নিয়ে মাসকুলিনিটি ড্রিম বিলডিং সেশন করা হয় - অংশগ্রহণকারীদের তিন ভাগে বিভক্ত করা হয় এবং প্রশ্ন করা হয় কী ধরনের পুরুষ তারা ভবিষ্যতে পরিবার ও সমাজে দেখতে চায়? তিন দলের আলোচনার ভিত্তিতে একটি কমন স্বপ্ন তৈরি হয়- আমরা এমন একটি কমিউনিটি চাই যেখানে পুরুষেরা সুস্থ, দায়িত্বশীল, নারীদের সম্মান করে, নেশামুক্ত, শান্তিপূর্ণ এবং পরিবার ও সমাজের জন্য ইতিবাচক অবদান রাখে। আমরা আমাদের কমিউনিটিকে একটি মডেল কমিউনিটি হিসেবে গড়ে তুলতে চাই।
সেশনে প্রবীণরা তাদের জীবনের গল্প, সংগ্রাম, অভিজ্ঞতা ও শিক্ষা তুলে ধরেন।
তরুণ ও কিশোররা সেগুলো মন দিয়ে শোনে এবং নিজেদের চিন্তা শেয়ার করে।
এরপর ছোটদের নিয়ে একটি রচনা প্রতিযোগিতা হয়।
তাদের লেখায় উঠে আসে—
এটি শিশুদের স্বাস্থ্যকর পুরুষত্ব শেখার একটি সুন্দর প্রক্রিয়া হয়ে ওঠে।
কমিউনিটি লিডার ইঞ্জিনিয়ার কামাল পাশা ও অন্যান্য অতিথি প্রবীণরা তাঁদের জীবন অভিজ্ঞতা, ঘরের কাজ এবং বাইরের কাজের বাস্তব গল্প শেয়ার করেন। যুবরাও বয়স্কদের গল্প শুনে নিজেরাও নিজেদের অনুভূতি ও বাস্তব অভিজ্ঞতা জানায়। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে শেখার সেতু তৈরি হয়।
পেচাঁকোলা কমিউনিটিতে আন্তর্জাতিক পুরুষ দিবস এই উদযাপন শুধু একটি অনুষ্ঠানেই সীমাবদ্ধ ছিল না পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, কমিউনিটিতে সব বয়সের মানুষ একসাথে ইতিবাচক পুরুষত্ব নিয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং কমিউনিটির স্বপ্ন নির্ধারণ সব মিলিয়ে এটি হয়ে ওঠে স্বাস্থ্যকর ও দায়িত্বশীল পুরুষত্ব চর্চার এক বাস্তব উদাহরণ।
Comment
thank you Bayazid Bhai. You brought many unforgettable moments into the lives of men through this program on the occasion of International Men's Day. I am sure everyone must have had a lot of fun.
© 2025 Created by Rituu B. Nanda.
Powered by
You need to be a member of Community life competence to add comments!
Join Community life competence